লিবারহান কমিশনের রিপোর্টে ভারতের তখনকার প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে কার্যত অব্যাহতি দেওয়ার কারণ নিয়ে একটি ছোট্ট পোস্ট

যখন ভাঙ্গা হচ্ছিল, তখন [..]

বাবরি মসজিদ যখন ভাঙ্গা হচ্ছিল, রাও তখন ঘুমাচ্ছিলেন।

Report of the Liberhan Ayodhya Commission & Liberhan’s List

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৬ comments

  1. pavel - ২ ডিসেম্বর ২০০৯ (৪:২৪ অপরাহ্ণ)

    Narshima Roa Gumachilen kina janina. tobe Liberhen bhodrolok keno tin maser report 17 bochore sesh korlen abon tik e somoye keno ebhabe Newpeper e report fass korlen tar majejao besh gurutapurna.

  2. গৌতম - ৩ ডিসেম্বর ২০০৯ (১১:২৪ অপরাহ্ণ)

    এই ধরনের এক লাইনের লেখাগুলো অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। কার্যকারণ ও পরিপ্রেক্ষিত না জানালে ভুল বোঝার সম্ভাবনা থাকে, মিসগাইডেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি অবশ্য লিংক দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এ ব্যাপারে প্রাসঙ্গিক আলোচনার দরকার ছিল। আপনার আগের পোস্টটিও তেমনি। তবে ওটার ব্যাকগ্রাউন্ড কিছুটা জানা আছে বলে সহজেই ধরতে পেরেছি। লিবারহান কমিশন কীভাবে কী বলছে এবং এ প্রসঙ্গে রাওয়ের বক্তব্য ইত্যাদির সাথে আপনার নিজের পর্যবেক্ষণকে মিলিয়ে একটা বড় পোস্ট দিতে পারেন। ধন্যবাদ।

    • রায়হান রশিদ - ৫ ডিসেম্বর ২০০৯ (৬:৪৯ পূর্বাহ্ণ)

      লিবারহান কমিশন কীভাবে কী বলছে এবং এ প্রসঙ্গে রাওয়ের বক্তব্য ইত্যাদির সাথে আপনার নিজের পর্যবেক্ষণকে মিলিয়ে একটা বড় পোস্ট দিতে পারেন।

      পুরোপুরি একমত; পোস্টটি একটু বিস্তারিতভাবে লিখলে ভাল হতো মনে করি। তাতে অন্তত পাভেল এর করা প্রশ্নগুলোর ওপর কিছুটা আলোকপাত হতো হয়তো। আউটলুক ইন্ডিয়ার বিশ্লেষণ আমরা সেখানে গিয়েও পড়ে নিতে পারি; কিন্তু মুক্তাঙ্গনে এসেছি মূলত মাসুদ করিমের বিশ্লেষণ পড়ার জন্য।

  3. নুর নবী দুলাল - ৪ ডিসেম্বর ২০০৯ (২:৪০ পূর্বাহ্ণ)

    এ ব্যাপারে মনে হয় আমরা সবাই কম বেশী অবগত আছি । বিষয়টা সম্পর্কে বিশ্লেষন ধর্মী আলোচনা থাকলে ভাল হতো ।

  4. Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম

  5. মাসুদ করিম - ১৮ জুলাই ২০১৬ (১১:৩৫ পূর্বাহ্ণ)

    নিরো–‌ন্দ্র আ–‌মোদি

    কাশ্মীর যেদিন পুড়ছিল, সেদিন তানজানিয়ায় হাসতে হাসতে ড্রাম বাজাচ্ছিলেন নরেন্দ্র মোদি। নিরোর তুলনাই মনে পড়ে, আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। বরং বারাক ওবামার কথা হোক। ডালাসের সন্ত্রাসের দিন স্পেনে ছিলেন ওবামা। সফর ছেঁটে দেশে ফিরে আসেন তিনি। এখন তিনি কার্যত ‘‌লেম ডাক প্রেসিডেন্ট’‌— যথার্থই বিদায়ী। তবু কালো মানুষের কান্না শুনতে পেয়েছেন। ১৫ বছর পর স্পেনে মার্কিন প্রেসিডেন্টের সফর, এসব কূটনীতির হিসেবের কচকচি তোলেননি ওবামা। ইউরোপে অন্তত তিনবার ডালাসের প্রসঙ্গ তুলেছেন, ন্যাটোর সম্মেলনেও ঘরের সঙ্কট ধাপাচাপা দেননি। সেভিয়ায় বেড়াবার কথা ছিল, ওপথ মাড়াননি ওবামা। নরেন্দ্র মোদি তাঁকে নাম ধরে ডাকেন, কিন্তু ‘‌বন্ধু’‌–‌র কাছ থেকে এই মানবিক গুণটুকু তিনি শিখতে পারেননি। না, মোদিকে ফিরে আসতে বলছি না আমরা। কূটনীতি গুরুত্বপূর্ণ বইকি, কিন্তু কাশ্মীর নিয়ে তাঁর নীরবতা খুবই অপমানজনক। কাশ্মীরে ২৩ জনের মৃত্যুর সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ সোল্লাসে মোদির ড্রাম বাজানোর ছবি দিয়ে টুইট করছিলেন। কাশ্মীরের মানুষকে সঙ্কটের সময়ে আশ্বস্ত করার কোনও চেষ্টাই হল না!‌ দেশের প্রধানমন্ত্রীর কোনও তাপ–‌উত্তাপ নেই কাশ্মীরের জন্য!‌ অথচ ডালাসের ঘটনার পর ওবামার বিবৃতির ভারসাম্য দেখে আমরা চমৎকৃত হচ্ছি, বর্ণবিদ্বেষের জন্য পুলিসকে ধিক্কার, বদলার গুলিকেও সমান ধিক্কার। আফ্রো–‌মার্কিনি ঐতিহাসিক হেনরি লুই গেটসকে গ্রেপ্তার করেছিল পুলিস। এই অবিমৃশ্যকারিতার জন্য ওবামা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, হোয়াইট হাউসে কফি খেতে ডেকেছেন গেটসকে। না, মোদির কাছে এতটা আমরা আশা করিনি।‌‌‌‌

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.