ডেমোক্রেসি যে এত ভুল ভ্রান্তিতে ভরা তার কারণ একটাই, এটা যে ডেমো।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৫ comments
ডাইনোসর - ২০ অক্টোবর ২০১২ (১০:৪৬ পূর্বাহ্ণ)
মাসুদ ভাই
এখানে আমি নতুন। তো বুঝতে পারছি না, এই একলাইন কি করে ব্লগ পোস্ট হয়? এই লেখাটা ফেসবুকে দিতে পারতেন। এখানে একটু সময় নিয়ে কিছু পড়তে আসি। তাই এমন পোস্ট দেখলে বিরক্তই লাগে।
মাসুদ করিম - ২০ অক্টোবর ২০১২ (১২:৩৪ অপরাহ্ণ)
আপনার বিরক্তি উৎপাদন করার জন্য ও উপদেশদানের জন্য ধন্যবাদ। এই ‘ছোট্টপোস্ট’গুলো প্রায়শই একলাইনেই শেষ হয়ে যায়। অনুরোধ করব আপনি আমার ‘ছোট্টপোস্ট’গুলো এড়িয়ে মুক্তাঙ্গনের অন্য পোস্টগুলো পড়ুন তাতেই আনন্দিত হব।
সবুজ পাহাড়ের রাজা - ২০ অক্টোবর ২০১২ (১১:২৮ অপরাহ্ণ)
এই একলাইনের পোস্টগুলো কিন্তু বেশ হয়। লাইন একটি কিন্তু ব্যাপকতা বিশাল।
মাসুদ করিম - ২১ অক্টোবর ২০১২ (১২:৫৪ পূর্বাহ্ণ)
যারপরনাই ধন্য বোধ করলাম।
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম