তুমি সাম্প্রদায়িক আমি বিশ্বজনীন।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৫ comments
প্রবীর পাল - ২২ নভেম্বর ২০০৮ (৮:২৫ পূর্বাহ্ণ)
শিরোনামটা স্পষ্ট নয়। সাম্প্রদায়িকতার বিশ্বায়ন ঘটলে সাম্প্রদায়িক মানুষের তো উদ্বিগ্ন হবার কথা নয়?
মাসুদ করিম - ২৩ নভেম্বর ২০০৮ (৩:০১ পূর্বাহ্ণ)
আরেকটু ভাবুন স্পষ্ট হবে। সম্প্রদায় অনেক, সাম্প্রদায়িকতাও।
অলকেশ - ২৩ নভেম্বর ২০০৮ (১:২৮ অপরাহ্ণ)
প্রচলিত অর্থে, সাম্প্রদায়িক ব্যাক্তি/গোষ্টী বা মানুষ বলতে আমরা নেতিবাচক দৃষ্টিভংগির ক্ষুদ্র, হীন ও সংকীর্ন ভেদবুদ্ধিজাত যে কোন বিশেষ ধর্মীয় গোষ্টীর মানসিতাকে বুঝি। সেই অর্থে প্রবীর পালের মতামত যথার্থ। তবে তার এই প্রশ্নটি, একটূ বিশদে উত্তর দেয়ার অবকাশ রাখে। কারণ, আমার মনে হয়েছে, লেখক হয়তো ভিন্ন কোন একটি পরিপ্রেক্ষিত তুলে ধরে সাম্প্রদায়িক শব্দটির অন্য কোন ব্যাখ্যা আমাদের জানাতে চান।
মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০০৮ (৩:৪৬ পূর্বাহ্ণ)
সাম্প্রদায়িক ব্যক্তি নিজেকে সাম্প্রদায়িক মনে করে না। সাম্প্রদায়িক ব্যক্তির সাম্প্রদায়িক আকাঙ্ক্ষা একদিন সারা পৃথিবী তার সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে, এবং সেদিনই সাম্প্রদায়িকতার অবসান হবে। এই মনোভাবের একজন মানুষ যখন দুনিয়াজুড়ে সাম্প্রদায়িকতার বিস্তার প্রত্যক্ষ করেন, তখন তিনি তার মতোই ভাবেন, তার সম্প্রদায় ঠিক আছে, অন্য সম্প্রদায়গুলোই সাম্প্রদায়িক হীন মনোভাব সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এই হলো সাম্প্রদায়িক মন, সাম্প্রদায়িকতার বিশ্বায়নে অবশ্যই সে উদ্বিগ্ন, সেও আঙ্গুল তুলে অন্যকে সাম্প্রদায়িক বলে, আর আরো বেশি সাম্প্রদায়িকতা নিয়ে নিজের সম্প্রদায়কে বিশ্বজনীন ভাবে। ফ্যাসিবাদ সাম্প্রদায়িকতারই আগ্রাসী রূপ। পৃথিবীতে আমি, এর থেকে পৃথিবী আমার।
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম