ছড়া নিয়ে গাঁটছড়া... ছড়া নিয়ে ছেলেমি করার ঝোঁকটা সম্ভবত ছড়ার জন্মেতিহাসের সাথেই সম্পর্কিত। কিন্তু এই ঝোঁকের মধ্যে যদি দায়বদ্ধতার কোনো ছোঁয়া না থাকে তাহলেই তা হয়ে ওঠে বিপর্যয়কর। কেমন বিপর্যয়? হতে পারে ছড়াকে তার আত্মপরিচয় থেকে হটিয়ে দেয়া বা অন্য কিছুকে ছড়া নামে প্রতিস্থাপিত করা! মানুষের ভিড়ে মানুষের মতো কতকগুলো হনুমান গরিলা ওরাংওটাং বা এ জাতীয় কিছু প্রাণী ছেড়ে দিয়ে এক কাতারে মানুষ বলে চালিয়ে দিলে যা হয়। মানুষের দুই পা দুই হাত থাকে, ওগুলোরও দুই পা দুই হাত। পায়ের উপর ভর করে এরা সবাই হাঁটে। মেরুদণ্ড কিছুটা কুঁজো করে হাঁটা মানুষের মধ্যেও রয়েছে। বিশেষ করে বার্ধক্য আক্রান্ত মানুষের জন্য। মাঝে মাঝে বাঁদরামি সুলভ আচরণ মানুষও করে। তাহলে কি মানুষ আর হনুমান গরিলা এক হয়ে গেলো! বিবেচনার বাহ্যিক দৃষ্টি ঝাপসা হলে দু’টোর মধ্যে তফাত ঘুঁচে যাওয়া বিচিত্র নয়। আর দ্বিতীয় পর্যায়ের প্রাণীগুলোর সংখ্যাধিক্য ঘটতে থাকলে এক সময়ে হনুমান গরিলাই যদি মানুষের পরিচয়ের প্রতিনিধিত্ব করতে থাকে, তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে কি? তবুও হনুমান গরিলার দ্বারা মানুষের স্থান দখল করা সম্ভব নয়। পার্থক্যের ভুলে কিছুকাল দাপাদাপি করলেও ঠিকই এদের আসল পরিচয়গুলো বেরিয়ে আসে। কোন্ আসল পরিচয়? এটা হলো অন্তর্গত স্বভাব, আচরণের প্রকৃতি আর সৃজনশীল প্রণোদনায় মানুষের সাথে এদের মৌলিক ও ব্যাপক পার্থক্য। কিন্তু এখানেও কি সমস্যামুক্ত আমরা? কিসের নিরিখে নির্ধারণ করবো মানুষ আর গরিলার অন্তর্গত স্বভাবের ভিন্নতা, আচরণের প্রকৃতিগত বিভেদ বা সৃজনশীল প্রণোদনার পার্থক্য? সেই নির্ধারণসূত্রটা জানা হয়ে গেলে পার্থক্য নির্ণয় করা আর দুরূহ থাকে না। তাই প্লাস্টিক সার্জারি করিয়ে একটা হনুমান বা গরিলাকে মানুষের পূর্ণ আকৃতি দেয়া হলেও মানুষের স্থান দখল করা তার পক্ষে কখনোই সম্ভব নয়, প্রকৃতিগতভাবেই। তেমনি ছড়া নিয়ে আমাদের জটিলতার শেষ নেই। ছড়া তো কোনো প্রাণী নয় যে গুঁতো দিলেই তার প্রকৃতিগত ভাষা বা স্বভাবসুলভ আচরণ দিয়ে নিজের ধাত বা পরিচয়টা জানিয়ে দেবে! ছড়া একটা শিল্প, অক্ষরের কারুকাজ, মূর্ত চেহারায় বিমূর্ত ব্যঞ্জনাধারী শব্দ বা শ্রুতিশিল্প। কবিতা, পদ্য, গান, পুঁথি, পাঁচালি এসবও তো একই পদের জিনিস, অক্ষরের কারসাজিই। তাহলে ছড়া কেন ছড়া? কিসের নিরিখে আমরা তা নির্ধারণ করবো? মানুষের জীবনে উদ্ভূত জটিল জটিল সমস্যাগুলোকে সহজ সরল উদারভাবে দেখার…
১৯৭১, অগ্নিযুগ, অনুবাদ, অবসর, অভিযান, অর্থনীতি, আইন, আইন আদালত, আইনি সহায়তা, আইনের আশ্রয়লাভ, আইনের শাসন, আড়িপাতা ও নজরদারি, আন্তঃযোগ, আন্তর্জাতিক, আন্তর্জাতিক আইন, আন্দোলন, আলোকচিত্র, আলোচনা, ইউরোপ, ইতিহাস, উত্তর আমেরিকা, উদযাপন, উদ্যোগ, উন্নয়ন, উপন্যাস, উপমহাদেশ, উৎসব, ঋতুরঙ্গ, এই সময়, এশিয়া, ঔপনিবেশবাদ, কপিরাইট আইন, কবি ও কবিতা, কম্বোডিয়া, কর্ম সংস্থান, কর্মশালা, কারিগরিক, কুম্ভীলকবৃত্তি, কৃষি ও কৃষক, ক্রীড়া, খবর, গণতন্ত্র, গণসাংবাদিকতা, গবেষণা, গল্প ও গল্পকার, চলচ্চিত্র, চিন্তাঝড়, চীন, ছড়া, জঙ্গিবাদ, জনতা, জন্মশতবর্ষ, জবাবদিহিতা, জয়ন্তী, জরুরি আবেদন, জীবিকার অধিকার, জ্ঞানতত্ত্ব, জ্বালানি, তথ্য প্রযুক্তি, তৃতীয় বিশ্ব, দক্ষিণ এশিয়া, দর্শন, দারিদ্র্য, দিনলিপি, দুর্নীতি, দূর প্রাচ্য, দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ধর্ম, ধর্ম ব্যবসা, ধর্মতত্ত্ব, ধর্মান্ধতা, ধর্মীয় ইতিহাস, নাটক, নারীবাদ, নারীর প্রতি সহিংসতা, নির্বাচন, নির্মিতি, নির্যাতন, নিসর্গ, পরিবেশ, পশ্চিমা বিশ্ব, পাকিস্তান, পানি সম্পদ, পারিবারিক আইন, পার্বত্য চট্টগ্রাম, প্রচার মাধ্যম, প্রতিবন্ধীদের অধিকার, প্রতিবাদ, প্রতিবেদন, প্রতিরক্ষা, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরোধ, প্রদর্শনী, প্রবাস, প্রামাণ্যচিত্র, ফটোব্লগ, ফ্যাসিবাদ, বইয়ের ভুবন, বাংলাদেশ ৭১-৭৫, বাংলাদেশ ৭৬-৮১, বাংলাদেশ ৮২-৯০, বিচার বিভাগ, বিজ্ঞান/প্রযুক্তি, বিনোদন, বিবিধ, বিভাগ/বিষয় নিরপেক্ষ, বিশেষ দিন, বিশ্বজনীন, বিশ্বায়ন, বিষয়ভিত্তিক, বৈষম্য, ভারত, ভাষা, ভিডিও, ভৌগোলিক, ভ্রমণকাহিনি, মত প্রকাশের স্বাধীনতা, মধ্যপ্রাচ্য, মহামন্দা, মানবতা, মানববিদ্যা, মানবাধিকার, মুক্তিযুদ্ধ, মৌলবাদ, যুক্তরাজ্য, যুদ্ধ, যুদ্ধাপরাধ, যোগাযোগ ব্যবস্থা, রচনা-স্বত্ব, রম্য, রাজনীতি, রাজনৈতিক ইস্যু, রাষ্ট্রনীতি, লাতিন আমেরিকা, শিক্ষা, শিল্পী, শিশু অধিকার, শিশু নির্যাতন, শিশু শ্রম, শোকলেখন, শৈশব, শ্রদ্ধাঞ্জলি, শ্রীলংকা, সংখ্যালঘুত্ব, সন্ত্রাসবাদ, সংবিধান, সময়কাল, সমাজতন্ত্র, সমাবেশের স্বাধীনতা, সমালোচনা, সরকার, সংসদ, সংস্কৃতি, সাক্ষাৎকার, সাংগঠনিক, সামরিকতন্ত্র, সাম্প্রতিক, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, সাহিত্য, সীমান্ত রক্ষা, সুবিচার, সুশাসন, সুশীল সমাজ, স্বস্থানচ্যুতি, স্বাস্থ্য, স্মৃতিকথা
পরীক্ষামূলক পোস্ট১
মুক্তাঙ্গন
স্বাগতম।