বাবরি মসজিদ যখন ভাঙ্গা হচ্ছিল, রাও তখন ঘুমাচ্ছিলেন।
Report of the Liberhan Ayodhya Commission & Liberhan’s List।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৬ comments
pavel - ২ ডিসেম্বর ২০০৯ (৪:২৪ অপরাহ্ণ)
Narshima Roa Gumachilen kina janina. tobe Liberhen bhodrolok keno tin maser report 17 bochore sesh korlen abon tik e somoye keno ebhabe Newpeper e report fass korlen tar majejao besh gurutapurna.
গৌতম - ৩ ডিসেম্বর ২০০৯ (১১:২৪ অপরাহ্ণ)
এই ধরনের এক লাইনের লেখাগুলো অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। কার্যকারণ ও পরিপ্রেক্ষিত না জানালে ভুল বোঝার সম্ভাবনা থাকে, মিসগাইডেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি অবশ্য লিংক দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এ ব্যাপারে প্রাসঙ্গিক আলোচনার দরকার ছিল। আপনার আগের পোস্টটিও তেমনি। তবে ওটার ব্যাকগ্রাউন্ড কিছুটা জানা আছে বলে সহজেই ধরতে পেরেছি। লিবারহান কমিশন কীভাবে কী বলছে এবং এ প্রসঙ্গে রাওয়ের বক্তব্য ইত্যাদির সাথে আপনার নিজের পর্যবেক্ষণকে মিলিয়ে একটা বড় পোস্ট দিতে পারেন। ধন্যবাদ।
রায়হান রশিদ - ৫ ডিসেম্বর ২০০৯ (৬:৪৯ পূর্বাহ্ণ)
পুরোপুরি একমত; পোস্টটি একটু বিস্তারিতভাবে লিখলে ভাল হতো মনে করি। তাতে অন্তত পাভেল এর করা প্রশ্নগুলোর ওপর কিছুটা আলোকপাত হতো হয়তো। আউটলুক ইন্ডিয়ার বিশ্লেষণ আমরা সেখানে গিয়েও পড়ে নিতে পারি; কিন্তু মুক্তাঙ্গনে এসেছি মূলত মাসুদ করিমের বিশ্লেষণ পড়ার জন্য।
নুর নবী দুলাল - ৪ ডিসেম্বর ২০০৯ (২:৪০ পূর্বাহ্ণ)
এ ব্যাপারে মনে হয় আমরা সবাই কম বেশী অবগত আছি । বিষয়টা সম্পর্কে বিশ্লেষন ধর্মী আলোচনা থাকলে ভাল হতো ।
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম
মাসুদ করিম - ১৮ জুলাই ২০১৬ (১১:৩৫ পূর্বাহ্ণ)