পৈশাচিক নখ দন্ত উঁচিয়ে সদম্ভে মাথাচাড়া দিয়ে উঠেছে ধর্মান্ধ খুনীর দল । অবস্থা দেখে মনে হচ্ছে এই বর্বর শক্তিকেই নিজেদের কাজে লাগানোর কৌশল গ্রহণ করেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। আবার এমনও হতে পারে, রাজনৈতিক কর্তৃত্বহীন আমাদের ‘তত্ত্বাবধানকারীরা’ এই অপশক্তির উপর নির্ভর করে নিজেদের রাজনৈতিক কর্তৃত্বহীনতার অপবাদ দূর করতে চাইছেন । কয়েকটি ঘটনার পরম্পরা দেখলেই এই সন্দেহ আরো দানা বাধবে, দুঃস্বপ্ন বাস্তবতায় রূপ নেয়ার আতঙ্ক আমাদের গ্রাস করবে। (more…)

অবশেষে নির্বাচনের তারিখ ঘোষিত হলো। ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন। ২৪ ও ২৮ উপজেলা নির্বাচন। চ্যানেল আই তে দেখলাম দুনেত্রী এই সংবাদে মোটামোটি আশ্বস্ত । তারা সংলাপেও নাকি বসছেন। ব্যা: রফিক উল হক এ বিষয়ে বেশ দৃঢ়তা দেখাচ্ছেন । ফলাফল কি হবে, তা দেখার বিষয়। (more…)

আমাদের সময় প্রবাহিত হয় উলটা ধারায়, যেখানে অস্বাভাবিককে স্বাভাবিকে পরিণত করতেই যেন সকল রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়। RAB-এর কার্যক্রম থেকে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে, RAB কর্তৃক সংঘটিত সমস্ত হত্যাকাণ্ড নির্বাহী আদেশেই সংঘটিত হয়েছে এবং হচ্ছে । সেক্ষেত্রে এই আদেশের দায় রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর কাঁধেই বর্তায়, যদি তিনি প্রকৃত দায়ীদের চিহ্নিত করার পদক্ষেপ গ্রহণ না করেন। (more…)

পরীক্ষামূলক পোস্ট১

স্বাগতম।

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.