মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে। ধন্যবাদ।
আমাদের সময় প্রবাহিত হয় উলটা ধারায়, যেখানে অস্বাভাবিককে স্বাভাবিকে পরিণত করতেই যেন সকল রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়। RAB-এর কার্যক্রম থেকে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে, RAB কর্তৃক সংঘটিত সমস্ত হত্যাকাণ্ড নির্বাহী আদেশেই সংঘটিত হয়েছে এবং হচ্ছে । সেক্ষেত্রে এই আদেশের দায় রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর কাঁধেই বর্তায়, যদি তিনি প্রকৃত দায়ীদের চিহ্নিত করার পদক্ষেপ গ্রহণ না করেন। (more…)