সম্প্রতি বাংলাদেশে আরো একটি বেসরকারি টিভি চ্যানেল তাদের যাত্রা আরম্ভ করেছে — দিগন্ত টেলিভিশন। ঝকঝকে ছবি এই চ্যানেলটির। যতটুকু শুনেছি এবং দেখেছি তাতে মনে হয়েছে এই চ্যানেলটির মূল অনুষ্ঠান সংবাদভিত্তিক। তবে কিছু নাটক, গান ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানও তারা পরিবেশন করছে। যাই হোক, আমার বলবার বিষয় তা নয়। আমি যা বলতে চাই হয়তো আপনারা সকলেই তা জানেন। আর তা হলো : এই চ্যানেলটি জামায়াত ইসলাম বাংলাদেশ নামক মৌলবাদী সংগঠনটির নেতাকর্মীদের পরিচালনায় সম্প্রচারিত হচ্ছে। অনেকে মনে করেন, জামায়াত ইসলাম ইলেকট্রনিক মিডিয়ায় নিজের অবস্থান সুদৃঢ় করার জন্য এবং নিজস্ব মতাদর্শ প্রচারের জন্য এই চ্যানেলটি খুলেছে।
দু-চারদিন আগে এই চ্যানেলে বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর একটি গান প্রচারিত হয়। দেশের বিভিন্ন প্রতিথযশা শিল্পীর গান, নাটক ও অন্যান্য অনুষ্ঠানও এ-চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। এখন আমার প্রশ্ন : জামায়াত সমর্থিত এই চ্যানেলে আমাদের মুক্তমনা প্রগতিশীল শিল্পীবৃন্দ তাঁদের কাজ প্রচার করতে দিয়ে যুদ্ধাপরাধী মানবতাবিরোধী ধর্মব্যবসায়ী এই দুষ্টচক্রকে তাদের মতাদর্শ প্রচারে সহায়তা করছেন না কি?

জন্ম ১৭ জানুয়ারি, ১৯৭৩। চাকরিজীবী। চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। পছন্দ করি খেতে, ঘুরতে, আড্ডা দিতে।
