আমার ছেলে এটা মোটেই ঠিক কাজ করেনি, তারেক জিয়ার সাথে তার পার্থক্যের উত্তরে শিক্ষাগত যোগ্যতার কথা তুলে সে ঠিক কাজ করেনি, আমাকে খালেদা জিয়ার সাথে তুলনা করতে সারা পৃথিবী যেভাবে ব্যস্ত হয়ে পড়েছিল এবং এখনো যে ব্যস্ততার কোনো শেষ নেই — কই, আমি তো কোনোদিন সে তুলনার উত্তরে শিক্ষাগত যোগ্যতার কথা তুলিনি। তুলিনি কারণ এ তো সবাই দেখতে পায়, একথা বলে যার শিক্ষাগত যোগ্যতা নেই তার কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা হয় যার সেটা আছে। ওবামা জ্ঞানী মানুষ, বুশ, সারাপৃথিবী জানে ছিলেন আমেরিকার সবচেয়ে স্টুপিড প্রেসিডেন্ট। কিন্তু সেই জ্ঞানী মানুষ দিয়ে এখনো তো তেমন কিছু হল না, আগের বুশের বাহিনী ও তার ঘটানো সব কার্যকলাপের রিপেয়ারিং করেই যদি তার জীবন কাটে, তার এই জ্ঞান শুধু সুন্দর করে কথা বলার কাজেই যদি ব্যয় হয়, তাহলে পৃথিবীর কোন কাজটাই বা এগোবে। এবারের জলবায়ু সম্মেলনেও তাই হল, সেই পুরনো সব কথা, উষ্ণায়ন কমানো হবে, কমাতেই হবে। কিন্তু আমার দেশে প্রতি বর্গকিলোমিটারে যেখানে ১০৫২ জন লোকের বসবাস, সেখানে উষ্ণায়নের থাবায় শুধু একশ বর্গকিলোমিটার সাগরের পেটে গেলেই আমার দেশের এক লাখ লোক হবে শরণার্থী, আমি একটি তলানির দেশের প্রধানমন্ত্রী, আমি তো এখনো আমার নিজের দেশের ওপর সমুদ্রের এই আগ্রাসন নিয়ে গবেষণার করবার জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি পরিষদই গঠন করতে পারলাম না, আর এটা করা ছাড়া আমি বা আমার দেশের সরকার তার যাবতীয় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও প্রতিকারের কী ব্যবস্থা করবে? কিন্তু জাতিসংঘ বলছে, তেমন দেশের গবেষণার জন্যই তো আমরা আছি, আমরা চলে আসব, ফান্ড আসবে, আর ফান্ডের খরচ করাটাই হবে আমাদের কাজ, আপনি শুধু ভাউচারে স্বাক্ষর করার লোক তৈরি রাখুন, তাদের কে কত পাবে, আপনার কত লাগবে এসব ঠিক করে রাখুন। আপনাদের ইচ্ছাপত্রের সাথে আমাদের ইচ্ছাপত্র মিলিয়ে আমরা কাজ শুরু করে দেব। হ্যাঁ, সবকিছু সেভাবেই হবে — কিন্তু দুর্নীতির দায়ে আমাদের ইচ্ছাপত্রগুলোই শুধু প্রকাশিত হবে, তাদেরগুলো নয়। আমার বাবার একটা কথা সবসময় শোনা যায়, চাটার দল, কিন্তু এরা এখন আর শুধু চাটে না, এরা এখন খায়, আমার চারপাশে এখন জমিখোর, নদীখোর, শেয়ারখোর, খাদ্যখোরের আড্ডা। বাংলাদেশে এখন একটা কথা উঠেছে উন্নয়নভাবনার সাথে জলবায়ুর ভাবনাও ভাবতে হবে। আমার…
১৯৭১, অগ্নিযুগ, অনুবাদ, অবসর, অভিযান, অর্থনীতি, আইন, আইন আদালত, আইনি সহায়তা, আইনের আশ্রয়লাভ, আইনের শাসন, আড়িপাতা ও নজরদারি, আন্তঃযোগ, আন্তর্জাতিক, আন্তর্জাতিক আইন, আন্দোলন, আলোকচিত্র, আলোচনা, ইউরোপ, ইতিহাস, উত্তর আমেরিকা, উদযাপন, উদ্যোগ, উন্নয়ন, উপন্যাস, উপমহাদেশ, উৎসব, ঋতুরঙ্গ, এই সময়, এশিয়া, ঔপনিবেশবাদ, কপিরাইট আইন, কবি ও কবিতা, কম্বোডিয়া, কর্ম সংস্থান, কর্মশালা, কারিগরিক, কুম্ভীলকবৃত্তি, কৃষি ও কৃষক, ক্রীড়া, খবর, গণতন্ত্র, গণসাংবাদিকতা, গবেষণা, গল্প ও গল্পকার, চলচ্চিত্র, চিন্তাঝড়, চীন, ছড়া, জঙ্গিবাদ, জনতা, জন্মশতবর্ষ, জবাবদিহিতা, জয়ন্তী, জরুরি আবেদন, জীবিকার অধিকার, জ্ঞানতত্ত্ব, জ্বালানি, তথ্য প্রযুক্তি, তৃতীয় বিশ্ব, দক্ষিণ এশিয়া, দর্শন, দারিদ্র্য, দিনলিপি, দুর্নীতি, দূর প্রাচ্য, দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ধর্ম, ধর্ম ব্যবসা, ধর্মতত্ত্ব, ধর্মান্ধতা, ধর্মীয় ইতিহাস, নাটক, নারীবাদ, নারীর প্রতি সহিংসতা, নির্বাচন, নির্মিতি, নির্যাতন, নিসর্গ, পরিবেশ, পশ্চিমা বিশ্ব, পাকিস্তান, পানি সম্পদ, পারিবারিক আইন, পার্বত্য চট্টগ্রাম, প্রচার মাধ্যম, প্রতিবন্ধীদের অধিকার, প্রতিবাদ, প্রতিবেদন, প্রতিরক্ষা, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরোধ, প্রদর্শনী, প্রবাস, প্রামাণ্যচিত্র, ফটোব্লগ, ফ্যাসিবাদ, বইয়ের ভুবন, বাংলাদেশ ৭১-৭৫, বাংলাদেশ ৭৬-৮১, বাংলাদেশ ৮২-৯০, বিচার বিভাগ, বিজ্ঞান/প্রযুক্তি, বিনোদন, বিবিধ, বিভাগ/বিষয় নিরপেক্ষ, বিশেষ দিন, বিশ্বজনীন, বিশ্বায়ন, বিষয়ভিত্তিক, বৈষম্য, ভারত, ভাষা, ভিডিও, ভৌগোলিক, ভ্রমণকাহিনি, মত প্রকাশের স্বাধীনতা, মধ্যপ্রাচ্য, মহামন্দা, মানবতা, মানববিদ্যা, মানবাধিকার, মুক্তিযুদ্ধ, মৌলবাদ, যুক্তরাজ্য, যুদ্ধ, যুদ্ধাপরাধ, যোগাযোগ ব্যবস্থা, রচনা-স্বত্ব, রম্য, রাজনীতি, রাজনৈতিক ইস্যু, রাষ্ট্রনীতি, লাতিন আমেরিকা, শিক্ষা, শিল্পী, শিশু অধিকার, শিশু নির্যাতন, শিশু শ্রম, শোকলেখন, শৈশব, শ্রদ্ধাঞ্জলি, শ্রীলংকা, সংখ্যালঘুত্ব, সন্ত্রাসবাদ, সংবিধান, সময়কাল, সমাজতন্ত্র, সমাবেশের স্বাধীনতা, সমালোচনা, সরকার, সংসদ, সংস্কৃতি, সাক্ষাৎকার, সাংগঠনিক, সামরিকতন্ত্র, সাম্প্রতিক, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, সাহিত্য, সীমান্ত রক্ষা, সুবিচার, সুশাসন, সুশীল সমাজ, স্বস্থানচ্যুতি, স্বাস্থ্য, স্মৃতিকথা
পরীক্ষামূলক পোস্ট১
মুক্তাঙ্গন
স্বাগতম।