বর্ষায় বিহার শীতে নিদ্রা, কাজ করার কোনো ইচ্ছে নেই আমার, হেমন্তে গান গরমে স্নান, শরৎ নৌকায় বসন্ত ভাষায়।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৩ comments
সাগুফতা শারমীন তানিয়া - ২৬ জানুয়ারি ২০১১ (৩:৪১ পূর্বাহ্ণ)
ফুরায়ে ফেলে আবার ভরেছে যে, বারবার, সেটাও বলুন-
মাসুদ করিম - ২৯ জানুয়ারি ২০১১ (৪:১৫ অপরাহ্ণ)
ঋতুচক্রের একটা কাজ ফুরায়ে ফেলে আবার ভরানো, কিন্তু আমার মধ্যে আছে এক কর্মবিমুখ সত্তা — যে শুধু দেখতে চায়, সেই বোধ থেকেই এইসব কর্মকাণ্ডগুলো আমি ঠিক করেছি। একবারে কর্মহীন হয়ে একাজগুলো যদি করতে পারতাম!
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম