সুপারিশকৃত লিন্ক: এপ্রিল ২০১১

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৩৩ comments

  1. মাসুদ করিম - ১ এপ্রিল ২০১১ (১২:১৬ অপরাহ্ণ)

    বৃহষ্পতিবার ২০১১ সালের ভারতের পঞ্চদশ জনগণনার প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। মোট জনসংখ্যা ১২১ কোটি : ৬২ কোটি ৩৭ লক্ষ পুরুষ, ৫৮ কোটি ৬৫ লক্ষ মহিলা। গত ৯০ বছরে এই প্রথম জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে, জনসংখ্যা বৃদ্ধির হার গত এক দশকে ২১.৫৪ শতাংশ থেকে কমে ১৭.৬৪ শতাংশে নেমে এসেছে — বৃদ্ধির হার প্রায় ৩.৯০ শতাংশ কমেছে। ভারতের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৭.৫০ শতাংশ আর চীনের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৯.৪০ শতাংশ। খবরের লিন্ক এখানে

    • মাসুদ করিম - ৫ এপ্রিল ২০১১ (১০:০৩ পূর্বাহ্ণ)

      ভারতের সাম্প্রতিক জনগণনায় সবসময়ের মতো পুরুষের তুলনায় মহিলার অনুপাত কমই আছে এবং ভবিষ্যতেও তা যে কম থাকবে তার ইঙ্গিত দিচ্ছে ৬ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ের অনুপাত আশঙ্কাজনক ভাবে কমই রয়েছে : ১০০০ জন ছেলের বিপরীতে আছে ৯৩৩ জন মেয়ে। অগণিত কন্যাভ্রুণ হত্যা ভারতের এক বড় সামাজিক সমস্যা, সেই সাথে কন্যা সন্তানের স্বাস্থ্যের যত্ন ও কন্যা সন্তানের মৃত্যুর হারে ভারতের অবস্থান ন্যাক্কারজনক। এবিষয়ে বাংলাদেশের অবস্থান বা দক্ষিণ এশিয়ার অন্যান্যদের অবস্থানও খুব একটা ভাল নয়। একসময় ভাবা হত সামাজিক সচেতনতা বাড়লে এই মানসিকতার পরিবর্তন হবে কিন্তু দেখা গেল দরিদ্রের ঘরে সামাজিক সচেতনতা বাড়লেও দারিদ্রের কারণে এই সমস্যার কোনো উন্নতি হচ্ছিল না, পরে মনে করা হল জিডিপি বাড়লেই এই মানসিকতার পরিবর্তন হবে কিন্তু ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে জিডিপি বাড়লেও এমানসিকতার পরিবর্তন হচ্ছে না, আবার ভাবা হয় নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন বাড়লেই এই সমস্যার সমাধান হবে কিন্তু বাংলাদেশের উদাহরণ টেনে বলা যায় তাতেও কাজের কাজ কিছু হচ্ছে না। ফলে এটা বলা যায়, নারী শিশুর প্রতি এই অবমাননা ও অবহেলা নিশ্চিহ্ন করতে হলে সামাজিক সচেতনতা, জিডিপি, রাজনৈতিক ক্ষমতায়ন সব কিছুকে হাতে হাত রেখে চলতে হবে — তেমনটি কিভাবে ঘটবে আমরা জানি না তবে এই সুশাসন সম্ভব করতে না পারলে নারীত্বের এই অবমাননা কোনোদিন শেষ হবে না। পড়ুন : Liberate by growth

  2. মাসুদ করিম - ২ এপ্রিল ২০১১ (৯:৪১ পূর্বাহ্ণ)

    চীনের সেনাবাহিনী প্রধান চেন বিঙ্গডে নেপাল ঘুরে গেলেন, এই খবরের প্রতিক্রিয়ায় নেপালি সাংবাদিক উবরাজ ঘিমিরে লিখছেন

    Although the PLA has been cultivating Nepali Maoists and inviting several delegations to China, Chen chose not to meet any Maoist leader, fully sensitive to the strained relationship between the Unified Communist Party of Nepal-Maoists (UCPN-M) and the army. He brought a message from Chinese Premier Wen Jiabao to his Nepal counterpart, wishing the peace and constitution-writing process success.

    In contrast to India’s oft-repeated stance that it is always ready to extend any kind of help that Nepal wanted to complete these processes, China’s message was meaningful: “China wants Nepal to complete the peace and constitution-making process on its own, and we believe it is capable of doing it.” Analysts say China wants to be seen as favouring an assertion of Nepali sovereignty.

    China, like India, is aware of a situation in which a constitution might not be delivered and also understands the role the army would then play. It has been able to convey that China will continue to be a player in its south, and would not like too much meddling from other countries, including India. All at a time when India is not only getting unpopular in Nepal but is largely blamed for the prevailing uncertainty and chaos — as the one that brought various political parties, including the Maoists, together.

    There is a fear that the current political dispensation may not be able to hold the country together as a demand for federalisation on ethnic and caste lines has created divisive trends. More political parties at home, except the Maoists, are turning towards the army, calling it the only hope to address the emerging crisis. And President Yadav has come out in open confrontation with the government dominated by Maoists, often criticising them for their laxity in completing the peace and constitution-making process on time. He obviously hopes that the army will at least support him should the executive responsibility fall on his shoulders when the constituent assembly misses yet another deadline (May 28).

    কাজেই নেপাল ও নেপালের সেনাবাহিনীর উপর কতৃত্ব নিতে ভারত-চীন দ্বৈরথের আশঙ্কা আছে, আশঙ্কা আছে নেপালের সংবিধানের কাজ ঠিক সময়ে সম্পন্ন হবে কিনা।

    বিস্তারিত পড়ুন : A handshake from Beijing

    • মাসুদ করিম - ৫ এপ্রিল ২০১১ (৮:৪২ পূর্বাহ্ণ)

      মিলিটারি ডিপ্লোম্যাসিটা খুব জোরেশোরেই পাখা মেলছে দক্ষিণ এশিয়ায়, ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল নির্মল ভার্মা এখন বাংলাদেশে

      Adm Nirmal Verma, the Chief of Naval Staff is in Bangladesh on a five-day official tour that started on Sunday. During his stay Adm Verma will visit the three major ports of the nation—Chittagong, Mongla and Khulna. He will also call on Prime Minister Sheikh Hasina and President Zillur Rehman.

      Adm Verma’s visit is indeed a part of Delhi’s current commitment to deepen the bilateral engagement with Dhaka on all fronts. During Sheikh Hasina’s visit to India in January 2010, both sides agreed to resolve the many long-standing problems between the two countries.

      Some of them relate to maritime territorial disputes and the question of resource exploitation in the Bay of Bengal and are likely to come up during Adm Verma’s talks.

      Besides the bilateral dynamic with Bangladesh, Adm. Verma’s trip underlines India’s more focused defence diplomacy in the region.

      Last year, Adm Verma visited Sri Lanka twice and hosted his Sri Lankan counterpart in India. The Army Chief Gen. V.K. Singh and the Air Chief ACM Vasant Naik traveled to Colombo in January this year.

      The Indian Air Chief traveled to Dhaka in January 2010 and had received his Bangla counterpart in 2009. The three service chiefs now regularly travel in the neighbourhood and host their counterparts.

      This intensive military diplomacy is driven by the recognition of the need to build solid institutional links with the armed forces of our neighbouring countries. But Delhi has much work to do before it can match China’s defence diplomacy in the Subcontinent.

      Besides regular high level military exchanges, China has emerged as one of the main suppliers of arms to all our neighbours. India is yet to generate surplus weapons production and a policy for arms exports in the region.

      বিস্তারিত পড়ুন : Military diplomacy: Adm Nirmal Verma in Bangladesh

  3. মাসুদ করিম - ৮ এপ্রিল ২০১১ (১:৫১ অপরাহ্ণ)

    জলজ স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বাংলার জলাশয়ে সবচেয়ে বেশি যেগুলো দেখা যেত সেগুলোর নাম শুশুক। বাংলার প্রায় প্রতিটি নদীতেই একসময় এগুলোর দেখা মিলত। বুড়িগঙ্গার কুচকুচে কালো পানিতে গত বছরই একটি শুশুক মরে ভেসে উঠেছিল। বর্তমানে নদীর জীববৈচিত্র্য এতটাই বদলে গেছে যে ছোট নদী তো দূরের কথা, পদ্মা-যমুনার মতো বড় নদীতেও আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে নদীর প্রাণ শুশুক।
    সুন্দরবনের শুশুকের অবস্থা কিছুটা ভালো। সোয়াচ অব নো গ্রান্ডডসহ গোটা সুন্দরবনে এখন পর্যন্ত ছয় জাতের ডলফিন ও পরপয়েস আছে বলে গবেষকরা বলছেন। এর মধ্যে শুশুকই সবচেয়ে ভালো অবস্থায় আছে। গোটা সুন্দরবনে সব মিলিয়ে শুশুকের সংখ্যা ২০০-এর বেশি হবে না। দেড় বছর ধরে পদ্মা-যমুনায় কাজ করতে গিয়ে শুশুক নিধনের অনেক কারণ খুঁজে পেয়েছেন তাঁরা।
    পদ্মা, যমুনায় এখন জেলেরা মাছ ধরতে শুশুকের তেল ব্যবহার করছেন। এর ব্যাপকতা এতই বেশি যে বহু জেলে মাছ ধরা ছেড়ে শুশুক ধরার কাজে নেমে পড়েছেন। পদ্মা ও যমুনার প্রায় ৩০টি পয়েন্ট ঘুরে এ চিত্রই দেখা গেছে। রাজশাহীর পদ্মার ইউসুফপুর, বড়াল ও মহানন্দা নদীর মুখ, গোদাগাড়ীর বকচর ও পাঙ্গাশ অভয়ারণ্যে নদীর গভীরতা
    বেশি। এসব জায়গায় মাছও বেশি। তাই ছোট-বড় শুশুকের আনাগোনা উল্লেখযোগ্য। এবার নদীতে মাছ কম অথচ জেলেদের সংখ্যা বেশি। ফলে মাছের দৃষ্টি কাড়তে জেলেরা শুশুকের তেল ব্যবহার করছেন। একটি নির্দিষ্ট এলাকায় শুশুকের তেল ছিটিয়ে জেলেরা ঘের পেতে মাছ ধরছেন। এমনকি বাংলাদেশের একমাত্র পাঙ্গাশ অভয়ারণ্যেও জেলেরা এই পদ্ধতিতে মাছ ধরছেন। তাই শুশুকের তেলের চাহিদা এসব এলাকায় বেশ।
    এক শ্রেণীর জেলের বড় বড় জাল তৈরি করে অবাধে শুশুক ধরলেও দেখার কেউ নেই। একটি শুশুক ধরতে পারলেই মোটা অঙ্কের টাকা আসে। প্রতিটির দাম প্রায় দুই হাজার টাকা। আর প্রতি কেজি তেল ৪০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুধু পদ্মায় নয়, যমুনার কয়েকটি জায়গায় ঘুরেও একই চিত্র ধরা পড়ে। চিলমারীর তিস্তা নদীর লালসামার চর, সাপের চর, উত্তর কন্যাবাড়ী, রৌমারীর আশপাশে বহু জেলে শুশুক ধরার কাজে নিয়োজিত। এমনকি ফুলছড়িতে একটি কচ্ছপ ও শুশুক বেচাকেনার আড়তও আছে। গাইবান্ধার বালাসীঘাট থেকে নিশ্চিন্তপুর, বুলবুলি অথবা ক্রেস্টমারীতে যমুনার গভীরতা বেশি থাকায় এসব এলাকায় দেদার শুশুক ধরছে একটি চক্র।
    গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে দেখা যাচ্ছে, পদ্মা-যমুনার মোট ২৮টি পয়েন্টে শুশুক এখনো ভালো অবস্থায় আছে। এর মধ্যে প্রায় সব জায়গার মানুষ শুশুক নিধনের এই পদ্ধতি সম্বন্ধে অবগত। তবে সাতটি জায়গায় শুশুক ধরার আলাদা গ্রুপ আছে। এমনই এক শুশুক শিকারি বেড়া উপজেলার আরজাদ আলী। তিনি একজন সাধারণ জেলে হলেও বছরে প্রায় ১০টি শুশুক কিনে থাকেন। এঁদের সংখ্যা যদি সব অঞ্চলে ২০ জনও হয়ে থাকে, তাহলে বছরে ২০০টি শুশুক হারিয়ে যাচ্ছে। আর নদীর অবস্থা শুষ্ক মৌসুমে যা হয়, তাতে এ অবস্থা চলতে থাকলে শুশুক কত দিন টিকে থাকবে সেটাই এখন ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীর প্রাণ শুশুক এভাবে হরহামেশা ধরা হলেও প্রশাসন বা বন ও পরিবেশ মন্ত্রণালয় এ ব্যাপারে নীরব। এমনকি নদীর আশপাশে বর্ডার গার্ড ক্যাম্পের সামনে এই নির্মম কার্যকলাপ হলেও তারা বিষয়টিকে আমলে নেয়নি। তবে আশার কথা হলো, পদ্মা-যমুনার শুশুকের তেল ব্যবহার হলেও সুন্দরবন অথবা উপকূলের জেলেরা মাছ ধরতে কখনো শুশুকের তেল ব্যবহার করেন না।
    আমাদের দেশে ছয় প্রজাতির ডলফিন দেখা যায়। এদের মধ্যে সচরাচর যেটি চোখে পড়ে তার নাম শুশুক বা শিশু। এদের কোনো কোনো জায়গায় হুচুচুমও বলা হয়। অন্যগুলোর মধ্যে এক ইরাবতীর ডলফিন ছাড়া সবই বিপন্ন হওয়ার পথে। শুশুকের ইংরেজি নাম Ganges river dolphin, বৈজ্ঞানিক নাম-Platanista gangetica এদের দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৫ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় ১০০ কেজি হয়। গবেষকরা বলছেন, প্রতিবছর যে সংখ্যক শুশুক পরিবেশ দূষণের ফলে মারা পড়ে, তার চেয়ে কয়েকগুণ বেশি মারা পড়ছে জেলেদের জালে আটকা পড়ে। এখনই শুশুকের জন্য অভয়ারণ্য ঘোষণা না করলে অথবা শিকার বন্ধ না করা গেলে খুব দ্রুত নদীর প্রাণ শুশুক হারিয়ে যাবে বলে বন্য প্রাণী বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

    লিন্ক : নদীর প্রাণ শুশুকরা ভালো নেই

  4. সরব দর্শক - ৮ এপ্রিল ২০১১ (৩:০৩ অপরাহ্ণ)

    কোথাও ঘণ্টা বাজছে, কোথাও বীভৎস অন্যায় হচ্ছে, কোথাও কেউ পঙ্গু হচ্ছে, কোথাও কেউ মরে যাচ্ছে ক্রসফায়ারে। আমরা কি শুনতে পাই, আমরা কি আছি, আমরা কি বাজি? আমরা কি সাড়া দিই?

    ‘লিমনের কাটা পায়ের খোঁজে’, লিখেছেন ফারুক ওয়াসিফ, প্রথম আলো পত্রিকায়। পড়ুন এখানে

  5. মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১১ (৯:৩৬ পূর্বাহ্ণ)

    প্রবীণ নাট্যকার বাদল সরকার অসুস্থ। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গত ২৮ মার্চ তাকে উত্তর কলকাতার একটা বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার নাট্যদল ‘শতাব্দী’ চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছে। আমরা তার আশু রোগমুক্তি কামনা করি।

    খবরের লিন্ক এখানে

  6. মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১১ (১০:১৩ পূর্বাহ্ণ)

    সুচিত্রা তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারে অসুস্থতার সুতীব্র ঘ্রাণকে এমন প্রবল রোমান্টিকতার সঙ্গে, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছেন যে,আজ আর তাঁর বাস্তবেরও সে স্বপ্ন থেকে পরিত্রাণ নেই। তাঁর চিকিৎসার খবর কিংবা ফুটেজ আজও ভক্তদের কল্পনা নতুন সিনেমার গহ্বরে প্রবেশ করায়। সেখানে কেবলই দৃশ্যের জন্ম হয়ে চলে।

    বিস্তারিত পড়ুন, প্রাত্যহিক খবরে সম্রাট মুখোপাধ্যায়ের লেখা : ভালো আছেন তো? ভালো থাকুন

    সেই ভুবন ভোলানো হাসিতে অবলীলায় তিনি বলে চললেন, ‘ নিজের মন আর ভাবনা নিয়ে একা একা আমি অনন্তকাল কাটিয়ে দিতে পারি। তবে একাকিত্ব বলে আমার কিছু নেই।’

    এখানে পড়ুন একই পত্রিকায় সাথী রায়ের লেখা : মুখোমুখি পাবনার সুচিত্রা সেন

  7. মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১১ (৬:৫৮ অপরাহ্ণ)

    Turkey has more journalists in prison than any other country in the world, including China and Iran, according to a press release issued Monday by the International Press Institute.

    The group based its release on a report published by the Organisation for Security and Co-operation in Europe, or OSCE, that said 57 journalists are currently in prison in Turkey. As of December, Iran and China each had 34 journalists behind bars.

    বিস্তারিত পড়ুন : Turkey ‘world leader’ in imprisoned journalists, IPI report says

  8. মাসুদ করিম - ১০ এপ্রিল ২০১১ (১:০১ অপরাহ্ণ)

    ভারতের নতুন জোটনিরপেক্ষ কূটনীতির শুরু হতে যাচ্ছে, এবার হবে পূর্ব-পশ্চিম ত্রিভুজ শক্তি — ভারত জাপান আমেরিকা।

    The cryptic announcement on Friday that India will launch a new trilateral dialogue with Japan and the United States masks the significance of Delhi’s bold new move.
    It was part of a press release issued by the Foreign Office at the end of Foreign Secretary Nirupama Rao’s just concluded visit to Tokyo. “It was agreed to establish an India-Japan-United States trilateral dialogue on regional and global issues of shared interest”.

    The press release added that the dialogue “will be conducted by the foreign ministries of the three countries”. It did not specify the level at which these talks might be held.

    Delhi has no reason to be defensive about its new move, for it is very much part of its enduring tradition of non-alignment. As Shyam Saran, India’s former foreign secretary and special envoy of the PM put it recently, India foreign policy strategy must be simple in its conception: “engage all great powers, but align with none”.

    পড়ুন : India’s new non-alignment: Trilateral dialogue with Japan and US

    খুবই আগ্রহোদ্দীপক কূটনৈতিক আকাঙ্ক্ষা। বাস্তবে তাকে আমরা কিভাবে পাব, দেখা যাক।

  9. মাসুদ করিম - ১০ এপ্রিল ২০১১ (৬:৫৮ অপরাহ্ণ)

    মূল বাংলা ভাষা থেকে পোলিশ ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হল রবীন্দ্রনাথের রচনা সংকলন। কাজটি করেছে এলিজাবেথ ওয়াল্টারের নেতৃত্বে ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

    The teaching of Bengali language and literature started at Warsaw University in the 1950s when Hiramon Ghoshal came to Poland, and bears credit for nurturing a number of eminent scholars like Walter, Barbara Grabowska, Bozena Sliwczynska, Weronika Rokicka and many others in the last six decades.
    Two years ago, Walter had brought out the first Bangla grammar book in Polish. Her translation of “Post Office” remains a favourite for the young actors whenever they want to enact an Indian play. The Polish National TV has shown this play several times in the past two decades.
    “Sky is the limit to refine one’s mind with the beauty of Bangla literature. But we have limited resources and limited opportunities to cope with the recent trends in Bangla literature. Though there is a big demand to learn Bangla from the student community, we admit students only once in three years as we have to compete with Tamil and Sanskrit for attracting the students.Hindi of course has more demand as they admit students every year,” Walter told IANS.
    Though the Indian Council for Cultural Relations (ICCR) funds two visiting professors in Hindi and Tamil, it has never funded any visiting professorship in Bengali language and literature.
    Warsaw University is the only Polish university where there is a provision to learn Bangali language and literature. Apart from Tagore, many other outstanding Bangali writers have been translated into Polish over the years.

    বিস্তারিত পড়ুন : Tagore anthology in Polish released

  10. মাসুদ করিম - ১২ এপ্রিল ২০১১ (২:২৩ অপরাহ্ণ)

    রিয়ানভোস্তির ইনফোগ্রাফিক্সে এক নজরে দেখুন Fairytale Map of Russia। চমৎকার কাজ।

  11. মাসুদ করিম - ১২ এপ্রিল ২০১১ (২:৪৬ অপরাহ্ণ)

    কোথায় কখন প্রথম উচ্চারিত হয়েছিল ‘Perestroika’ শব্দটি? — ২৫ বছর আগে ০৮ এপ্রিল ১৯৮৬-তে তোগলিআত্তিতে প্রথম উচ্চারিত হয়েছিল শব্দটি, অবশ্য ইতিহাসবিদরা এও বলেন, এরও একবছর আগে ২৭তম পার্টি কংগ্রেসে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গর্বাচেভ।

    Twenty-five years ago today we first heard the word “perestroika.” Mikhail Gorbachev used the term (which literally means “restructuring” in Russian) during a conversation with residents of Togliatti on April 8, 1986. Historians will point out that, in fact, Gorbachev had already used the term in an official context a month earlier during a speech at the 27th party congress. But in that speech he used the term in reference to the party’s personnel policy – not exactly a riveting subject. In Togliatti, that magical word “perestroika” was used to signify a new direction for the country. It was in Togliatti that the word first struck a chord with the Soviet people.

    বিস্তারিত পড়ুন এখানে

  12. মাসুদ করিম - ১২ এপ্রিল ২০১১ (২:৫৬ অপরাহ্ণ)

    আজ ১২ এপ্রিল, ৫০ বছর আগে এই দিনে মহাশূন্যে মানুষের প্রথম অভিযান, সেই অভিযাত্রী ইউরি গ্যাগারিন ছিলেন সহজ সাধারণ মানুষ — জীবনের শেষ দিন পর্যন্ত কখনো নিজেকে তারকা ভাবেননি, যদিও মহাশূন্য থেকে তিনিই প্রথম দেথতে পেয়েছিলেন আমাদের পৃথিবীকে কেমন দেখায়। তাকে নিয়ে একটি ফটোগ্যালারি, এখানে

  13. মাসুদ করিম - ১৬ এপ্রিল ২০১১ (৮:২৮ অপরাহ্ণ)

    ০৮ এপ্রিল ২০১১, ভারতীয় ইংরেজি দৈনিক ‘ দি হিন্দু’র প্রধান সম্পাদক এন.রামের সাথে ‘উইকিলিকস’ এর প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জের এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

    Starting March 15, 2011, The Hindu became the first Indian newspaper to offer readers a broad spectrum of articles and reports based on a first selection from 5,100 India Cables aggregating six million words, made available to it by WikiLeaks. On April 8, Julian Assange, the brilliant and articulate Editor-in-Chief of WikiLeaks, gave a one-hour interview at Ellingham Hall in the county of Norfolk to N. Ram, The Hindu’s Editor-in-Chief, who was accompanied by Hasan Suroor, the newspaper’s U.K. Correspondent. The interview covered a broad range of issues relating to India, the world, political economy, journalism, the goals and methods of WikiLeaks, and the theoretical framework worked out by its chief. Here are video excerpts of the interview in six parts.

    সাক্ষাৎকারটির ভিডিও লিন্ক এখানে

  14. মাসুদ করিম - ১৭ এপ্রিল ২০১১ (৫:৪৫ অপরাহ্ণ)

    আধুনিক সব ভাষার উৎস এক লাখ বছর আগের এক আফ্রিকান ভাষা।
    পড়ুন : Is this how Eve spoke? Every human language evolved from ‘single prehistoric African mother tongue’

    একই সূত্রের খবর নিয়ে কালের কণ্ঠ লিখেছে : সব মানুষের ভাষার আদি উৎস অভিন্ন!

    এ যাবৎকালের সব ভাষার উৎপত্তি নিয়ে ভাষাবিজ্ঞানীরা এবার একটি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেছেন। গত শুক্রবার ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণাপত্রে বলা হয়েছে, ইংরেজি থেকে মান্দারিন, বাংলা থেকে ফার্সি_পৃথিবীর সব ভাষার আদি উৎস আজ থেকে প্রায় এক লাখ বছর আগে আফ্রিকা মহাদেশে।
    বিশ্বের প্রচলিত প্রায় ৫০০ ভাষার ফোনিম বা উচ্চারণের ধ্বনিরীতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সেই আদি সূত্রের সন্ধান পেয়েছেন, যা প্রস্তর যুগের আদিমানবরা প্রথম ব্যবহার করত। সুদূর অতীতে ভুলে যাওয়া সেই উপভাষাই পৃথিবীর সব ভাষার মাতৃগর্ভ। এমনটাই দাবি করেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানীরা।
    আপাতভাবে পৃথিবীতে নানা প্রান্তের ভাষা-সংস্কৃতির ফারাক যেন মানুষে-মানুষে ব্যবধানের সবচেয়ে বড় ইঙ্গিত বহন করে। কিন্তু এ গবেষণাপত্রের মাধ্যমে বিজ্ঞানীদের মনে এবার প্রশ্ন জেগেছে_আমরা কি সেই ভাষায় কথা বলি, যে ভাষায় প্রথম কথা বলেছিল মানুষের প্রথম পূর্বপুরুষ? যেই আদিপুরুষ প্রথম আফ্রিকা থেকে ছড়িয়ে পড়েছিল আজ থেকে প্রায় ৭০ হাজার বছর আগে?
    অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কুয়েন্টিন আটকিনসন বলেন, ‘আমরা যদিও গবেষণায় সুনির্দিষ্টভাবে এ তথ্য পাইনি, যা আফ্রিকা থেকেই বিশ্বের সব ভাষার আদি সূত্র ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা প্রায় নিশ্চিত, একটি নির্দিষ্ট উপভাষার ভেতরে পৃথিবীর সব ভাষার আদি উৎস লুকিয়ে আছে এবং তা কমপক্ষে এক লাখ বছর আগে।’
    ব্রিটেনের বিবর্তনবাদমূলক গবেষকরা অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এ গবেষণাকে গত বৃহস্পতিবার স্বাগত জানিয়ে বলেন, মানুষের বিবর্তন ইতিহাস আরো ভালোভাবে বুঝতে নতুন এ গবেষণাপত্র খুব গুরুত্বপূর্ণ আলোকবর্তিকার কাজ করবে।
    বেশির ভাগ বিজ্ঞানীরা মনে করেন, প্রায় দুই থেকে দেড় লাখ বছর আগে আফ্রিকা থেকে আধুনিক মানুষের প্রথম বিবর্তন ঘটে। এরপর প্রায় ৭০ হাজার বছর আগে আধুনিক মানুষের এই পূর্বপুরুষ আফ্রিকা মহাদেশ থেকে বেরিয়ে আসে এবং ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এ তত্ত্বকে বলা হয়, ‘আউট অফ আফ্রিকা’। এত দিন পর্যন্ত বেশির ভাগ বিজ্ঞানী এ তত্ত্বে সহমত পোষণ করলেও তাঁরা নিশ্চিত ছিলেন না যে মানুষ কবে থেকে প্রথম অর্থপূর্ণ ভাষায় কথা বলা শুরু করে। কিছু বিজ্ঞানীরা মনে করতেন, আফ্রিকা মহাদেশ থেকে ৭০ হাজার বছর আগে আদিমানুষ বিশ্বে ছড়িয়ে পড়ার পর নানাপ্রান্তে স্বতন্ত্রভাবেই ভাষার বিকাশ ঘটে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানীরা এবার সুনির্দিষ্টভাবে উপাত্তের সাহায্যে এ প্রমাণ হাজির করলেন_ মানুষের সব ভাষার বিবর্তন এক লাখ বছর আগের একই উপভাষার শেকড় থেকে এবং তা সম্ভবত আফ্রিকা থেকেই।
    ড. কুয়েন্টিন বলেন, ‘৫০৪টি ভাষার উচ্চারণগত ধ্বনিরীতি বিশ্লেষণ করে আমরা এমন কিছু ধ্বনি শনাক্ত করতে পেরেছি, যা আদি সাব-সাহারান আফ্রিকার ভাষার খুব কাছাকাছি।’ তিনি মনে করেন, সময়ের ব্যবধানে এসব ভাষার একটি থেকে অন্যটির ধ্বনিগত বিপুল পার্থক্য তৈরি হয়েছে। এসব পার্থক্যের যে বিন্যাস, তার সঙ্গে ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া আদিমানুষের উপভাষার ধ্বনিগত মিল রয়েছে।
    বিজ্ঞানীদের গবেষণাপত্রে আদি মানুষের ভাষা উচ্চারণের ধ্বনিরীতির সঙ্গে বিশ্বের বর্তমান প্রচলিত ভাষাগুলো ধ্বনিগত মিলের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সবচেয়ে বেশি ধ্বনিগত সাদৃশ্য খুঁজে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার ‘জু’ ভাষার সঙ্গে। এর সাদৃশ্য ধ্বনিসংখ্যা ১৪১টি। এর পরে রয়েছে রাশিয়ার ‘আর্চি’ ভাষা (৯১টি)। ইংরেজির সঙ্গে ৪৬টি এবং বাংলার সঙ্গে ৪৩টি ধ্বনির মিল রয়েছে। এর পরে রয়েছে জার্মান (৪১টি), রুশ (৩৮টি), ফরাসি (৩৭), চীনের মান্দারিন (৩২টি) ইত্যাদি ভাষার ধ্বনি।
    অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী অধ্যাপক রবিন ডাবার বলেন, ‘এ গবেষণার মাধ্যমে ভাষার আদি উৎস এক লাখ থেকে দুই লাখ বছর পিছিয়ে গেল।’
    কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর মানুষ জাতি কবিতায় বলেছিলেন, ‘জগৎ জুড়িয়া এক জাতি আছে/সে জাতির নাম মানুষ জাতি;/এক পৃথিবীর স্তন্যে লালিত/একই রবি শশী মোদের সাথী।’ নতুন এ গবেষণা যেন সেই ধ্বনি উচ্চারণ করছে। সূত্র : দ্য মেইল।

  15. মাসুদ করিম - ১৮ এপ্রিল ২০১১ (২:৩৩ অপরাহ্ণ)

    কৃষ্ণনগরের ‘রানিকুঠি’র সাথে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রমথ চৌধুরী। এখন ভগ্নস্তূপে পরিণত সেই ঐতিহ্যমণ্ডিত রানিকুঠি। নানা প্রতিকুলতার মধ্যে স্থানীয় ‘বৈশাখী ক্লাব’ এর সদস্যরা রাত দিন পাহারা দিয়ে এই বাড়িকে আগলে রেখেছেন প্রোমোটার ও সন্ত্রাসীদের কবল থেকে।

    বিস্তারিত পড়ুন : প্রমথ চৌধুরীদের রানিকুঠি বাঁচানোর লড়াই চলছে

  16. মাসুদ করিম - ১৯ এপ্রিল ২০১১ (৬:০২ অপরাহ্ণ)

    লন্ডনে আজ শুরু হয়েছে মূল ছাপচিত্রের মেলা ২০১১, এখানে দেখুন প্রদর্শিত বিখ্যাত কিছু ছাপচিত্রের স্লাইড শো

  17. মাসুদ করিম - ২০ এপ্রিল ২০১১ (৩:০৩ অপরাহ্ণ)

    বস্টন, ১৯ এপ্রিল (পিটিআই)– ঝুম্পা লাহিড়ীর পর পুলিৎজার জিতলেন আর এক বঙ্গসন্তান সিদ্ধার্থ মুখার্জি! ২০০০ সালে ‘ইন্টারপ্রেটার অফ ম্যালাডিজ’ লিখে সাহিত্যজগতের শ্রেষ্ঠ সম্মান জিতেছিলেন ঝুম্পা। তার দশককাল বাদে ২০১১ সালের পুলিৎজার জিতে বাঙালিকে গৌরবান্বিত করলেন বাংলার ছেলে সিদ্ধার্থ। তার বই সম্মান জিতল নন-ফিকশন বিভাগে। আমেরিকার বইপাড়ায় এসেই চিকিৎসা-দুনিয়ায় সাড়া ফেলেছিল ক্যান্সার নিয়ে সিদ্ধার্থর অসামান্য গবেষণাগ্রন্থ ‘দ্য এম্পারার অফ অল ম্যালাডিজ : এ বায়োগ্রাফি অফ ক্যান্সার’। বোঝা গিয়েছিল এই মারণরোগ, তার জিনঘঠিত সূত্র, চিকিৎসা-পদ্ধতি, নিরামায়ের সম্ভাবনা নিয়ে গভীর গবেষণামূলক এরকম একটি বইয়ের অধীর অপেক্ষায় ছিল চিকিৎসা-জগত। বলা যায় কানায় কানায় সেই প্রত্যাশা মেটালেন সিদ্ধার্থ। গোটা দুনিয়া তখনই চিনেছিল তাকে। বিশ্ব জুড়ে ছড়িয়েছিল নাম। সেই মূল্যবান সৃষ্টি এবার ১০ হাজার ডলারের পুলিৎজার পুরস্কার পেল। বিশেষজ্ঞদের মতে, গবেষণাভিত্তিক এই বইটির অবদান চিকিৎসার ক্ষেত্রে অনন্য। ক্যান্সার বিশ্লেষণ করতে গিয়ে প্রাচীন ইতিহাস ঘেঁটেছেন সিদ্ধার্থ। দূর ও নিকট অতীতের বহু দৃষ্টান্ত তুলে ধরেছেন। এখানে একাধারে তিনি গবেষক, ইতিহাসবেত্তা, বিশেষজ্ঞ, চিকিৎসা-বিজ্ঞানী। ৪১ বছর বয়সী এই যুবক এই মুহূর্তে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ক্যান্সার রোগের চিকিৎসক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক সিদ্ধার্থের জন্ম এবং বেড়ে ওঠা দিল্লিতে। রাজধানীর সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা। এর পর যান মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জীববিদ্যায় স্নাতক হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘রোডস স্কলারশিপ’। অক্সফোর্ডে পিএইচডি করেন ইমিউনোলজিতে। এর পার হাভার্ড মেডিক্যাল স্কুল। ক্যান্সার চিকিৎসায় ফেলোশিপ পান ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে। ২০১০-এ সাইমন এন্ড শুস্টার প্রকাশ করে সিদ্ধার্থর গবেষণাগ্রন্থ। বাজারে আসতে না আসতেই বেস্টসেলার! লুফে নেয় চিকিৎসক মহল। মিডিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা। ২০১০-এর ৮ নভেম্বর ‘দ্য এম্পারার অফ অল ম্যালাডিজ : এ বায়োগ্রাফি অফ ক্যান্সার’ নিয়ে সিদ্ধার্থর সাক্ষাৎকারভিত্তিক একটি প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস লিখেছিল, ‘হি লুকস লেস লাইক এ সায়েন্টিস্ট দ্যান লাইক দ্য লিডিং ম্যান ইন আ বলিউড মিউজিক্যাল’। না, এতটুকু বাড়াবাড়ি নেই এই বিশ্লেষণে। বলিউডি হিরোর মতোই স্মার্ট, ধারালো চেহারা। বন্ধুদের কাছে সিদ্ধার্থ আদরের ‘সিড’। হাভার্ড মেডিক্যাল স্কুলের তার সুপারভাইজার ডেভিড স্ক্যাডেন সিদ্ধার্থ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘সিড হ্যাজ অ্যান ইন্টারনাল হোপ মেশিন।’ সিদ্ধার্থ বিয়ে করেছেন বিখ্যাত ভাস্কর সারা জি-কে। ওদের দুই মেয়ে। পাঁচ বছরের লীলা এ এক বছরের আরিয়া। সিদ্ধার্থর মা-বাবা থাকেন দিল্লির সাফদারজং এনক্লেভে। দিদি থাকেন ঢাকায়। বাবা ছিলেন মিৎসুবিশি কোম্পানির ম্যানেজার। মা স্কুল শিক্ষিকা। পুত্রের পুলিৎজার প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘ কাল রাত একটার সময় ঘুম ভাঙিয়ে ছেলে নিজেই জানিয়েছে খবরটা। বিশ্বাসই করতে পারছি না আমার ছেলে এত বড় পুরস্কার পেয়েছে! ভীষণ খুশি আজ আমরা।’

    সিদ্ধার্থকে দেখুন এখানে

    খবরের লিন্ক : আজকের ‘আজকাল’-এর বিদেশ বিভাগ।

  18. সরব দর্শক - ২৩ এপ্রিল ২০১১ (২:৪৮ পূর্বাহ্ণ)

    অনেকে এটা ভেবেও অবাক যে, আজকের বাংলাদেশে যেখানে কোনো উৎসব জমে না বাউলের সুর ছাড়া, যেখানে লালন, হাসন, শাহ আবদুল করিমের গানের রমরমা ব্যবসা, যেখানে করপোরেট পুঁজি স্পন্সর করছে লালনের মৃত্যুবার্ষিকী, দোল উৎসব, কিংবা শাহ আবদুল করিমের জন্ম-মৃত্যুবার্ষিকী, যার খবর না শোনার কোনো উপায় নেই সংবাদপত্র এবং টিভিতে সেসবের বিজ্ঞাপনের কারণে, যেদেশে সরকারদলীয় একজন সংসদ সদস্য নিজে ‘বাউল গানের’ শিল্পী, যেখানে ‘ধর্মনিরপেক্ষ’ সরকারদলীয় আদর্শের সাংস্কৃতিক মহল অনেক শক্তিশালী, সেখানে, সেই দেশে এমন ঘটনা কি করে ঘটতে পারে? দুনিয়ায় বাউল-সুফি এখন প্যারিস-লন্ডন-নিউইয়র্ক-টোকিও দাবড়ে বেড়াচ্ছে, লালন-বাউল গান শোনা যখন ‘হাই কালচার’, দেশের শাসকগোষ্ঠীর বেশ কিছু ছেলে-মেয়ে যখন ‘লালনচর্চা’ করছে, তখন বাংলাদেশের রাজবাড়ীতে এমন ঘটনা?

    আবারও কেউ কেউ বিচ্ছিন্ন ঘটনা তত্ত্বের কথা বলতে পারেন। কিন্তু তা দিয়ে কি পার পাওয়া যাবে? এই ‘বিচ্ছিন্ন’ ঘটনায় কোনো করপোরেট পুঁজি দুঃখ পেয়েছে বলে এখনো পর্যন্ত জানা যায়নি। দেশে কত লালনগীতির, বাউলগানের শিল্পী-তারকা, দুয়েকজন বাদে তেমন কাউকে রাস্তায় এমনকি বিবৃতিতেও পাওয়া গেল না। আওয়ামী-বিএনপি ঘরানার ‘সংস্কৃতিসেবী’দের তেমন তৎপর হতে দেখা গেল না। সংস্কৃতিবাণিজ্য বা কালচার ইন্ডাস্ট্রি, রাষ্ট্র এবং ‘সুশীল সমাজ’ এর স্বরূপ আরেক দফা বুঝিয়ে দিল রাজবাড়ীর ঘটনা।

    বাউল-ফকিরদের ওপর নিপীড়ন : গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ, লিখেছেন অরূপ রাহী, সাপ্তাহিক বুধবার-এ।

  19. মাসুদ করিম - ২৩ এপ্রিল ২০১১ (১২:৩৯ অপরাহ্ণ)

    হাতি নিয়ে বেশ কিছু ভাল তথ্য আছে এই লেখাটিতে, জেকব চিরান বইটি লিখেছেন মালায়লাম ভাষায় — এখনো এর বাংলা বা ইংরেজি অনুবাদ হয়নি, সানু জর্জের এই ইংরেজি প্রতিবেদনটি হাতির অনেক কিছু জানাল আমাদের।

    Cheeran also said jumbos are killed not only for their ivory tusks but also meat, which is consumed in parts of Africa and even northeastern India.
    ‘In Africa, a single tusk fetches around Rs.7,200 while the elephant meat (bush meat) of a tusker weighing around 3,000 kg fetches a handsome amount up to Rs.3 lakh.
    ‘After the animal is killed and the tusks are removed, the meat is cut and wrapped with herbs. The meat is then dried and taken to the cities to be sold,’ said Cheeran.
    ‘Aana’ is Cheeran’s fifth book. His earlier works include ‘Captive Elephants in Range Countries for Doctors and Veterinarians’ and ‘Zoo and Wildlife Management’, used as a textbook by veterinary science students across the country.
    Cheeran says there are around 21,300 elephants in 11 elephant ranges in India, according to the last census in 2005. The country also has 4,000 captive elephants, 800 of which are in Kerala.
    The data for 2011′s elephant census has been collected and the figures will be out by the year-end.
    The book also contains other information about the animal, including details like its pulse rate, which is around 25-30 per minute when the tusker is standing, and around 98 when it lies down.
    The trunk of an elephant can hold 8.5 litres of water. On an average, it urinates up to 10 times a day, and each time it urinates more than 10 litres. Each elephant dung weighs up to 2.5 kg on an average. A jumbo poops close to 20 times in a day.

    বিস্তারিত পড়ুন এখানে

  20. মাসুদ করিম - ২৪ এপ্রিল ২০১১ (৯:৫০ পূর্বাহ্ণ)

    ১৯৪১ সালে, রবীন্দ্রনাথের শেষ জন্মদিন কেটেছে তাঁর সাধ ও স্বপ্নের শান্তিনিকেতনে। সেবারের পঁচিশে বৈশাখ ছিল কবির জীবনের শেষ জন্মোৎসব, তিনি আশি বছর পূর্ণ করলেন। তাঁর শরীর অসুস্থ।[…] আশ্রমবাসীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, কবির শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই যতটা সম্ভব অনাড়ম্বরভাবে জন্মোৎসব পালিত হবে। সকলেই ছিলেন শান্ত ও বেদনায় স্তব্ধ।

    লিখেছেন স্বপনকুমার ঘোষ, বিস্তারিত পড়ুন : রবীন্দ্রনাথের শেষ জন্মদিন আড়ম্বরহীন ছিল

  21. মাসুদ করিম - ২৪ এপ্রিল ২০১১ (৫:২৮ অপরাহ্ণ)

    পাকিস্তানের স্বাধীনতার পরপরই জিন্নাহ বিবৃতি দিয়েছেলেন, পাকিস্তানের সংখ্যালঘুদের ধর্ম পালনে কোনো বাধা দেয়া হবে না এবং পাকিস্তান রাষ্ট্র কোনো ধর্ম দ্বারা চিহ্নিত হবে না। সেই বিবৃতি অপ্রকাশিত রাখতে বা মাজাঘষা করতে মুসলিম লীগের এলিট শ্রেণী তৎপর হয়ে উঠেছিল, কিন্তু তারপরও যে জিন্নাহর বিবৃতি অবিকল ছাপা হয়েছিল — তা সম্ভব হয়েছে তৎকালীন ‘ডন’ সম্পাদক আলতাফ হোসেনের দৃঢ়তায়। এরপরও বহুবার জিন্নাহর এই বিবৃতিকে বিকৃত করতে অনেক প্রচেষ্টা হয়েছে — এমন কি এ পর্যন্ত বলা হয়েছে, ওই বিবৃতি ‘শয়তান’ জিন্নাহকে দিয়ে লিখিয়েছি।

    The late journalist, Zameer Niazi (in his book Press in Chains), noted that historian Dr Mubarak Ali (in In Search of Pakistan Identity) and Ahmed Ali (in Culture of Pakistan) have discussed this event in detail. Soon after the creation of Pakistan, Jinnah gave his famous speech to the Constituent Assembly in which he insisted that in Pakistan minorities were free to follow their religions whichever way they wanted and that the Pakistani state had nothing to do with religion. This speech did not go down very well with that section of the Muslim League elite which had tasted the power of using religion as a political tool during the Pakistan Movement.

    Some of these men would go on to fan the anti-Ahmadiyya riots in Lahore (1953) by using parties like the Jamat-i-Islami and Majlis-i-Ahrar, the two Islamist outfits that had actually opposed the creation of Pakistan. Soon after Jinnah’s speech, an attempt was made by a number of Muslim League leaders (some believe, these also included Liaquat Ali Khan), to censor the draft of the speech that was to be published in the newspapers. It was only when the then editor, Dawn, Altaf Hussain, threatened to take the issue directly to Jinnah that the League leaders relented, and the media was allowed to print the uncensored, now historic speech.

    Various senior League members responded by suggesting that the speech was an anomaly, delivered at a time when Jinnah was very sick. Were they implying that towards the end Jinnah was losing his mind? The famous Justice Muneer is on record as saying that he overheard some League leaders say that the speech was ‘inspired by the devil.’

    In 1970s Z.A. Bhutto claimed that attempts were even made to burn that speech, while in the 1980s Zia used the director of the Quaid-i-Azam Academy to refute the contents of the speech by apologetically suggesting that Jinnah had no idea what an Islamic state meant, and/or if he had known he would not have made those comments.

    নাদিম এফ. পারাচা লিখছেন, বিস্তারিত পড়ুন : Smokers’ Corner: Censoring Jinnah

  22. মাসুদ করিম - ২৬ এপ্রিল ২০১১ (৯:৫৮ পূর্বাহ্ণ)

    ১৪৩৯ এর দিকে গুটেনবার্গ আধুনিক ছাপাখানা উদ্ভাবন করেছিলেন, আর এই যে বইটি Nuremberg Chronicle ছাপা হয়েছিল ১৪৯৩ সালে। ৫১৮ বছর আগের এই বইটি এখনও পর্যন্ত আধুনিক ছাপাখানার সবচেয়ে পুরনো প্রকাশনার নিদর্শন।

    on a recent Saturday while volunteering at a fundraiser for the small town museum in Sandy, Utah, just south of Salt Lake, Sanders got the surprise of a lifetime.

    “Late in the afternoon, a man sat down and started unwrapping a book from a big plastic sack, informing me he had a really, really old book and he thought it might be worth some money,” he said. “I kinda start, oh boy, I’ve heard this before.” Then he produced a tattered, partial copy of the 500-year-old Nuremberg Chronicle.

    The German language edition printed by Anton Koberger and published in 1493 is a world history beginning in biblical times. It’s considered to be one of the earliest and most lavishly illustrated books produced after Johannes Gutenberg invented the printing press and revolutionised publishing. The book’s owner has declined to be identified, but Sanders said it was passed down to the man by his great uncle and had been just gathering dust in his attic for decades. It has been printed on cotton bond paper.

    বিস্তারিত পড়ুন : Five hundred-year-old book found

  23. মাসুদ করিম - ২৬ এপ্রিল ২০১১ (১:২৪ অপরাহ্ণ)

    দশ বছর আগেও আমেরিকার অর্থনীতি ছিল চীনের তিনগুণ, আর পাঁচ বছর পরেই চীনের অর্থনীতি আমেরিকাকে পেছনে ফেলে হয়ে উঠবে পৃথিবীর এক নম্বর অর্থনীতি, আইএমএফ-এর অর্থনৈতিক সমীক্ষা তাই বলছে।

    International organizations appear to be competing as to which one can conjure up the most impressive scenario of China’s rising economic clout, but the boldest version to date allegedly belongs to the International Monetary Fund (IMF), which predicts Beijing will take a mere five years to become the world’s largest economy.

    As bets continue on how soon China will take the crown, some economists poured cold water on such projections, calling them flattery that mask the true gap between the Chinese and US economies.

    China’s economic output will overtake that of the US in 2016 and amount to $19 trillion in purchasing power parity (PPP) terms, a recent IMF report said, according to the Singapore-based Lianhe Zaobao newspaper.

    The projection, reportedly mentioned quietly on the IMF’s website in recent days, could not be found by the Global Times online.

    The IMF representative office in China did not confirm the report, while the institution’s headquarters in the US could not be reached for comment on Monday.

    বিস্তারিত পড়ুন প্রথমে এখানে ও পরে এখানে

  24. মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১১ (৯:২৩ পূর্বাহ্ণ)

    ২৫ এপ্রিল ২০১১ সোমবার সান্তিয়াগোতে ৯৩ বছর বয়সে কবি গঞ্জালো রোজাসের জীবনাবসান হয়েছে।
    খবরের লিন্ক এখানে

  25. মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১১ (৯:৩২ পূর্বাহ্ণ)

    ইয়াজউদ্দিন এক ঘণ্টা সময় পেলে রেজ্জাকুলকে সেনাপ্রধান করতেন।

    সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ আর মাত্র এক ঘণ্টা সময় পেলে মেজর জেনারেল (অব) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে সেনাপ্রধান নিযুক্ত করার ফাইলে সই করতেন। সেনাপ্রধান হিসেবে তাঁর নিয়োগদানের ফাইলে রাষ্ট্রপতির সই করা হয়ে গেলে দেশে ওয়ান ইলেভেন আসত না। তাঁকে সেনাপ্রধান হিসেবে সাবেক রাষ্ট্রপতি ফাইলে সই করতে যাচ্ছেন এই খবর পেয়ে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ তাঁর সহযোগীদের নিয়ে বঙ্গবভনে যান। বঙ্গভবনে তাঁকে ডেকে নিয়ে গিয়ে তাঁর গাড়ি ছেড়ে দেয়ার পর তিনি হেঁটে বঙ্গভবন থেকে বের হয়ে আসেন। তিনি চলে আসার পর ওয়ান ইলেভেন চলে আসে। সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান মেজর জেনারেল (অব) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জিজ্ঞাসাবাদকালে এই ধরনের তথ্য দিয়েছেন। সিআইডির কর্মকর্তাদের ভাষায় এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে।
    সিআইডি ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রেজ্জাকুল হায়দার চৌধুরীর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখেন তিনিই একমাত্র মেজর জেনারেল যার পিএসসি নেই। পিএসসি ছাড়া মেজর জেনারেল হয়ে সেনাপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছিলেন। তখনকার হাওয়া ভবনের কর্ণধার পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিশ্বসত্ম হওয়ার কারণেই তাঁকে সেনাপ্রধান করার ফাইলে সই করতে যাচ্ছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। মেজর জেনারেল রেজ্জাকুল তখন এনএসআইয়ের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে হুজির জঙ্গীদের কিভাবে ডিজিএফআইর কর্মকর্তারা সমন্বয় করছিলেন সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে এনে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও জাতীয় প্রতিরৰা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবদুর রহিমকে।
    সিআইডির জিজ্ঞাসাবাদে রেজ্জাকুল হায়দার চৌধুরী বলেছেন, ডিজিএফআইর সাবেক মেজর এলাহী তখন হুজির জঙ্গীদের সমন্বয়ক ছিলেন। মেজর এলাহীর সঙ্গে আরও একজন সামরিক কর্মকর্তা ছিলেন, যার নাম এই মুহূর্তে সিআইডি প্রকাশ করতে চাচ্ছে না। মেজর এলাহী বর্তমানে পলাতক আছেন বলে সিআইডি সূত্রে জানা গেছে। হুজির জঙ্গীদের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর কয়েক কর্মকর্তা। ডিজিএফআইর যেসব কর্মকর্তা জঙ্গী ও বিএনপি-জামায়াতের রাজনীতিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছে তারা হাওয়া ভবনের খুবই বিশ্বসত্ম ছিলেন বলে তারা সিআইডিকে জানিয়েছেন।
    সিআইডির জিজ্ঞাসাবাদে গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান রেজ্জাকুল ও আবদুর রহিম জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর আনত্মর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, ব্রিটিশ তদনত্মকারী সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সদস্যরা বাংলাদেশে আসেন। বিদেশীদের থাকা খাওয়া ও আপ্যায়নের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থাসহ সকল কিছু ম্যানেজ করার দায়িত্ব পালন করেন ডিজিএফআইর কয়েক বিশ্বসত্ম কর্মকর্তা। সরকারের পৰ থেকে তাদের সহযোগিতা করার নামে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য নানা ধরনের তথ্য সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা থাকাকালে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে হত্যার জন্য বার বার চেষ্টা করার জন্য দায়িত্ব দেয়া হয় হুজির জঙ্গী সদস্যদের। হুজির জঙ্গীদের আর্থিক ও নিরাপত্তার সর্বাত্মক সাহায্য-সহযোগিতা দেন ডিজিএফআইর কর্মকর্তারা। ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, হামলাকারী মাওলানা তাজউদ্দিন ও মুফতি হান্নান জোট নেতাদের পৃষ্ঠপোষকতায় বহাল তবিয়তেই ছিলেন রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে ঘুরে বেড়িয়েছে প্রকাশ্যেই।
    সিআইডির জিজ্ঞাসাবাদে গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সকল কিছুই নিয়ন্ত্রণ করেছেন এবং তাঁদের সিদ্ধানত্মেই সব কিছু ঘটেছে।

    খবরের লিন্ক এখানে

  26. মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১১ (১০:২৫ পূর্বাহ্ণ)

    গোদরেজের হাতে বোম্বেতে বেঁচে ছিল পৃথিবীর শেষ টাইপরাইটার ফ্যাক্টরিটি, সেটি বন্ধ হয়ে গেল। কিছু দিন আগে গোদরেজ তার আরেকটি টাইপরাইটার ফ্যাক্টরি বন্ধ করে সেখানে ফ্রিজ প্ল্যান্ট বসিয়েছে। কী বলব, অবশ্যই সেই বহুশ্রুত ফ্যাশনদুরস্ত ইংরেজি শব্দ ‘কুল’, সম্ভবত এটাই এশব্দের সর্বোচ্চ যথার্থ ব্যবহার। এবারের বন্ধ ফ্যাক্টরিটির কী পরিণতি হবে? সম্ভবত, এয়ারকন্ডিশন প্ল্যান্ট! ‘ কুল কুল’!

    It’s the end of the line for typewriters: the last standing typewriter factory in the world, Godrej and Boyce, is closing its plant in Mumbai, India.

    Just several hundred typewriters, most of which are Arabic language models, remain.

    According to the Daily Mail, “Although typewriters became obsolete years ago in the west, they were still common in India – until recently. Demand for the machines has sunk in the last ten years as consumers switch to computers.” The devices had been a status symbol in India, notes the Business Standard.

    Typewriter sales have plummeted in the past several years: the company sold less than 800 machines in 2010, down from the 50,000 it produced every year in the 1990s.

    “From the early 2000s onwards, computers started dominating. All the manufacturers of office typewriters stopped production, except us,” general manager Millind Dukle told the Business Standard. “We are not getting many orders now. But this might be the last chance for typewriter lovers. Now, our primary market is among the defense agencies, courts and government offices.”

    বিস্তারিত পড়ুন : World’s Last Typewriter Factory Closes Its Doors

  27. মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১১ (৬:৩২ অপরাহ্ণ)

    আসামে ভোট হয়ে গেছে, চলছে ভোটের ফলাফলের অপেক্ষা, ১৩ মে ঘোষিত হবে ফলাফল। এখন চলছে উৎকন্ঠা, কে আসবে ক্ষমতায়। তেমনি আসামের সাংবাদিক মণীন্দ্র রায় বলছেন ভোটাধিকার বঞ্চিত আসামের বাঙালি হিন্দুদের কথা। ভোটার তালিকায় নাম থাকলেও এই বঞ্চিতদের নামের পাশে লালকালিতে লেখা থাকে ‘ডি’ — অর্থ, এরা সন্দেহভাজন। বলা হচ্ছে এদের সংখ্যা প্রায় তিন লাখ।

    সচেতন ব্যক্তিদের মতে এভাবে রাখা বেআইনি। ১৯৪৯ সালে ভারতের সংবিধানে ১৫ নং(ক) ধারায় মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এই ধারা মতে প্রত্যেক ব্যক্তির একটা নির্দিষ্ট দেশ থাকবে। (খ) ধারা মতে কাউকে দেশহীন করা যাবে না।

    বিস্তারিত পড়ুন : ভোট শেষ, শঙ্কা কাটছে না ভোটাধিকার বঞ্চিতদের

  28. মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১১ (৯:৪২ পূর্বাহ্ণ)

    পশ্চিম এশিয়ায় ‘আরব জাগরণ’ এর একটা বড় হিসাব কিতাব জড়িয়ে আছে সৌদি সুন্নি নেতৃত্ব ও ইরানি শিয়া নেতৃত্বের মধ্যে।

    A new great game seems to be on. The locale is West Asia and the principal protagonists are Saudi Arabia and Iran. Unlike the original great game of the late 19th-early 20th century, the current great game has geo-political as well as religious overtones. Saudi Arabia regards itself as the leader of the Sunni Muslim community and Iran is the self-appointed protector of Shias. The Umma technically applies to the entire Muslim fraternity but, in practice, the two branches of Muslim faith do not regard themselves as belonging to the same Umma. They might do so when dealing with or confronting non-Muslims, but between themselves they are antagonistic. The two powers are also engaged in a bitter and determined struggle for dominance in the region.

    The Arab-Persian divide cuts across, at least partially, the Shia-Sunni rivalry. At the risk of slight oversimplification, it can be said that as a general rule, an Arab Shia is likely to be more loyal to his Arab identity than to the Shia faith if the latter would imply acting against the interests of his country. This was conclusively demonstrated when the Shias of Iraq fought alongside their Sunni brethren in the war against Iran for eight years.

    বিস্তারিত পড়ুন : The new great game in West Asia?

  29. মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১১ (১২:৫৮ অপরাহ্ণ)

    ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে জনতা পার্টির প্রেসিডেন্ট সুব্রামানিয়াম স্বামী সোনিয়া গান্ধীর দুর্নীতি বিষয়ে রিপোর্ট করেছেন।

    April 15,2011
    PRESS RELEASE
    Dr.Subramanian Swamy, Janata Party President and former Union Cabinet Minister for Law &Justice, today submitted a Petition of 206 pages, seeking from the Prime Minister Dr.Manmohan Singh the required Sanction to prosecute Ms. Sonia Gandhi under Sections 11 & 13 of the Prevention of Corruption Act. Sanction is required under Section 19 of the Act because she is Chairperson of the National Advisory Council with Cabinet rank.
    In his Petition to the PM, Dr.Swamy has made out a prima facie case on documentary circumstantial evidence that Ms.Gandhi abetted Italian businessman and close family friend Ottavio Quattrocchi to obtain an illegal commission in the Bofors Gun Purchase deal, and then influenced the government of Prime Minister Narasimha Rao to enable Mr. Quattrocchi to escape from the country in July 1993. Thereafter she directed the Union Law Minister in 2005 to enable Mr. Quattrocchi to get his London accounts de-frozen and decamp scot free with over $ 200 million [about Rs 1000 crores].
    Dr.Swamy has also made out a prima facie case that Mr. Gandhi has illegally held in Swiss bank accounts illegal monies of about Rs. 10,000 crores received as a legatee in 1991 following Rajiv Gandhi’s assassination. He also produced an admission on record of the spokesperson of the Russian government that KGB had provided funds to Ms. Gandhi and her family, as also evidence that she had received commissions on Indo-Soviet trade, which were illegal under Indian law.
    In his Petition, Dr.Swamy has also catalogued a list of offences prima facie committed by Ms.Sonia Gandhi since 1974 which shows that she is an habitual offender who deserves to be prosecuted and punished.
    For Janata Party
    (Pran Nath Mago)
    PA to Dr.Swamy

    লিন্ক এখানে

    এ বিষয়ে Huffingtonpostএ Cleo Paskal লিখছেন

    On April 15, former Law and Justice Minister and Harvard Professor Dr. Subramanian Swamy asked Prime Minister Manmohan Singh for leave to lay corruption charges against Sonia Gandhi. In a meticulously researched 200+ page submission Dr Swamy alleges Sonia Gandhi has been involved in corruption in India since 1972 and personally benefited from the Bofors scam (1986), has held billions in non-Indian bank accounts since at least 1991, illegally profited from the Iraqi oil-for-food deals (2002), and even accessed KGB payoffs during the Cold War.

    The Prime Minister has three months to decide whether or not to grant sanction to prosecute. If he doesn’t, Dr. Swamy can take the case directly to the Supreme Court, which under Chief Justice Kapadia is showing a definite proclivity towards facilitating corruption cases.

    While, so far, the corruption cases in India have caught up some pretty big fish, if charges are laid against Sonia Gandhi, it won’t just be part of a wave, it will be a sea change.

    বিস্তারিত পড়ুন : World’s #9 Most Powerful Person Now Accused of Corruption — Will She Fall?

  30. Pingback: মুক্তাঙ্গন | আসাম : ডি-ভোটার নির্দেশের কোনও আইনি বৈধতা নেই | মাসুদ করিম

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.