আমাদের দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা কতো ? আট কোটি ? সঠিক সংখ্যাটি এ মুহূর্তে হাতে নেই আমার। আট কোটির ধারে কাছে হবে হয়তো। সেক্ষেত্রে কতজন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বা করার সুযোগ পান ? এই হিসাবটা হয়তো চলে আসে নির্বাচনের ফলাফল থেকে। আমাদের জাতীয় নির্বাচনগুলোর বিগত ইতিহাস অনুযায়ী মোট ভোটারের ষাট থেকে পঁয়ষট্টি ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করলেই মোটামুটি সফল নির্বাচন হয়েছে বলে সরকারীভাবে ধরে নেয়া হয়। (more…)
সম্প্রতি বাংলাদেশে আরো একটি বেসরকারি টিভি চ্যানেল তাদের যাত্রা আরম্ভ করেছে -- দিগন্ত টেলিভিশন। ঝকঝকে ছবি এই চ্যানেলটির। যতটুকু শুনেছি এবং দেখেছি তাতে মনে হয়েছে এই চ্যানেলটির মূল অনুষ্ঠান সংবাদভিত্তিক। তবে কিছু নাটক, গান ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানও তারা পরিবেশন করছে। যাই হোক, আমার বলবার বিষয় তা নয়। আমি যা বলতে চাই হয়তো আপনারা সকলেই তা জানেন। (more…)
[০১] ইহা অলিআউলিয়াগণের স্থান। এইখানে যে বেয়াদপি করিবে তাহার তকদিরে পোকায় ধরিবে। সব্বনাশ, এ কোথায় এলাম! ভেতরে ভেতরে রোমগুলো খাড়া হয়ে উঠতে লাগলো। ভীষণ কৌতূহল নিয়ে বিশাল বোর্ডে অঙ্কিত লেখাগুলো অনুসরণ করতে লাগলাম। নিম্নলিখিত কারণগুলি চরম ও জঘন্য বেয়াদপি বলিয়া গন্য হইবে।... (more…)
স্বাগতম।