ওয়ার ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিচার না হওয়া অপরাধীদের বিচারের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তাদের ‘মিডিয়া আর্কাইভ’ এ ক্ষেত্রে সবচে বেশি তথ্যসমৃদ্ধ। সম্প্রতি তাদের মিডিয়া আর্কাইভে যোগ হয়েছে দুর্লভ একটি প্রামান্যচিত্র। ১৯৯৫ সালে ব্রিটেনের চ্যানেল ফোরে প্রচারিত হয় ‘ওয়ার ক্রাইমস ফাইল: ডিসপ্যাচেস’ নামের একটি অসাধারন বর্ননা। স্বাধীনতার পরে বাংলাদেশে থেকে পালিয়ে আসা কথিত যুদ্ধাপরাধী কয়েকজন রাজাকার/আলবদর কিভাবে ব্রিটেনে বাসা গেড়েছে, ধর্মের ব্যবসা ফেঁদেছে, তা নিজের চোখেই দেখুন।
চ্যানেল ফোর এই ডকুমেন্টারি তৈরির পর পরেই চৌধুরী মঈনূদ্দীন তরফ থেকে এক আইনী হুমকির মুখে পড়ে। সুরাহা হয় এই শর্তে যে চ্যানেল ফোর এই তথ্যচিত্র পুনঃ প্রচার করতে পারবে না।
সত্যকে চাপা দেবার এই পুরোনো হাতিয়ার আজো ব্যবহার করে যাচ্ছে রাজাকার চক্র।
এখানে তাদেরই মুখোশ খুলে দেয়া হলো।।
যুগপৎ প্রকাশ: সচলায়তন, আমারব্লগ, মুক্তমনা, সামহোয়ার-ইন
Have your say
You must be logged in to post a comment.
৮ comments
ত্রিশোনকু - ১৯ জুন ২০১০ (১০:৪৮ অপরাহ্ণ)
আরিফুর রহমান ওরফে_____ ওরফে_____ ওরফে_____ ওরফে_____
ওরফে_____ ওরফে_____ ওরফে_____ ওরফে_____ কে সবসময় হাল্কা ভাবে নিয়েছি। ভ্যান গগের এই ছবিটির অমর্যাদাই করছিল সে।
এটা পরে মনে স্বস্তি আসলো।
আরিফুর রহমান - ২০ জুন ২০১০ (১২:১২ পূর্বাহ্ণ)
ধর্ম এবং তার অপব্যাবহার নিয়ে সরব হওয়ায় যদি কারো কারো কাছে অপ্রিয় হতে হয়, তাতে আমার কোনো আপত্তি কখনো ছিলো না, আজো নেই।
যাহৌক, এ বিষয়ে কথা বলার স্থান এখানে নয়।
আপনাকে স্বস্তি দিতে পেরে যারপরনাই আহ্লাদিত হলাম।
রায়হান রশিদ - ২০ জুন ২০১০ (১:৩৬ পূর্বাহ্ণ)
অসংখ্য ধন্যবাদ, আরিফ।
আরিফুর রহমান - ২০ জুন ২০১০ (৫:২৮ পূর্বাহ্ণ)
রেপিডশেয়ারে আট খন্ডে এর সম্পূর্ন পর্বটি আপলৌড করা হয়েছে। ডাউনলোড করতে ক্লিক করুন।
Pingback: War Crimes File | wcsf media archive
বিনয়ভূষণ ধর - ২২ জুন ২০১০ (৫:৩০ অপরাহ্ণ)
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরিফ।…অসম্ভব সুন্দর একটি কাজ হয়েছে।…
রায়হান রশিদ - ২২ জুন ২০১০ (১১:৪৯ অপরাহ্ণ)
প্রামাণ্যচিত্রটির নির্মাতা ডেভিড বার্গম্যানের একটি সাক্ষাৎকার পাওয়া গেল এখানে:
Mazharul Islam Ujjal - ১০ জুলাই ২০১০ (৪:৩৯ অপরাহ্ণ)
জুলাই ১, ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ হত্যার ভিডিও চিত্র দেখার জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন: