না ভোট দেবেন না, এবার নাও ভোট দিন।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৩ comments
মাসুদ করিম - ২৭ ডিসেম্বর ২০০৮ (২:৩৬ পূর্বাহ্ণ)
এবার তিন ধরনের লোক ‘না’ ভোট দেবেন : উপায়হীন বিএনপি, তালগোল পাকানো সামরিক বেসামরিক সুশীল ও মুরোদহীন বিপ্লবী। এবং এর মধ্য দিয়ে আবার প্রমাণিত হবে তালগোল পাকানো সামরিক বেসামরিক সুশীল ও মুরোদহীন বিপ্লবী এরা সবসময়ই ‘বুঝদার’ বিএনপির দোসর। আর সব জ্ঞান আছে শুধু বাম জ্ঞান নেই এমন সব বামপন্থীরা আবার তাদের মুরোদহীন বিপ্লবী মনোভাব প্রকাশ করছেন লিফলেটে লিফলেটে ‘না’ ভোটের প্রচারণা চালিয়ে। এরকমই একটা লিফলেটে ‘গণসংহতি আন্দোলন’ লিখেছে :
বড় বেশী আধ্যাত্মিক প্রচারণা : জীবনই মৃত্যু, মৃত্যুই জীবন – আহা, আহা। এরাই নাকি প্রগতিবাদী!
কাজেই মুরোদহীন বিপ্লবীদের দ্বারা বিভ্রান্ত হবেন না। নিজেকে উপায়হীন বিএনপি ও তালগোল পাকানো সামরিক বেসামরিক সুশীলদের পর্যায়ে একীভূত করবেন না। নৌকায় ভোট দিন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
জিজ্ঞাসু - ২৭ ডিসেম্বর ২০০৮ (৪:৪৪ পূর্বাহ্ণ)
জাগরী এবং গণসংহতি আন্দোলনের এজেন্ডা কি এক নাকি? কারন জাগরী নামে একটি সংগঠন তরুনদের পক্ষে অরাজনৈতিক উপায়ে রাজনৈতিক কথা বলার নাম করে যা ক্যাম্পেইন করছে, তার মোদ্দা কথা হইলঃ
আর গনসংহতি আন্দোলন বলছেঃ
আমরা আমজনতা । বেয়াকূপ। জড়বুদ্ধি সম্পন্ন। ফকরুদ্দিন সরকার যে আসলে উপরোক্ত উদ্দেশ্যেই “না” ভোটের প্রচলন করে দিয়েছে, এইডা বুদ্ধিতে ধরে নাই। ভাগ্যিস মাথা মোটা এই জনতাকে বুঝাইতে এই রকম দুইটা মাথা চিকন সংগঠন বাংলাদেশে উদয় হইয়াছিল। আর কেউ বুঝতেই পারে নাই একদম ব্যাপারটা! এরা না বুঝলে কি যে দুর্দশা হইত কে জানে!
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম