এই বিদঘুটে শিরোনাম কার জন্য দাগা হয়েছে সবাই নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, হ্যাঁ, পদ্মা সেতুর মতো আর কে আছে যার জন্য এমন বিদঘুটে শিরোনাম দাগা যায়? এবার, আমি কেন এরকম বিদঘুটে শিরোনাম দাগলাম? আমি না জানি সংস্কৃত না জানি অর্থনীতি কিন্তু সবসময় অর্থনীতির ধ্রুপদী সংস্কার নিয়ে কথা বলি। তাহলে, আমি ছাড়া আর কে আছে যার মন থেকে এমন বিদঘুটে শিরোনাম বের হবে? কিন্তু এই বিদঘুটে শিরোনামের উদ্দেশ্য কী? এই আরেক আকাশকুসুম কল্পনা – ভাবছি এই বিদঘুটে শিরোনামের মন্ত্রপুত হয়ে সরকার পদ্মা সেতুর মতো প্রকল্প নিয়ে আরো সাবধানতা অবলম্বন করবে। ভয় পাবেন না, বিচি অনেক বেশি হয়ে গেলেও, কাঁকরোলটা ছোটই হবে।
পদ্মা সেতু এমন কোনো প্রকল্প নয়, যে তা এখনই এই মুহূর্তে যেকোনো উপায়ে করে ফেলতে হবে। পদ্মা সেতু এক সুবিশাল প্রকল্প, এই প্রকল্প সম্পন্ন করতে কোনো একটি কারণে বা কোনো বিবিধ কারণে যদি প্রকল্প ব্যয় অস্বাভাবিক বেড়ে যায়, তাহলে মুদ্রাস্ফীতির ধারায় থাকা বর্তমান অর্থনীতির মুদ্রাস্ফীতির সূচক কোথায় গিয়ে দাঁড়াবে তার খেয়াল আছে আমাদের? যদি খেয়াল থাকে তাহলে রোগনির্ণয় তো হয়ে গেল, এবার চিকিৎসার ব্যবস্থা করলেই হয়। চিকিৎসা কী? একটাই। যেখান থেকে যেভাবে টাকা আসুক, সেটা আসতে হবে, আর সরকারকে সম্ভব সবগুলো উপায় পর্যালোচনা করে কোন ফাইনান্সিয়াল প্রস্তাবটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করবে ও প্রকল্পের ঋণপ্রবাহের সুদকে সর্বনিম্নে বেঁধে রাখবে এবং শেষ পর্যন্ত এই প্রকল্পের প্রান্তিক ভোক্তাদের সবচেয়ে কম সেবামূল্যে সেতুটির সেবা ব্যবহার করার সুযোগ দেবে – এই ভাবনাগুলো সর্বাধিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া। চারিদিক দিক থেকে শুধু শোনা যাবে, পারে নাই – পারবে না। কিন্তু সরকারকে ভাবতে হবে এই প্রকল্প যেন মুদ্রাস্ফীতির বাঁধ ভেঙ্গে না দেয়। এবং এই ভাবনার সফলতায় যখন পদ্মা সেতু হবে তখন ‘পারে নাই – পারবে না’দের মুখ বন্ধ হয়ে যাবে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১৩ comments
নুর নবী দুলাল - ৩ মার্চ ২০১২ (১০:১৮ অপরাহ্ণ)
আপনার মত এত সোজা চিন্তা আমাদের রাজনীতির কর্তা ব্যক্তিরা যদি করতে পারতো, দেশটা আর অভাগা থাকত না।
মাসুদ করিম - ২৪ জুলাই ২০১৩ (১২:৩৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ জুলাই ২০১৩ (১:৫৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১৪ (৯:২৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৯ মার্চ ২০১৫ (১২:০৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১৫ (৩:০৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১৫ (১১:৪১ পূর্বাহ্ণ)
Replying to critics, the governor said the government is constructing the Padma Bridge from its own resources. “The Bangladesh Bank will always be there with the government in implementing any infrastructure project if necessary. The BB can easily spend US$ 6-7 billion from its reserve if it serves the interest of people.”
মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১৫ (১১:০৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৩ ডিসেম্বর ২০১৫ (৯:২৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৬ ডিসেম্বর ২০১৫ (২:৩০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ মার্চ ২০১৬ (৫:০৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ অক্টোবর ২০১৬ (৩:২২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ ফেব্রুয়ারি ২০১৭ (৬:৪০ অপরাহ্ণ)
Canadian court finds no proof of Padma Bridge bribery conspiracy