আমার স্বাস্থ্য, অন্যের সম্পদ।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৫ comments
রায়হান রশিদ - ২১ অক্টোবর ২০০৮ (১:০১ অপরাহ্ণ)
কাল ক্ষুদ্রঋণ বিষয়ে লিখেছিলেন: “বাঁচায় ঋণ, মারে কিস্তি”। আজ লিখলেন “আমার স্বাস্থ্য, অন্যের সম্পদ”।
চালিয়ে যান মাসুদ ভাই। শীঘ্রই হুমায়ুন আজাদ এবং মাসুদ করিমের “যৌথ প্রবনগুচ্ছ” প্রকাশের আশায় রইলাম।
রেজাউল করিম সুমন - ২২ অক্টোবর ২০০৮ (১:৫৮ পূর্বাহ্ণ)
দুটি লেখাই প্রবচনতুল্য, কিন্তু হুমায়ুন আজাদের সঙ্গে যৌথভাবে তা ছাপতে হবে কেন! আলাদা ছাপা হতেও তো কোনো বাধা দেখি না।
এতদিন জানতাম, স্বাস্থ্যই সম্পদ; সেই সম্পদ যে শরীরধারীর নিজের নয় — এই ভুলটা ভেঙে দেয়ায় মাসুদ করিমকে ধন্যবাদ!
নীড় সন্ধানী - ২২ অক্টোবর ২০০৮ (৮:০৭ পূর্বাহ্ণ)
“আমার স্বাস্থ্য, অন্যের সম্পদ।”
ভাব সম্প্রসারন করুন………………………………. নম্বর ১০।
সৈকত আচার্য - ২৬ অক্টোবর ২০০৮ (৩:০৭ পূর্বাহ্ণ)
কারখানার শ্রমিকের স্বাস্থ্য মালিকের জন্য সম্পদ, কিন্ত ওভারটাইম খাটিয়ে মজুরী না দিলে শ্রমিকের সেই স্বাস্থ্যই মালিকের জন্য হয়ে যেতে পারে আপদ-বিপদ কিংবা মুছিবত!
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম