আগামী ১৬ জুন নোবেল ফাউন্ডেশন এক বিলম্বিত অনুষ্ঠানের মাধ্যমে ১৯৯১ সালের নোবেল শান্তি পুরস্কার তুলে দেবেন সু কি’র হাতে। সেই অনুষ্ঠানে যোগ দিতে ও তার পূর্বাপর ইউরোপ সফরের উদ্দেশ্যে আজ রেঙ্গুন ছাড়বেন সু কি। বর্তমানে বার্মার রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম-রাখাইন বৌদ্ধ যেদাঙ্গা হচ্ছে তা পেছনে ফেলে ইউরোপ সফর এবং সফর শেষে দেশে ফিরে আসাই এখন তার মূল লক্ষ্য, তাই দায়সারা মন্তব্যের চেয়ে বেশি কিছু বলছেন না তিনি। অথচ ৩ জুন ২০১২তে বাস থামিয়ে যে দশ জন মুসলিমকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে আট জনই ছিলেন রেঙ্গুনের মুসলমান যারা রাখাইন প্রদেশে তবলিগি চিল্লা শেষে নিজেদের বাড়িতে ফিরছিলেন। রাখাইন বৌদ্ধরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ২৮ মে ২০১২তে রাখাইন এক মেয়েকে কয়েকজন রোহিঙ্গা মুসলিমের ধর্ষণ ও পরবর্তীতে খুনের রেশ ধরে।
বার্মার রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানেরা ২০১০ সালে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং কথা ছিল সেনাবাহিনী সমর্থিত দলের প্রার্থীকে ভোট দিলে তাদেরকে বার্মার জাতীয়তাও দেয়া হবে। কিন্তু আজ পর্যন্ত এবিষয়ে কোনো তৎপরতা থাইন সাইন সরকারের মধ্যে দেখা যায়নি। রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সন্ত্রাসবাদী আছে এটা ঠিক, কিন্তু সাধারণ রোহিঙ্গা মুসলমানরা তো সন্ত্রাসবাদী নয়। সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে সাধারণ রোহিঙ্গা মুসলমানদের জাতীয়তা দেয়ার প্রশ্নে সু কি’র কোনো স্পষ্ট অবস্থান এখনো আমাদের চোখে পড়েনি।
জাতিসংঘ ও হিউম্যান রাইট ওয়াচ বাংলাদেশকে বলছে বাংলাদেশের সীমান্ত রোহিঙ্গা সাধারণ শরণার্থী মুসলমানদের জন্য শিথিল করে দিতে। কিন্তু জাতিসংঘ ও হিউম্যান রাইট ওয়াচ নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত সু কি’কে কেন বলছে না, রাখাইন প্রদেশেই এই শরণার্থীদের জন্য জাতিসংঘ ক্যাম্প সৃষ্টিতে সহায়তা করতে? জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থা যদি এরকম ক্যাম্প সৃষ্টি করতে পারে তাহলে সেই ক্যাম্পে যাবতীয় সাহায্য সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত থাকবে। এবং বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরও পর্যায়ক্রমে সেই ক্যাম্পে স্থানান্তরিত করতে নীতিগত সহায়তা চাইবে। আর যদি এর জন্য জাতিসংঘের শান্তি মিশন প্রয়োজন হয় সেক্ষেত্রেও বাংলাদেশ সাড়া দেবে।
আর এই সবকিছু সম্ভব সু কি যদি এবিষয়ে নিজেকে জড়াতে চান। কিন্তু সু কি’র যা অবস্থা তাতে তো শুধু এটাই মনে হচ্ছে তিনি নোবেলে ও সংসদে আটকা পড়ে গেছেন।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৫৯ comments
হিমু - ১৪ জুন ২০১২ (৫:৫৯ পূর্বাহ্ণ)
সু চিকে সামাজিক ব্যবসায় দেখতে চাই।
মাসুদ করিম - ১৪ জুন ২০১২ (১২:২৩ অপরাহ্ণ)
তিনি হয়ত সামাজিক রাজনীতিতে আগ্রহ দেখাবেন। অথবা, শুনেছি তার লেখার হাত খুব ভাল, তিনি সামাজিক ফিকশনেও আগ্রহী হতে পারেন।
নীড় সন্ধানী - ১৪ জুন ২০১২ (১২:৫৪ অপরাহ্ণ)
সুকি বন্দীদশা থেকে মুক্তি পেয়ে নিন্ম পরিষদের কিছু আসনে বিজয়ী হলেও, সেটা মিয়ানমারের ক্ষমতার অংশীদারিত্বের কোন গননার মধ্যেই পড়ে না। তাই বর্তমান এই সংকট বিষয়ে সুকির কাছ থেকে উল্লেখযোগ্য কিছু আশা করা অনুচিত। জাতিসংঘ বাংলাদেশকে অনুরোধ না করে মিয়ানমারের ক্ষমতাসীন সরকারকে কিছু বলছে না কেন সেটাই বিস্ময়কর।
মাসুদ করিম - ১৪ জুন ২০১২ (১:১২ অপরাহ্ণ)
হ্যাঁ, সেবিস্ময়েরই কোনো কূলকিনারা এখনো পাওয়া যাচ্ছে না।
রায়হান রশিদ - ১৫ জুন ২০১২ (৬:০৮ পূর্বাহ্ণ)
শান্তিতে নোবেল পাওয়ার পূর্ব শর্ত হল নিজ দেশের জনগণের সাধারণ অশান্তি-দুশ্চিন্তার ইস্যুগুলোতে না জড়ানো। জড়িয়েছেন তো মরেছেন, নোবেল আর আপনার এই জিন্দেগীতেও পাওয়া হবে না। আমাদের বুঝতে হবে – যাদের কপালে বিশ্ব শান্তির তিলক, যারা পৃথিবীর, যারা শোনাবেন কালের যাত্রার ধ্বনি, তাদের এই সব সাধারণ বিষয়ে জড়িত হওয়া একেবারেই মানায় না।
মাসুদ করিম - ১৫ জুন ২০১২ (১১:৫৪ পূর্বাহ্ণ)
পুরস্কার একটা স্বীকৃতি, কিন্ত এই বিশেষ পুরস্কারকে দেবতায়ন করা হল কেন? এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন।
মাসুদ করিম - ১৫ জুন ২০১২ (১১:৫০ পূর্বাহ্ণ)
রোহিঙ্গারা ফিরিঙ্গিদের মতো, আরবি সওদাগররা আরাকানে ব্যবসা করত – তাদের ও স্থানীয় আরাকানিদের সম্পর্কের ফলে রোহিঙ্গাদের উদ্ভব। ফিরিঙ্গিদের জাতীয়তা দিতে তো উপমহাদেশের কোথাও সমস্যা হয় না, রোহিঙ্গাদের জাতীয়তা দিতে বার্মার সমস্যা হচ্ছে কেন? সৌদি আরবে গিয়ে দেখেছি রোহিঙ্গাদের খুব কদর, ব্রিটেনে কি ফিরিঙ্গিদের খুব কদর হয়?
মাসুদ করিম - ১৫ জুন ২০১২ (৭:৪৯ অপরাহ্ণ)
আইএলও-তে আজকের সংবাদ সম্মেলনটি চূড়ান্ত পরিশ্রান্তির কারণে বমির প্রবণতা নিয়ে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হল সু কি’কে। সেখানে রোহিঙ্গা-রাখাইন দাঙ্গা ও বার্মা রাষ্ট্রের ভূমিকা নিয়ে তার বলা কথাগুলো ঠিক বোঝা গেল না।
বিস্তারিত পড়ুন : Rakhine Conflict Highlights Law Concerns।
মাসুদ করিম - ১৬ জুন ২০১২ (১:৫৯ অপরাহ্ণ)
বার্মার কাচিন প্রদেশের সীমান্ত আছে চীন ও ভারতের সাথে। সেখানেও জাতিগত দাঙ্গার ইতিহাস অনেক দিনের, সেখানে কিন্তু দাঙ্গায় আক্রান্তরা দেশের ভেতরের ক্যাম্পেই অবস্থান করছে। যে ক্যাম্পগুলোকে বলা হয় Internally Displaced People (IDP) ক্যাম্প। কোন আন্তর্জাতিক সংস্থা চীন বা ভারতকে বলেনি দাঙ্গায় আক্রান্তদের শরণার্থী হিসাবে জায়গা করে দিতে। তাহলে রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের প্রতি এই আব্দার কেন? আরাকান প্রদেশের দাঙ্গায় আক্রান্ত রোহিঙ্গাদের Internally Displaced People (IDP) ক্যাম্পে রাখতে অসুবিধা কোথায়?
ফেরদৌস আহমেদ - ১৯ জুন ২০১২ (২:০৪ পূর্বাহ্ণ)
রোহিঙ্গারা যে আরব বণিকদের বংশোদ্ভুত এটার আদৌ কোন সত্যতা আছে কি? ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখলে তারা তো চট্টগ্রামবাসীদেরই সবচেয়ে কাছের বলে মনে হয়। চট্টগ্রাম অঞ্চলটা দীর্ঘদিন পর্যন্ত আরাকান রাজ্যের অংশ ছিল, যতদূর জানি শায়েস্তা খানের সময়ে সতের শতকে মুঘলরা আরাকানিদের হঠিয়ে চট্টগ্রাম নিজেদের দখলে নেয়। তার পূর্ব থেকেই আরাকান অঞ্চলে কৃষিকাজ,ব্যবসাসহ নানারকম কাজে চট্টগ্রামের লোক আরাকানে গিয়ে বসত করেছে, একইওভাবে আরাকানিরাও কক্সবাজার, পটুয়াখালিতে স্থায়ী বসতি গড়েছিল। রোহিঙ্গাদের আরব বংশোদ্ভুত বলাটা ঐতিহাসিক এবং বৈজ্ঞানিকভাবে কতটুকু সঠিক? তবে এই প্রশ্নটা করার মানে এই না যে আমি রোহিঙ্গাদের উপর দীর্ঘকাল ধরে চলে আসা বৈষম্য এবং নিপীড়ণকে সমর্থণ করছি। রোহিঙ্গারা তো আরাকানকে অখণ্ড পাকিস্তানের অংশ করার জন্য জিন্নাহর কাছে প্রস্তাবও করেছিল বলে জানি, যদিও কায়েদে আজম ওদের ব্যাপারে উৎসাহী ছিলনা।
মাসুদ করিম - ১৯ জুন ২০১২ (১০:১৫ পূর্বাহ্ণ)
রোহিঙ্গারা আরব সওদাগরদের আরাকানে বসবাসরত স্থানীয়দের সাথে সংসার করার ফলে উদ্ভূত জনগোষ্ঠি : এটা রোহিঙ্গাদেরই দাবি। কিন্তু বার্মার অন্যান্য অঞ্চল বিশেষত রেঙ্গুনবাসীরা এটা সমর্থন করে না। তাদের মতে আবার আরব সওদাগরেররা রেঙ্গুনে ব্যবসা করতে এসেছিল, আরাকানে না। এবিষয়ে ভাল বই খুঁজে পাওয়া একেবারে অসম্ভব, গত বছরের শুরু থেকে আজ পর্যন্ত আমি কোনো ভাল বই খুঁজে পাইনি।
আর ক্রসদের ক্ষেত্রে স্থানীয় ভাষা পরিবর্তন হয় না। ফিরিঙ্গিরা বাংলা ও ইংরেজি দুভাষাতেই কথা বলে। আর মগরা, যাদের মধ্যে পর্তুগিজদের ক্রস আছে বলা হয় তারাও যারা এখনো বাংলাদেশে আছে তারা বাংলাতেই কথা বলে এবং আরাকানি মগরা আরকানিতেই কথা বলে।
চট্টগ্রাম বাংলার স্বাধীন সুলতানদেরই ছিল। চট্টগ্রামের রাজা ছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ। আরাকানের রাজাই বার্মা রাজার আক্রমণে রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন। সেই নির্বাসিত আরাকানি রাজা মিন সোয়া মুন (Min Sowa Mun) জালাল উদ্দিন মোহাম্মদ শাহের সহযোগিতায় ১৪৩০ সালে তার রাজ্য ফিরে পেয়েছিলেন বলেই আরাকান রাজসভায় চট্টগ্রামের বিরাট প্রভাব ছিল। পরবর্তীতে পর্তুগিজ জলদস্যু ও আরাকানিজ মগদের দৌরাত্মে চট্টগ্রামে আরাকানি দখলদারিত্ব চলতে থাকে। চট্টগ্রাম থেকে আরকানি মগদের বিতাড়ন করে চট্টগ্রামকে মোগল শাসনে নিয়ে আসেন শায়েস্তা খান ১৬৬৬ সালে।
মাসুদ করিম - ২১ জুন ২০১২ (১২:১৪ পূর্বাহ্ণ)
মুহম্মদ নুরুল হুদার এলেখাটি থেকে রোহিঙ্গা বিষয়ে অনেক কিছু জানা গেল।
বিস্তারিত পড়ুন : রোহিঙ্গার ঘর: কম জরুরী নয় নাগরিকতা।
মাসুদ করিম - ১৪ জুলাই ২০১২ (২:৪৪ অপরাহ্ণ)
বার্মার প্রেসিডেন্ট সংস্কারবাদী হতে পারেন কিন্তু তিনি ‘রোহিঙ্গা’ বিষয়ে কুসংস্কারাচ্ছন্ন।
বার্মার প্রেসিডেন্টের সাইটের সূত্রের এই খবর সেখানে আছে বার্মিজ ভাষায়, কাজেই পুরো বিবৃতিটা পড়া গেল না, যতটুকু ইংরেজি অনুবাদে উপরের খবরে পড়েছি তাতে বোঝা যাচ্ছে ‘অবৈধ’ রোহিঙ্গাদের রাষ্ট্রপতিপ্রবর গ্রহণ করবেন না এবং ‘অবৈধ’ রোহিঙ্গাদের UNHCRকেই তৃতীয় কোনো আগ্রহশীল দেশে পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে UNHCRকে। কেন? — কারণ বার্মার রাজনৈতিক সংস্কারের জন্য ও অর্থনৈতিক উন্নতির জন্য রাষ্ট্রপতিপ্রবরের এটা প্রয়োজন। এখন ‘অবৈধ’ বলতে গেলে তো ‘রাষ্ট্রহীন’ ৮,০৮,০৭৫ জন রোহিঙ্গার সবাই ‘অবৈধ’। রাষ্ট্রপতিপ্রবরের এত সখ কেন হল কে জানে? আর তারকাখ্যাতিসম্পন্ন সু কি’র ‘শান্তি’, সেটাও বা কেমন কে জানে? সংস্কার + শান্তি আমরা আমাদের দেশেই ২০০৭-২০০৮এ দেখেছি। তার ফলাফলও আমরা দেখেছি। কাজেই রাষ্ট্রপতিপ্রবর থাইন সাইন ও শান্তিবর্মন সু কি, রোহিঙ্গা ও অন্যান্য জাতিগত সমস্যা সমাধান করতে না পারলে ‘বার্মা’য় আসলেই সারা পৃথিবীর বিনিয়োগ দিয়েও কোনো কিছুই হবে না।
মাসুদ করিম - ২৫ জুলাই ২০১২ (৪:৩১ অপরাহ্ণ)
বার্মার পার্লামেন্টে সু কি’র প্রথম বক্তৃতা। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকার সংরক্ষণের আহবান।
লিন্ক এখানে ও ছবি এখানে।
রেজাউল করিম সুমন - ২৬ জুলাই ২০১২ (১:৩৩ পূর্বাহ্ণ)
openDemocracy-তে ইসহাক মিয়া সোহেলের লেখা : ‘The plight of Rohingyas in Myanmar, the international community and Aung Sung Suu Ky’
মাসুদ করিম - ১৬ আগস্ট ২০১২ (৩:০০ অপরাহ্ণ)
রোহিঙ্গা বিষয়ে সু কি’র নীরবতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন কিছু কিছু কথা হচ্ছে।
বিস্তারিত পড়ুন : Suu Kyi’s silence on Rohingya draws rare criticism।
মাসুদ করিম - ১৬ আগস্ট ২০১২ (৩:১৭ অপরাহ্ণ)
ব্রিটিশ চ্যানেল ফোর বার্মার রাখাইন প্রদেশে রাখাইন-রোহিঙ্গা জাতিগত দাঙ্গার পরে বিরাজিত আতঙ্কজনক অবস্থা নানা বাধাবিপত্তি পেরিয়ে ক্যামেরায় ধরতে সমর্থ হয়েছে।
ভিডিও দেখুন এখানে।
মাসুদ করিম - ১৬ আগস্ট ২০১২ (৪:০২ অপরাহ্ণ)
সিরিয়ার সদস্যপদ বাতিলের জন্য ওআইসির জরুরি সভার সমাপনী বিবৃতিতে বার্মার রোহিঙ্গা নিগ্রহের ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে ঘোষণা করেছে এবং বিষয়টি জাতিসংঘের আগামী অধিবেশনে উত্থাপন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
*** অনেকেরই দেখি এখনো বার্মা রাজধানী রেঙ্গুন বলার অভ্যাস রয়ে গেছে। বার্মার রাজধানী আর রেঙ্গুন নেই।
বিস্তারিত পড়ুন : OIC will take Rohingya case to UN।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১২ (৭:২৬ অপরাহ্ণ)
সু কি এখন আমেরিকায়। ১৯ সেপ্টেম্বর ২০১২তে আমেরিকার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকারের কাছে থেকে গ্রহণ করবেন আমেরিকার কংগ্রেসের সর্বোচ্চ নাগরিক সম্মান কংগ্রেসনাল স্বর্ণপদক ( Congressional Gold Medal)[This is the highest civilian honor bestowed by the U.S. Congress, and it will be presented to Suu Kyi for her leadership and steadfast commitment to human rights and for promoting freedom, peace and democracy in her home country of Burma :US House of Representatives Speaker John Boehner]। এরপর সু কি’কে দেয়া ওবামার এক সুবিশাল পার্টিতে আমেরিকান শীর্ষ ব্যবসায়ী হলিউডের সেলিব্রেটিদের সাথে সময় কাটাবেন বার্মার গণতন্ত্রের নেত্রী। কিন্তু কী উত্তর দিবেন তিনি রোহিঙ্গাদের রাষ্ট্রবিহীন অবস্থান নিয়ে? মৌনতা? নাকি বার্মার বর্তমান প্রেসিডেন্টের মতো বলবেন, বাংলাদেশে যেহেতু জোর করে রোহিঙ্গাদের পাঠিয়ে দেয়া যাচ্ছে না তৃতীয় কোনো দেশ রোহিঙ্গাদের নিয়ে গেলেই এই সমস্যার যথার্থ সমাধান হবে? ২০১৫-এর বার্মার সাধারণ নির্বাচন পর্যন্ত চুপ করে কাটিয়ে দিতে পারবেন বার্মার গণতন্ত্রের নেত্রী ও বর্তমানে ‘বাস্তবরাজনীতি’র বৌদ্ধভোটচাতক বিরোধীদলীয় পার্লামেন্টারিয়ান?
আমেরিকার উদ্দেশ্যে যাত্রার আগে রেঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরে সমর্থক পরিবেষ্টিত সু কি
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১২ (১:০৪ অপরাহ্ণ)
aung san suu kyi on amanpour[cnn] by masudkarim
সিএনএন-এর ক্রিস্টিয়ান আমানপুরের সাথে সু কি’র সাক্ষাৎকারে এই ভিডিওটিতে রোহিঙ্গা প্রসঙ্গে কোনো প্রশ্ন নেই, জানি না মূল টিভি সাক্ষাৎকারে ছিল কিনা। এই সাক্ষাৎকারে আমানপুর ‘স্টানড’ হয়েছেন এই জেনে যে সু কি’র জেনারেলদের প্রতি দুর্বলতা আছে, আমরা ঠিকই বুঝেছি এবং সু কি’ও আমানপুরকে বুঝিয়ে বলেছেন, তার বাবা জেনারেল ছিলেন কাজেই স্বাভাবিকভাবেই তার এই দুর্বলতা আছে।
এই সাক্ষাৎকারে সু কি বলেছেন, বাণিজ্য নিষেধাজ্ঞা বার্মার অর্থনীতির কোনো ক্ষতি করেনি, ঠিক সিদ্ধান্ত ছিল কিন্ত এখন নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেয়া প্রয়োজন। আরো বলেছেন, তিনি সামনের দিনগুলোকে যে বার্মার ‘গোল্ড রাশ’ বলা হচ্ছে তিনি এর সাথে একমত নন, তিনি অনেক বেশি বিনিয়োগকে জনগণ ও পরিবেশবান্ধব দেখতে চান। দেখা যাক শেষ পর্যন্ত।
মাসুদ করিম - ১৩ নভেম্বর ২০১২ (৯:৪১ পূর্বাহ্ণ)
গতমাসের শেষ দিন ভারতের ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’র নিরুপমা সুব্রামানিয়ান বার্মার রাজধানীতে সু কি’র একটি সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল এসপ্তাহে সু কি’র ভারত সফরের আগে এই সফরকে তিনি কিভাবে দেখছেন এবং বার্মার বর্তমান সামগ্রিক পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করা। নিরুপমা সুব্রামানিয়ান সু কি’কে রোহিঙ্গা প্রসঙ্গে প্রশ্ন করেছেন, এবং সু কি সবসময়ে এপ্রসঙ্গে যা বলেন তাই বলেছেন ‘আইনের শাসন জারি’ করতে হবে, এবার শুধু বার্মার বর্তমান শাসকরা যেভাবে বলেন রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে তাকেই তিনি একটু অন্যভাবে বললেন — এটা বার্মা-বাংলাদেশের অনেক দিনের সীমান্ত সমস্যার ফল। রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে তিনি একটা কথাও বলেননি এবং নিরুপমা সুব্রামানিয়ানও তাকে এপ্রসঙ্গে টেনে আনার চেষ্টা করেননি।
লিন্ক : ‘Let’s not be over-optimistic about Burma’।
মাসুদ করিম - ২০ নভেম্বর ২০১২ (২:৫৩ অপরাহ্ণ)
ভারত সফরের আগে দেয়া এই সাক্ষাৎকারের কথাগুলোই বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশের দাঙ্গা নিয়ে সু কি’র শেষ কথা। দুই সম্প্রদায়েরই দোষ আছে বলছেন দুই সম্প্রদায়েরই ন্যায্য অভিযোগ আছে বলছেন, কিন্তু সরাসরি একবারও বলছেন না শতবছর ধরে বসবাস করেও এক সম্প্রদায়ের নাগরিকত্বই নেই। এনডিটিভি’র সাক্ষাৎকারে নতুন কিছু আর বলেননি, শুধু কথায় কথা বাড়ে এই সূত্রে ‘তারা-আমরা’, ‘দুই দেশ’, ‘দুই সম্প্রদায়’, ‘বিশাল আন্তর্জাতিক ট্র্যাজেডি’ এই মেরুকরণ নিয়ে ব্যস্ত থেকেছেন এবং বোঝাতে চেয়েছেন তিনি কোনো পক্ষ নিতে পারেন না, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই সমস্যা সমাধানের পথে অগ্রসর হওয়া যাবে। তার মানে তিনি একথাগুলোই আগামীতে অনবরত বলবেন নিত্যনতুন মেরুকরণও বের করবেন কিন্তু ‘নিরপেক্ষ’ থাকবেন। এটাই অসাধারণ, ভাল কথা বলতে জানলে অনায়াসে আসলে এটাই করা যায় — মেরুকরণের পর মেরুকরণ করব, কিন্তু আমি নিরপেক্ষ!
এনডিটিভির সাথে সাক্ষাৎকারের সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট পড়ুন এখানে।
মাসুদ করিম - ৮ নভেম্বর ২০১২ (৭:৫৬ অপরাহ্ণ)
একুশতম আসিয়ান শীর্ষ সম্মেলন হবে ১৮, ১৯ নভেম্বর কম্বোডিয়ায় — সেউপলক্ষে ওবামার কম্বোডিয়া সফরের সময়ই প্রথমবারের মতো বার্মা সফর করবেন ওবামা এমনই আশায় দেশটি নাকি ওবামাকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো শোনা যায়নি যদিও কিন্তু এই খবর নিয়ে উদগ্রীব বার্মার প্রশাসন। যদিও মানবাধিকার কর্মীরা বলছেন, এসময় ওবামার বার্মা সফর হবে ‘অকালপক্ক’ — কারণ এধরনের সফর সম্ভব করার জন্য বর্তমান প্রেসিডেন্ট থাইন সাইনের এখনো অনেক সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়ন বাকি এবং সেসাথে বার্মার সরকারের সেদেশের নানা জাতিগত সহিংসতা প্রতিরোধেও কোনো গুরুত্বপূর্ণ প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না।
বিস্তারিত পড়ুন : Myanmar says Obama to visit later this month।
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১২ (১:১৭ অপরাহ্ণ)
ওয়াশিংটন ওবামার বার্মা সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
মাসুদ করিম - ১৮ নভেম্বর ২০১২ (১০:৪৬ পূর্বাহ্ণ)
স্যাটেলাইট ইমেজ বলছে গত অক্টোবরের শেষদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বার্মার আরাকান প্রদেশের রোহিঙ্গাদের উপর।
Yan Thei Village, Mrauk-U Township: Pre-attack View of Village
Yan Thei Village, Mrauk-U Township, on 11 February 2012. Pre-attack view of village in satellite image.
Damage Analysis: Human Rights Watch; Image © DigitalGlobe 2012; Source: EUSI
Yan Thei Village, Mrauk-U Township: Post-attack View of Village
Yan Thei Village, Mrauk-U Township, on 3 November 2012: Post-attack view of village in satellite image with annotated building damages.
Damage Analysis: Human Rights Watch; Image ©: DigitalGlobe 2012; Source: EUSI
বিস্তারিত পড়ুন : Burma: Satellite Images Show Widespread Attacks on Rohingya।
আর ভারত সফরে সু কি কলের মতো বলে যাচ্ছেন ‘রোহিঙ্গা’ ইস্যু ‘huge international tragedy’ কেন ‘বিশাল আন্তর্জাতিক ট্র্যাজেডি’ তার ব্যাখ্যা অবশ্য তিনি আজো বলছেন না।
মাসুদ করিম - ২৪ ডিসেম্বর ২০১২ (১২:৩৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ ডিসেম্বর ২০১২ (১:২০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৬ ডিসেম্বর ২০১২ (১২:৩১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৬ মার্চ ২০১৩ (২:২৯ অপরাহ্ণ)
রোহিঙ্গাদের বার্মার নাগরিকত্ব প্রদানের বিষয়ে সু কি’র সাম্প্রতিক অবস্থান এখনো স্পষ্ট নয়, তিনি বলেছেন, এটা বার্মা সরকারের আভ্যন্তরীন ব্যাপার এবং বার্মা সরকারের উচিত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কথা শোনা এবং নাগরিকত্বের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা। তার উল্লেখিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা হলেন তারই মতো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত মুহম্মদ ইউনূস, ডেসমন্ড টুটু ও হোসে রামোস হোর্তা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন ডেসমন্ড টুটু, তিনি বলেছেন, বার্মার অবশ্যই ‘নতুন বর্ণবাদ’ থেকে দূরে থাকা উচিত — ‘স্বাধীনতা নির্যাতনের চেয়ে সাশ্রয়ী’ এই আইডিয়া নিয়ে পথ চলা উচিত। অবশ্য টুটু এটাও বলেছেন, গ্লোবাল আইকন ও রাজনৈতিক ব্যক্তিত্ব এই দুইয়ের টানাপোড়েনেই হয়তো সু কি রোহিঙ্গাদের নিয়ে স্পষ্ট অবস্থানে যেতে পারছেন না।
তবে এখানে সু কি’র অবস্থান এখনো স্পষ্ট না হলেও এটা স্পষ্ট বোঝা গেল উনি শুধুমাত্র নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন এমন লোকেরা কথা বললেই তাকে কিছুটা তোয়াক্কা করেন। একথা মাথায় রেখেই হয়তো বার্মার বর্তমান প্রেসিডেন্ট থাইন সাইনকেও এবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার চেষ্টা চলছে।
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১৩ (১২:১৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২০ মে ২০১৩ (৭:১৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ মে ২০১৩ (২:৫৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৬ মে ২০১৩ (১১:২২ পূর্বাহ্ণ)
রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিয়ে প্রতি রোহিঙ্গা দম্পতিসহ বার্মিজ সব মুসলিম দম্পতির সন্তান নেয়ার সীমা দুই-এ বেঁধে দেয়াতে উত্তেজনা কমবে আশা করছে বার্মা প্রশাসন, এবিষয়ে এখনো সু কি’র কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং পাওয়া যাবেও না সম্ভবত। কিন্তু ঠিক তো হত, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে বার্মার সব নাগরিকের সন্তান নেয়ার সীমা দুই-এ বেঁধে দেয়া এবং প্রয়োজনে বার্মার সব নাগরিকেরই বহুবিবাহ বন্ধ করে দেয়া। কিন্তু একটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট জনজাতি ও একটি নির্দিষ্ট ধর্মালম্বীদের সন্তান নেয়ার সীমা এভাবে বেঁধে দেয়া কি ওই জনজাতি ও ধর্মালম্বীদের আরো বিপন্ন করে তোলে না?
মাসুদ করিম - ২৭ মে ২০১৩ (৫:৫৩ অপরাহ্ণ)
না, সু কি এবার রোহিঙ্গা জনজাতি বা বার্মিজ মুসলমানদের সন্তান নেয়ার সীমা দুইয়ে বেঁধে দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
মাসুদ করিম - ২৭ মে ২০১৩ (২:৪০ অপরাহ্ণ)
শিশু-কিশোরদের রঙপেন্সিলের ড্রয়িং-এ প্রকাশিত বার্মায় জাতিগত ও ধর্মীয় সন্ত্রাসের তাড়া-করে-ফেরা ভয়ের ছবি।
মাসুদ করিম - ২৯ মে ২০১৩ (১:০১ অপরাহ্ণ)
বার্মায় বৌদ্ধ মুসলমান সংঘাত এবার শুরু হয়েছে মাদকসাম্রাজ্য ‘শান’ প্রদেশে। এপ্রদেশটির দীর্ঘ সীমান্ত আছে চীনের সাথে এবং বার্মার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ইউনাইটেড ওয়া স্টেট আর্মি’র এপ্রদেশে রয়েছে দৃঢ় অবস্থান। এখানে বৌদ্ধ মুসলমান সংঘাতের খবরটি খুবই উদ্বেগজনক এজন্য যে, এপ্রদেশে বর্তমান গণতন্ত্রের পথে সংস্কারবাদী সামরিক রাজনৈতিক সরকারের প্রভাব খুবই কম। বলতে গেলে, এই সংঘাতের শুরু এমন একটা সময়ে যখন কিনা আবার বিদ্রোহী ‘ইউনাইটেড ওয়া স্টেট আর্মি’ শান প্রদেশে নিজেরদের স্বাধীন ভূখণ্ডের জন্য পূর্ণ্যোদ্যমে অস্ত্রে শান দিতে শুরু করেছে।
মাসুদ করিম - ১ জুন ২০১৩ (১১:০৩ পূর্বাহ্ণ)
Myanmar Anti-Muslim Violence Fueled By 969 Radical Buddhist Movement[http://m.huffpost.com/us/entry/3366863]
LASHIO, Myanmar — When a huge mob of Buddhist thugs crawled on the roof of Ma Sandar Soe’s shop, doused it with gasoline and set it ablaze, the Buddhist businesswoman didn’t blame them for burning it to the ground despite seeing it happen with her own eyes.
Instead, her wrath was reserved for minority Muslims she accused of igniting Myanmar’s latest round of sectarian unrest.
মাসুদ করিম - ২১ জুন ২০১৩ (৪:২৪ অপরাহ্ণ)
বিশ্ব থেকে বিচ্ছিন্ন সামরিক জান্তা আর বৌদ্ধ ভিক্ষুদের বার্মা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনের পরপরই চরমপন্থী বৌদ্ধ অনুশাসন ও সন্ত্রাস নিয়ে আমাদের সামনে এসেছে। ৯৬৯ — বুদ্ধ, বৌদ্ধ ধর্মীয় কর্মকাণ্ড ও বৌদ্ধ গোষ্ঠীবদ্ধতার প্রতীক — এমনটিই বলছে বৌদ্ধ ভিক্ষুরা, কিন্তু ৯৬৯ — এখন বার্মিজ বৌদ্ধত্ববাদের প্রতীক, চরমপন্থার প্রতীক, সন্ত্রাসবাদের প্রতীক — এবং বার্মিজ ভিক্ষুদের প্রায় অর্ধেক এখন এই ৯৬৯ সংঘের অনুসারী এই সংঘের প্রসারের নিবেদিতপ্রাণ কর্মী। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে এই হিংসা ও চরমপন্থা ছড়ানো হচ্ছে সারা দেশে শিশু কিশোরদের মধ্যে ‘রবিবারের ধর্মশালা’র মধ্য দিয়ে, কমিউনিটি সেন্টারের মাধ্যমে এবং ধর্মকথার নামে হিংসাত্মক ডিভিডি প্রচারের মাধ্যমে। বিস্তারিত পড়ুন : এখানে।
মাসুদ করিম - ৯ অক্টোবর ২০১৩ (৬:২৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৬ এপ্রিল ২০১৪ (২:১৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৯ মে ২০১৪ (১২:২৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ জুলাই ২০১৪ (১:০২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩১ আগস্ট ২০১৪ (১২:২৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৫ অক্টোবর ২০১৪ (৫:৪০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৩ নভেম্বর ২০১৪ (১:২৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৮ মে ২০১৫ (১০:০৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৮ জুন ২০১৫ (১২:১৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৮ জুলাই ২০১৫ (১:১৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১০ নভেম্বর ২০১৫ (৮:১৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩০ মার্চ ২০১৬ (৩:১৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৬ (৩:১৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩ ডিসেম্বর ২০১৬ (৭:৫২ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১৭ (১২:১৬ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১৭ (২:০১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১৭ (২:২০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ অক্টোবর ২০১৭ (১:২৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ অক্টোবর ২০১৭ (১০:৩২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৬ ফেব্রুয়ারি ২০১৮ (৫:৪৪ অপরাহ্ণ)
vardenafil - ১৭ ডিসেম্বর ২০২০ (৭:১৪ অপরাহ্ণ)
Accustomed Information Fro this product
levitra: https://levitrahill.com/# levitra