ঠিক কবে থেকে তা মনে নেই, একজন বয়স্ক মানুষ কাগজে আমার লেখা বের হওয়ার দিনই ফোন করতেন। আমার মঙ্গল কামনা করতেন। সাবধানে থাকতে বলতেন। ক্রমশঃ সম্পর্ক নিবিড় হওয়ার পর দেখতে চাইতেন। আমি সময় দিতে পারিনি! এই মানুষটি গত ৪ বছর ধরে নিয়মিত ফোন করছেন! মহাজোট জয়লাভ করার পর জানালেন আর এক বিস্ময়! তিনি প্রতি সোমবার আমার লেখা শত শত ফটোকপি করে তাঁর গ্রামে বিলি করেন। শেখ হাসিনার প্রতি তাঁর অনুরোধগুলো আমার লেখার মধ্যে প্রকাশ পেলে গর্বিত হতেন। গত ১ ফেব্রুয়ারি এই মানুষটি জানালেন : "আজ আমার চাকরি জীবনের শেষ দিন! আমাকে স্কুল থেকে বিদায় জানানোর অনুষ্ঠানে আমি আপনাকে দেখতে চাই!" আমি যথাসময়ে হাজির হয়েছিলাম। বংশাল সরকারী নৈশ প্রাথমিক বিদ্যালয়ে এই মিনহাজ মাস্টার ৩৬ বছর শিক্ষকতা করেছেন! সবার বিদায় ভাষণের শেষে তিনি বলতে উঠলেন! আমাদের সকলকে স্তম্ভিত করে তিনি কাঁদতে শুরু করলেন! বঙ্গবন্ধুর অনুরোধে তাজউদ্দীন আহমেদ তাঁকে মানুষ গড়ার কারিগর করে দিয়ে গেছিলেন। আজ সেই কাজের শেষ দিন। আমার জন্য তখনো চরম বিস্ময় বাকি! তিনি যখন কাঁদছেন তখন গোটা স্কুলঘরটা নিস্তব্ধ! এসময়ে আমি সবিস্ময়ে দেখলাম -- সবাই বসে, কিন্তু একটি মেয়ে নির্বাক দাঁড়িয়ে! দুচোখ দিয়ে জলের ধারা গড়িয়ে নামছে! তাকে কাঁদতে দেখে শিক্ষক আর থাকতে পারলেন না! হাউ মাউ করে বলে উঠলেন, " মা রে, আমি কোথাও যাব না, তোকে রেখে আমি কী করে যাব! চিন্তা করিস না মা!" এর পরের দৃশ্য বর্ণনা করার ভাষা মনজুরুল হকের জানা আছে, কিন্তু কোনো ভাবেই ব্যক্ত করার ক্ষমতা নেই! মিনহাজ মাস্টার এবার সোজা কাছে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। তখনো শেষ ধাক্কাটা বাকি! জানলাম এই মেয়েটি আর মাত্র কিছুদিন বাঁচতে পারে! মাত্র দুবছর বয়সেই তার হার্টে মারাত্মক রোগটা ধরা পড়েছে। হার্টে ছিদ্র হয়ে গেছে! প্রতি বছর তার আকার বাড়ছে! সেই থেকে তার হতদরিদ্র বাবা-মা সব কিছু বিক্রি করেও মেয়ের চিকিৎসা করাচ্ছেন। কিন্তু সবশেষে ডাক্তাররা বলে দিয়েছেন ওপেন হার্ট সার্জারি ছাড়া তাকে বাঁচানো যাবে না। তার জন্য কমপক্ষে দরকার ৩ লাখ টাকা। কে দেবে টাকা? নেই। কোথাও কেউ নেই! রাস্তার পাশে চা-বিক্রি-করা বাবার কী করার আছে! স্কুলের ওই মিনহাজ মাস্টার আর কিছু মানুষের সাহায্যে কোনোমতে ওষুধ…
মাসুদ করিম
আমার স্বাস্থ্য, অন্যের সম্পদ।
১৯৭১, অগ্নিযুগ, অনুবাদ, অবসর, অভিযান, অর্থনীতি, আইন, আইন আদালত, আইনি সহায়তা, আইনের আশ্রয়লাভ, আইনের শাসন, আড়িপাতা ও নজরদারি, আন্তঃযোগ, আন্তর্জাতিক, আন্তর্জাতিক আইন, আন্দোলন, আলোকচিত্র, আলোচনা, ইউরোপ, ইতিহাস, উত্তর আমেরিকা, উদযাপন, উদ্যোগ, উন্নয়ন, উপন্যাস, উপমহাদেশ, উৎসব, ঋতুরঙ্গ, এই সময়, এশিয়া, ঔপনিবেশবাদ, কপিরাইট আইন, কবি ও কবিতা, কম্বোডিয়া, কর্ম সংস্থান, কর্মশালা, কারিগরিক, কুম্ভীলকবৃত্তি, কৃষি ও কৃষক, ক্রীড়া, খবর, গণতন্ত্র, গণসাংবাদিকতা, গবেষণা, গল্প ও গল্পকার, চলচ্চিত্র, চিন্তাঝড়, চীন, ছড়া, জঙ্গিবাদ, জনতা, জন্মশতবর্ষ, জবাবদিহিতা, জয়ন্তী, জরুরি আবেদন, জীবিকার অধিকার, জ্ঞানতত্ত্ব, জ্বালানি, তথ্য প্রযুক্তি, তৃতীয় বিশ্ব, দক্ষিণ এশিয়া, দর্শন, দারিদ্র্য, দিনলিপি, দুর্নীতি, দূর প্রাচ্য, দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ধর্ম, ধর্ম ব্যবসা, ধর্মতত্ত্ব, ধর্মান্ধতা, ধর্মীয় ইতিহাস, নাটক, নারীবাদ, নারীর প্রতি সহিংসতা, নির্বাচন, নির্মিতি, নির্যাতন, নিসর্গ, পরিবেশ, পশ্চিমা বিশ্ব, পাকিস্তান, পানি সম্পদ, পারিবারিক আইন, পার্বত্য চট্টগ্রাম, প্রচার মাধ্যম, প্রতিবন্ধীদের অধিকার, প্রতিবাদ, প্রতিবেদন, প্রতিরক্ষা, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরোধ, প্রদর্শনী, প্রবাস, প্রামাণ্যচিত্র, ফটোব্লগ, ফ্যাসিবাদ, বইয়ের ভুবন, বাংলাদেশ ৭১-৭৫, বাংলাদেশ ৭৬-৮১, বাংলাদেশ ৮২-৯০, বিচার বিভাগ, বিজ্ঞান/প্রযুক্তি, বিনোদন, বিবিধ, বিভাগ/বিষয় নিরপেক্ষ, বিশেষ দিন, বিশ্বজনীন, বিশ্বায়ন, বিষয়ভিত্তিক, বৈষম্য, ভারত, ভাষা, ভিডিও, ভৌগোলিক, ভ্রমণকাহিনি, মত প্রকাশের স্বাধীনতা, মধ্যপ্রাচ্য, মহামন্দা, মানবতা, মানববিদ্যা, মানবাধিকার, মুক্তিযুদ্ধ, মৌলবাদ, যুক্তরাজ্য, যুদ্ধ, যুদ্ধাপরাধ, যোগাযোগ ব্যবস্থা, রচনা-স্বত্ব, রম্য, রাজনীতি, রাজনৈতিক ইস্যু, রাষ্ট্রনীতি, লাতিন আমেরিকা, শিক্ষা, শিল্পী, শিশু অধিকার, শিশু নির্যাতন, শিশু শ্রম, শোকলেখন, শৈশব, শ্রদ্ধাঞ্জলি, শ্রীলংকা, সংখ্যালঘুত্ব, সন্ত্রাসবাদ, সংবিধান, সময়কাল, সমাজতন্ত্র, সমাবেশের স্বাধীনতা, সমালোচনা, সরকার, সংসদ, সংস্কৃতি, সাক্ষাৎকার, সাংগঠনিক, সামরিকতন্ত্র, সাম্প্রতিক, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, সাহিত্য, সীমান্ত রক্ষা, সুবিচার, সুশাসন, সুশীল সমাজ, স্বস্থানচ্যুতি, স্বাস্থ্য, স্মৃতিকথা
পরীক্ষামূলক পোস্ট১
মুক্তাঙ্গন
স্বাগতম।