চিরায়ত চিন্তা, আমার কাছে, ছোট্ট বাক্য বা পোস্টে সবচেয়ে ভাল প্রকাশ করা যায়। টুইটারে কী লিখব এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমার হাতে ধরা দেয় আমার প্রিয় ‘ছোট্ট পোস্ট’, এরপর দেখা গেল টুইটারে নয় ব্লগেই পোস্ট করতে শুরু করেছি। আজ থেকে আর ব্লগে স্বতন্ত্রভাবে ‘ছোট্ট পোস্ট’ পোস্ট করব না। তার পরিবর্তে এখন থেকে এই পোস্টটিতে নিয়মিত সংকলন করব। সবার উপরে থাকবে সবচেয়ে পুরনো এবং সবার নিচে থাকবে সবচেয়ে নতুন ‘ছোট্ট পোস্ট’।
ক্ষুদ্রঋণ নিয়ে একটি ছোট্ট পোস্ট
বাঁচায় ঋণ, মারে কিস্তি।
‘স্বাস্থ্যসেবা’ নিয়ে একটি ছোট্ট পোস্ট
আমার স্বাস্থ্য, অন্যের সম্পদ।
ক্রমবর্ধমান কৃষিঝুঁকি নিয়ে একটি ছোট্ট পোস্ট
যত বোনা তত মরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি ছোট্ট পোস্ট
ভোট হোক না হোক, আজ ১৮ ডিসেম্বর।
গণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্র আছে কি নেই—এ নিয়ে একটি ছোট্ট পোস্ট
নাই দেখে খাচ্ছ, থাকলে কোথায় পেতে।
সাম্প্রদায়িকতার বিশ্বায়নে উদ্বিগ্ন সাম্প্রদায়িক মানুষের মনোভাব নিয়ে একটি ছোট্ট পোস্ট
তুমি সাম্প্রদায়িক আমি বিশ্বজনীন।
না ভোট নিয়ে একটি ছোট্ট নির্বাচনী প্রচারণা পোস্ট
না ভোট দেবেন না, এবার নাও ভোট দিন।
আপনার নীতি আছে কি নেই? এই প্রশ্নের উত্তর নিয়ে একটি ছোট্ট পোস্ট
অবশ্যই আছে – এগুলো দেখুন, পছন্দ না হলে বলুন, আমার আরো আছে।
“Of course, I have principles – and if you don’t like those, I have others” Groucho Marx.
সুবিধাবাদ বিষয়ক একটি ছোট্ট পোস্ট
আমরা চূড়ান্ত সুবিধাবাদী। কাউকে ছেড়ে কথা বলি না, সবাইকে নিয়ে কথা বলি।
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে একটি ছোট্ট পোস্ট
যেন নদীর ভাঙাগড়া। জমিভিটা যায় মানুষের, চরদখল করে গডফাদার।
কালো টাকা সাদা করা নিয়ে একটি ছোট্ট পোস্ট
সাদাই যদি হয় কালো টাকা তোমার
কালো কি হবে না সাদা টাকা সবার?
পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টির মনোভাব নিয়ে একটি ছোট্ট
পোস্টপুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকে ঘৃণা করো, পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীকে নয়।
বাবরি মসজিদ যখন ভাঙ্গা হচ্ছিল, রাও তখন ঘুমাচ্ছিলেন।
Report of the Liberhan Ayodhya Commission & Liberhan’s List।
আমদানিরপ্তানি : একটি ছোট্ট পোস্ট
ইতিহাসের সত্য
রপ্তানি : শেখ মুজিব এন্ড কোম্পানি মুসলিম লীগকে পাকিস্তানে রপ্তানি করেন।
আমদানি : জিয়াউর রহমান এন্ড কোম্পানি জামায়াতে ইসলামীকে বাংলাদেশে আমদানি করেন।জাদুর বাস্তবতা
রপ্তানি : আহমেদ এন্ড কোম্পানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্রিটেনে রপ্তানি করেন।
আমদানি : তারেক রহমান এন্ড কোম্পানি ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টিকে বাংলাদেশে আমদানি করেন।
অধিকৃত উদ্বৃত্ত মূল্যের নিয়ন্ত্রকদেরই হাতে কুক্ষিগত ক্ষমতা নিয়ে একটি ছোট্ট পোস্ট
শাসন করা তারই সাজে শোষণ করে যে।
মৃত মহাপুরুষদের জনপ্রিয়তার প্রধান কারণ নিয়ে একটি ছোট্ট পোস্ট
মৃতদের মতবাদ থাকে, মতামত থাকে না।
ছয় ঋতুর কর্মকাণ্ড নিয়ে একটি ছোট্ট পোস্ট
বর্ষায় বিহার শীতে নিদ্রা, কাজ করার কোনো ইচ্ছে নেই আমার, হেমন্তে গান গরমে স্নান, শরৎ নৌকায় বসন্ত ভাষায়।
ডাকঘর ও চিঠি নিয়ে একটি ছোট্ট পোস্ট
একটা খামকে কে সুন্দর করে ? — ডাকটিকেট, আর ডাকটিকেটকে ? — ডাকঘরের সিলমোহর। সুন্দর যোগাযোগ চিঠির যোগাযোগ। সুন্দরতম সাইট — ডাকঘর।
শাসকের বন্ধুদের মধ্যে দুই বিশেষ বন্ধুর প্রকৃতি নিয়ে একটি ছোট্ট পোস্ট
শাসকের অনেক বন্ধু। পুলিশ নিষ্ঠুরতম, বুদ্ধিজীবী নিকৃষ্টতম।
পৃথিবীর সবচেয়ে বড় আপত্তি নিয়ে একটি ছোট্ট পোস্ট
একটু + নিচ্ছে একটু – দিচ্ছে একটু × করছে একটু ÷ করছে, দেখি, কারো কোনো উদ্বেগ নেই। কিন্তু যখনই = অধিকার চাই তখনি তেড়ে আসে উগ্র আপত্তি।
পৃথিবীতে কয়টি মহাদেশ এই প্রশ্নের উত্তর নিয়ে একটি ছোট্ট পোস্ট
পৃথিবীতে আটটি মহাদেশ, সবাই ভুল করে সাতটি বলে : ইতিহাস, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা।
যারা সমকামিতা প্রকৃতিবিরুদ্ধ বলে তাদের উদ্দেশে একটি ছোট্ট পোস্ট
সব যৌনতাই প্রকৃতিবিরুদ্ধ, কারণ যৌনতা প্রকৃতির ডাক নয়।
বাংলাদেশের কুটিলতম সংক্রমণ নিয়ে একটি ছোট্ট পোস্ট
রোগই সংক্রামক, তাই চারিদিকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের দিকের মানুষদের রাজাকারদের দিকে হেলে পড়তে দেখা যায়। রাজাকারদের মধ্যে এই হেলদোল দেখা যায় না।
বর্তমান আরব জাগরণের রাজনৈতিক ‘স্পিরিট’ নিয়ে একটি ছোট্ট পোস্ট
আমাকে একপা আগাতে দিন যেন আমি দুপা পেছাতে পারি।
আমার বিশ্বাস নিয়ে একটি ছোট্ট পোস্ট
আমি ইসলাম ঘৃণা করি, হিন্দুত্ববাদ ঘৃণা করি, ঘৃণা করি বৌদ্ধবাদ, খ্রিস্টবাদ, শিখবাদ, জৈনবাদ ও অন্যান্য সব ধর্মীয় অনুশাসন, আমি নাস্তিক্যবাদও ঘৃণা করি। আমি সংস্কৃতি ভালবাসি, আমি সংস্কৃতিতে বাঁচি।
মমতা ব্যানার্জি ও নীলসাদা কলকাতা নিয়ে একটি ছোট্ট পোস্ট
মমতা গান্ধী হতে চেয়েছিল, তেরেসা হতে দিল না, নীলে সব বিলীন হয়ে গেল, নীলসাদা কলকাতা গান্ধীকে তো ডুবাবেই, ডুবাবে তেরেসাকেও।
আমার সমস্যা নিয়ে একটি ছোট্ট পোস্ট
আমার সমস্যা হচ্ছে, আমি চিন্তা করি।
আর কোনো কারণ নেই কিন্তু এনিয়ে একটি ছোট্ট পোস্ট
হিন্দু মুসলমান ভাই ভাই, বোনদের কারণে সম্প্রীতি নাই।
কবি ও পাঠক নিয়ে একটি ছোট্ট পোস্ট
পাঠকরাই অমর, কবিরা চলে যায়।
পৃথিবীতে এত জায়গা থাকতে বাংলাদেশে কেন সামাজিক ব্যবসার পত্তন হল এনিয়ে একটি ছোট্ট পোস্ট
আলমাসে ইউনূস নিয়মিত লুকিয়ে লুকিয়ে সামাজিক ছবি দেখতেন।
ঋণসংকট থেকে মুক্তির চূড়ান্ত জনস্নেহবাদী আহ্বান নিয়ে একটি ছোট্ট পোস্ট
হে ভিক্ষুক এই বাজার তোমাকেও ঋণপ্রদানে ইতস্তত করেনি, আজ বাজারকে সমুন্নত রাখার স্বার্থে তুমিও ঝুলি উজাড় করে বাজারকে ঋণপ্রদানে বাধ্য তো থাকবে।
ডান বাম মধ্যের গল্প নিয়ে একটি ছোট্ট পোস্ট
ডান হাতে বামের মন্দিরা তো ভালই বাজত, বামের হাতেও ডানের মন্দিরা বাজতে কোনো ভুল করছে না। কাল নিরবধি : বাম নিশ্চিন্তে চলে ডানের সাথে তিনিই মধ্য যিনি থাকেন উভয়সংকটে।
আমার অনবধানতা নিয়ে একটি ছোট্ট পোস্ট
আমি অন্যভাবে চলি আমি অন্যভাবে বলি — আমি পেশাদার নই আমি চিন্তাবিদ।
টাকা ও ঠগ নিয়ে দুটি প্রবাদ এক করলে বিভ্রমবাস্তবতা সৃষ্টি হয় এনিয়ে একটি ছোট্ট পোস্ট
টাকা গাছে ধরে না কিন্তু ঠগ বাছতে গাঁ উজাড়।
ভুল ভ্রান্তির কারণ একটাই এনিয়ে একটি ছোট্ট পোস্ট
ডেমোক্রেসি যে এত ভুল ভ্রান্তিতে ভরা তার কারণ একটাই, এটা যে ডেমো।
কুকুরের লেজ ও ছাগুর ত্যানা নিয়ে একটি ছোট্ট পোস্ট
দৈবদুর্বিপাকে কুকুরের লেজও সোজা হয়ে যেতে পারে কিন্তু ছাগুর ত্যানা নৈব নৈব চ।
কেন ভাঙ্গে বাম কেন বামের নেই কোনো কাম এনিয়ে একটি ছোট্ট পোস্ট
আনু তব মনোভুমি
বামের জন্মস্থান
বদরুদ্দিনের চেয়ে সত্য জেনো
আর্মি ও আমলার বুদ্ধির স্থান নিয়ে একটি ছোট্ট পোস্ট
আর্মির বুদ্ধি থাকে হাঁটুতে আর আমলার পেটে।
যুদ্ধাপরাধীর বিচার নিয়ে মুহম্মদ ইউনূসের প্রতিক্রিয়া নিয়ে একটি ছোট্ট পোস্ট
তিনি ব্যবসাকে করেছেন সামাজিক আর যুদ্ধাপরাধীর বিচারকে করেছেন অসামাজিক।
শাপলা চত্বর হেফাজতমুক্ত করতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অসংখ্য লাশ গুম করার অভিযোগ নিয়ে একটি ছোট্ট পোস্ট
হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হ্যাপাজটিল লাশ সত্যিই গুম হয়েছে, তবে সেগুলো সব জিন্দালাশ, যাত্রাবাড়ির দিকে বেরিয়ে যাওয়ার পথ দিয়ে তারা গুম হয়ে গেছে।
একটি স্লোগানকে, অহিংস গান্ধীবাদকে ও বিশ্বশান্তিকে একসঙ্গে ব্যাঙ্গ করার ক্ষয়ঙ্কর প্রচেষ্টা নিয়ে একটি ছোট্ট পোস্ট
ক্ষয় করি না বুলেট বোমা
আমরা সবাই গান্ধীসোনা
কবিতা পড়া ও গালি দেয়ার আন্তসম্পর্ক নিয়ে একটি ছোট্ট পোস্ট
সকলেই দেখিতেছি নজরুলকে ভুলিয়া গিয়াছে চুল না রাখিয়া দাড়ি রাখিতেছে — গালির বকলমে কবিতা না পড়িয়া, কবিতার বকলমে গালি পাড়িতেছে।
ইসলামবাদীদের আয়উন্নতি নিয়ে একটি ছোট্ট পোস্ট
ইসলামবাদীদের আয় হবে উন্নতি হবে না।
বান ভান নিয়ে একটি ছোট্ট পোস্ট
মুখে নীতিবান কাজে নীতিভান।
লেখার সার্থকতা ও লেখকের আয় নিয়ে একটি ছোট্ট পোস্ট
কোনো লেখা পাঁচজনে পড়লে দশজনে দেখলেই লেখাটা সার্থক হয়ে যায় — তারপর যা হবে তা একেবারেই অভাবিত, সত্যিই অভাবিত — এবং মার্কেটিং এর কাজও তাই। আর তাই ভাল মার্কেটিংই শুধু পারে লেখকের আয় বলে কিছু থেকে থাকলে তাকে সম্ভব করতে।
সময় অসময় নিয়ে একটি ছোট্ট পোস্ট
সময় খারাপ অসময় ভাল।
যাদুঘর ইউনূস হেফাজত নিয়ে একটি ছোট্ট পোস্ট
ইতিহাসের সন্ধিক্ষণে বাংলাদেশ : দারিদ্রের যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইউনূস আর ইসলামের যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে হেফাজত।
নগরে মফস্বলে বৃষ্টি দুর্ভোগ নিয়ে একটি ছোট্ট পোস্ট
মেঘ না পড়তেই জল।
মিথ্যার দাপট নিয়ে একটি ছোট্ট পোস্ট
সত্য নিঃসঙ্গ, মিথ্যার আছে চরাচরব্যাপী রাইট নাইট ক্লাব।
পাকিস্তান নিয়ে একটি ছোট্ট পোস্ট
পাকিস্তান তো কোনো দেশের নাম নয়, পাকিস্তান কোনো রাষ্ট্রেরও নাম নয়, পাকিস্তান একটি ব্যাধির নাম।
কোনো ব্যাখ্যা ছাড়া একটি ছোট্ট পোস্ট
মুক্তচিন্তা মানে যত্রতত্র মূত্রচিন্তা নয়।
সিরিয়ায় ওবামা অল্প করে আঘাত হানবেন এনিয়ে একটি ছোট্ট পোস্ট
অল্প করে গর্ভবতী যেমন হওয়া যায় না, অল্প করে যুদ্ধও করা যায় না।
ইসলামের হেফাজত নিয়ে একটি ছোট্ট পোস্ট
ইসলাম বেশি হেফাজত করলে তেঁতুল হয়।
দেওবন্দিদের ফটো নিয়ে ফতোয়ায় হেফাজতিদের উদ্বেগ নিরসনে একটি ছোট্ট পোস্ট
তিনি ফটোশপকে (ব্যবসা, দেখুন ‘শপ’) করেছেন হালাল আর ফটো তোলাকে (সুদ, দেখুন ‘তোলা’ — সুদ তোলা) হারাম।
স্মার্টনেস নিয়ে একটি ছোট্ট পোস্ট
স্মার্টনেস কোনো গুণ নয় কৌশলমাত্র।
রামপাল নিয়ে খালেদার খুলনা জনসভার বক্তব্য নিয়ে একটি ছোট্ট পোস্ট
রামপালেও আছি বামপালেও আছি।
বেড়ে ওঠা নিয়ে একটি ছোট্ট পোস্ট
জং ধরায় কৃত্রিমতা।
ধ্যানের প্রস্তুতি নিয়ে একটি ছোট্ট পোস্ট
আর কটাদিন সহ্য কর বাঁশ বুনেছি।
হুমায়ুন আহমেদের মৃত্যুপর প্রথম জন্মদিনে একটি ছোট্ট পোস্ট
হুমায়ুন আহমেদ মধ্যবিত্তের কথাকার ছিলেন না, মধ্যবিত্ত চান্কের কথাবাজারের দখল নিয়েছিলেন, জোর করে নয় পাঠককে বোতল ভূতে পরিণত করার চূড়ান্ত ক্ষমতায়।
দুই হাজার চৌদ্দ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি ছোট্ট প্রচারণা পোস্ট
কম ক্ষতি ও কিছু উন্নতির জন্য নৌকায় ভোট দিন।
দুই হাজার তেরো সালের বাংলাদেশের মূল সংকট নিয়ে একটি ছোট্ট পোস্ট
নিশ্চয়ই উচ্চশিক্ষিত অশিক্ষিতরা ও তাদের দ্বারা মতিভ্রষ্ট মধ্যবিত্তের পালই বাংলাদেশকে পেছনে হাঁটাতে চায়।
অধম ও উত্তম স্থানিক ও কালিক পর্যায়ে পর্যবসিত করে একটি ছোট্ট পোস্ট
তুমি সুশীল তাই বলিয়া আমি আওয়ামিশীল হইব না কেন
মিথ্যার দাপটের সামনে সত্যের অবস্থান নিয়ে একটি ছোট্ট পোস্ট
মিথ্যা বিজয়ী হতে পারে কিন্তু সত্যই জয়
পরিবেশবান্ধব ছাপা বই নিয়ে একটি ছোট্ট পোস্ট
আজেবাজে বই ছাপানো বন্ধ হলে ছাপা বই পরিবেশবান্ধব অবশ্যই হতে পারে
বন্ধুতার বিপরীত শব্দ নিয়ে একটি ছোট্ট পোস্ট
বন্ধুতার বিপরীত শব্দ শত্রুতা নয় সম্পর্কহীনতা নয় সঙ্কীর্ণতা
পৃথিবীতে বলার মতো বাঙালিদের অসাধারণ বিশেষত্ব নিয়ে একটি ছোট্ট পোস্ট
আমরা বঙ্গসন্তান পৃথিবীতে বলার মতো আমাদের অসাধারণ বিশেষত্ব আমরা জল/পানি খেতে পারি
ধর্ষণের আঘাত নিয়ে একটি ছোট্ট পোস্ট
ধর্ষণ ইজ্জতের উপর হামলা নয়, এটা শরীরের উপর হামলা – ইজ্জত পুরুষতান্ত্রিক নির্মাণ, শরীর নারীবাদ সমকামউভকামআন্তলিঙ্গকাম -এর নির্মাণ
ইতিহাসের আঘাত নিয়ে একটি ছোট্ট পোস্ট
ইতিহাস কামড়ায় না, ছুঁড়ে ফেলে দেয়
বই ও অন্ধকার নিয়ে একটি ছোট্ট পোস্ট
শুধু পুড়িয়ে নয় বই লিখেও অন্ধকার নামিয়ে আনা যায়
এরশাদ ও ইসলাম নিয়ে একটি ছোট্ট পোস্ট
তেঁতুল ভাল যার সব ভাল তার
ধর্মানুভূতি নিয়ে একটি ছোট্টপোস্ট
ধর্মানুভূতি বলে কিছু নেই আছে অনুভূতির ধর্মদাসবৃত্তি
ধর্মানুভূতির জন্মমৃত্যু নিয়ে একটি ছোট্টপোস্ট
নিশ্চয়ই যিনি ধর্ম সৃষ্টি করিয়াছেন তিনি অনুভূতিও সৃষ্টি করিয়াছেন, ধর্ম ও অনুভূতি নিহত হইলেও, বলা হইয়া থাকে তিনি নিহত হন না
ইসলামকে রাষ্ট্রধর্ম করা নিয়ে একটি ছোট্ট পোস্ট
ইসলামকে রাষ্ট্রধর্ম করা কোনো পদক্ষেপ নয় হস্তক্ষেপ
প্রথমআলো ও সংকটে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওকটি ছোট্ট পোস্ট
প্রথমআলো তো আলোর প্রতারণার শতভাগ ব্যবহার করেই খাচ্ছে কিন্তু সংকটে আলোর প্রয়োজনের সিকিভাগও বাংলাদেশের গণমাধ্যমে দেখা যায় না
মেইড ইন বাংলাদেশ মুসলমানের কলবের ভেতর আল্লাহভক্তির নিদর্শন নিয়ে একটি ছোট্ট পোস্ট
রাখে আল্লাহ মারে চাপাতি
একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বেরিয়ে আসা স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুপার থিওরি নিয়ে একটি ছোট্ট পোস্ট
আমরা নিরাপদ তোমরা বিচ্ছিন্ন
ছন্দ নিয়ে একটি ছোট্ট পোস্ট
অক্ষরে মিলায় ছন্দ তর্কে বহুদূর
জ্ঞান লইয়া কী করিতে হয় তাহা লইয়া একটি ছোট্ট পোস্ট
জ্ঞান পবিত্র নয়, একে প্রশ্ন করে অপবিত্র করুন
বব ডিলানকে ছোট করা নিয়ে একটি ছোট্ট পোস্ট
গানলেখক ও কবিতালেখকের পার্থক্য আছে তবে সেপার্থক্য জাতপাতের নয় আঁততাঁতের
হিন্দু পালায় এই প্রেক্ষিতে একটি ছোট্ট পোস্ট
দেশ বৈরী হলে হযরত পালায় হিন্দু তো কোন ছার
ইসলামি জঙ্গিদের পক্ষে কথা বলার প্রবণতায় নিয়োজিত বামনেতাদের নিয়ে একটি ছোট্ট পোস্ট
বামের ঘরে লামের বাসা
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৪২ comments
সুমিমা ইয়াসমিন - ২১ এপ্রিল ২০১৩ (২:০১ পূর্বাহ্ণ)
ঠিক।
মাসুদ করিম - ১১ জুন ২০১৩ (৬:৪৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ নভেম্বর ২০১৩ (৫:৩১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ জানুয়ারি ২০১৪ (১০:২৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩১ মার্চ ২০১৪ (৫:২৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৯ আগস্ট ২০১৪ (১০:৪৮ পূর্বাহ্ণ)
তাই নদীখেকো, পুকুরখেকো এত সহজলভ্য।
মাসুদ করিম - ২৪ আগস্ট ২০১৪ (৭:১০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২ অক্টোবর ২০১৪ (৯:২৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২২ অক্টোবর ২০১৪ (৮:২৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৮ ডিসেম্বর ২০১৪ (১:০৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ ফেব্রুয়ারি ২০১৫ (২:৪৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৪ ফেব্রুয়ারি ২০১৫ (৮:৪৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১৫ (১১:১৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ মার্চ ২০১৫ (১২:৩২ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৬ মার্চ ২০১৫ (১২:৪৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৮ জুন ২০১৫ (৫:০৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৮ জুলাই ২০১৫ (৬:৫৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ আগস্ট ২০১৫ (৫:১২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ আগস্ট ২০১৫ (৬:৪১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১৫ (১১:১৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৮ অক্টোবর ২০১৫ (১২:০৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১৬ (১০:৩৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১৬ (১:০৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৬ ফেব্রুয়ারি ২০১৬ (১১:৩৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৮ ফেব্রুয়ারি ২০১৬ (৯:৫৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৯ ফেব্রুয়ারি ২০১৬ (১১:৩৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২০ মার্চ ২০১৬ (৯:১০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩১ মে ২০১৬ (৮:০৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৬ জুন ২০১৬ (১০:৪৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৪ জুলাই ২০১৬ (১২:০৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৭ জুলাই ২০১৬ (৬:৩৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ আগস্ট ২০১৬ (১১:৫৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১৬ (১২:৫২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৯ সেপ্টেম্বর ২০১৬ (১১:৫৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১ অক্টোবর ২০১৬ (১০:৪২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৪ অক্টোবর ২০১৬ (৯:২১ পূর্বাহ্ণ)
ভবিষ্যতের দিকে চোখ, বিক্ষোভ, লেলিহান ভয় না থাকলে অকৌম হওয়া যায় না।
মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১৬ (১২:০৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৫ অক্টোবর ২০১৬ (৯:১৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৪ নভেম্বর ২০১৬ (১১:৫৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৭ ফেব্রুয়ারি ২০১৭ (১২:২৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৭ এপ্রিল ২০১৭ (৯:১৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১০ জুলাই ২০১৮ (৭:৩৭ পূর্বাহ্ণ)