পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিন্ক। (more…)
যে দেশে আমরা থাকি। যে দেশের ভেতর আমাদের বসবাস। যেখানে মাটির গন্ধ পাই। শেকড় যেখানে অনেক গভীরে প্রোথিত হয়ে যায়। আবার তুমি আমাকে ভালোবাসবে। আবার আমি তোমাকে খুঁজে পাব। সব তো হারিয়েছি। কোথাও কোনো সন্ধান আর খুঁজে পাচ্ছি না। আমাকে কারা চেনে? আমাদের কোথায় থাকতে হবে? দিনগুলোরাতগুলো ! কিন্তু আমাদের ভ্রমনপঞ্জী আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোনো কাগজপত্র কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নিজেদের ভেতর কেউ কেউ সব জানে। তাদের জানা আমাদের কেউ নয়। আমরা আতঙ্কগ্রস্ত। হতাশায় নিঃশেষিত। বৈষম্যে বিপর্যস্ত শরণার্থী। কার সময় আছে আমাদের দেবার। জীবন আমাদের নয়! (more…)
স্বাগতম।