ডান হাতে বামের মন্দিরা তো ভালই বাজত, বামের হাতেও ডানের মন্দিরা বাজতে কোনো ভুল করছে না। কাল নিরবধি : বাম নিশ্চিন্তে চলে ডানের সাথে তিনিই মধ্য যিনি থাকেন উভয়সংকটে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৪ comments
অদিতি কবির - ২৪ আগস্ট ২০১২ (৪:০১ পূর্বাহ্ণ)
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে।
অবিশ্রুত - ২৫ আগস্ট ২০১২ (৪:৩৬ অপরাহ্ণ)
ডানও কি নিশ্চিন্তে চলে বামের সাথে?
মনে তো হয় না! …সদা ভয়, সদা ক্রোধ, সংশয়ে সংকল্প টলে, পাছে বাম আগে চলে!
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১২ (৫:১৩ অপরাহ্ণ)
ডান বাম নিশ্চিন্তেই একজন আরেকজনের সাথে চলে। বাম যদি ভাবে, আমি আগে চলব ডানকে ফেলে — ডান ভাবে, টোপ দিয়ে বসে থাকি বাম কখন ফাঁদে পড়ে।
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম