[পোস্টের শিরোনাম ঈষৎ বদলে নেয়া হল]
পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যস্ফীতি – বিডিআর নিয়ন্ত্রিত ‘অপারেশন ডালভাত’ – উঁচু পর্যায়ে অফিসারদের সেখান থেকে আখের গোছানোর অভিযোগ – সেই সাথে সাধারণ বিডিআর সদস্যদের বেতন-ভাতা ইত্যাদি নিয়ে দীর্ঘকালীন বঞ্চনাপ্রসূত ক্ষোভ – পিলখানা ক্যাম্পে গোলাগুলি – ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন - সেনাবাহিনী বিডিআর মুখোমুখি – জিম্মি ঊর্ধ্বতন অফিসাররা – হতাহতের সংখ্যা অনিশ্চিত - সমঝোতা আলোচনা – দাবি-দাওয়া বিবেচনার এবং তা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস – অস্ত্র সমর্পণের আহ্বান – সাধারণ ক্ষমা ঘোষণা – অস্ত্র সমর্পণ – আটকে পড়া নারী ও শিশুদের সরিয়ে নেয়া হচ্ছে – পুলিশ বাহিনীর সদস্যরা পিলখানায় প্রবেশ করে দায়িত্ব বুঝে নিচ্ছেন - মৃতদেহের তন্ন তন্ন অনুসন্ধান চলছে . . .
জরুরী: উপরের ঘটনাক্রমের আপডেট ছাড়া এই পোস্টটি মূলতঃ লেখা হয়েছে ঘটনার প্রথম প্রহরে। জরুরী তথ্য-সীমাবদ্ধতা ছিল এটি লেখার সময়। তাই পাঠকের প্রতি বিনীত অনুরোধ থাকবে সেটি আমলে নেয়ার জন্য।
ঘটনার সাম্প্রতিকতা বিবেচনায় এসব প্রশ্নের উত্তর এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। সবাই মিলে এসব প্রশ্নের পাশাপাশি আরও নতুন সব প্রশ্ন তুলে আনার এবং সে সবের উত্তর খোঁজায় মনোনিবেশের সময় এখন।
[কোনো সুনির্দিষ্ট ক্রম অনুসরণ করা হয়নি এখানে]
– ব্যারাক এলাকায় যেসব নারী, শিশু এবং বেসামরিক নাগরিক আটকা পড়েছেন, তাঁদের অবস্থা কী? – আহত এবং অসুস্থরা কি পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছেন?
– ঘটনার অন্তরালে অন্য কোনো ঘটনা নেই তো? – পরিকল্পিত না স্বতঃস্ফূর্ত? - ঠিক আজই এখনই কেন এই বিদ্রোহ? - তিন বছর বা ছয় মাস আগে নয় কেন? – এটি অন্য কোনো ঘটনা থেকে জনতার মনোযোগ সরানোর প্রয়াস নয় তো (দেশ যখন যুদ্ধাপরাধের বিচারের কথা ভাবছে)?
– ‘৭৫-এ এমনই এক সিপাহি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সাধারণ সিপাহিদের বঞ্চনাকে সামনে তুলে ধরে, যা পরবর্তীকালে জেনারেল জিয়ার উত্থান, কর্নেল তাহের এবং মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যার মধ্য দিয়ে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল; তেমন কিছুরই পুনরাবৃত্তি হবে না তো?
– যেসব বিডিআর সদস্যকে ঘটনার জন্য ঢালাও সাধারণভাবে ক্ষমা করেছে সরকার, সেটি (সাধারণ ক্ষমা) ভবিষ্যতে ঠিকভাবে মানা হবে তো? নাকি ঘটনা কিছুটা স্তিমিত হয়ে এলেই তারা সম্মুখীন হবেন প্রতিশোধমূলক হয়রানি এবং নির্যাতনের? – সাধারণ ক্ষমা ঘোষণা ছাড়া অন্য কি কি বিকল্প পথ খোলা ছিল পরিস্থিতির দ্রুত নিরসন এবং জানমাল রক্ষার স্বার্থে? – সাধারণ ক্ষমার এই ঘোষণা কি দীর্ঘমেয়াদি অর্থে কোনো নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো? – ‘সাধারণ ক্ষমা’র ঘোষণা কি শুরু থেকেই শর্ত সাপেক্ষ (যেমন: নিঃশর্ত ক্ষমা কেবল তখনই করা হবে যদি বেঁধে দেয়া সময়ের মধ্যে সকল জিম্মিকে মুক্তি দিয়ে আত্মসমর্পন করা হয়) করা উচিত ছিল?
– ইতোমধ্যেই কয়েকজন সামরিক অফিসারের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে; সে পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরা সাধারণ ক্ষমার এই সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? – সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই সুবিচার প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এর ফলে নতুন ক্ষোভের জন্ম হওয়ার আশংকা (কারণ, নিহত, লাঞ্ছিত অনেকেরই বন্ধু ও পরিবারবর্গ রয়েছে সশস্ত্র বাহিনীতে) রয়েছে। কিভাবে সেই ক্ষোভকে স্বার্থান্বেষী মহল ব্যবহার করতে পারে অদূর ভবিষ্যতে? – ‘৭৫ এ কতিপয় জুনিয়র অফিসার (যেমন: ডালিম) এর বিচার না পাওয়া প্রসূত ক্ষোভকে পূঁজি করেছিল উচ্চাভিলাষী এবং স্বার্থান্বেষী এক মহল। সে ঘটনার জের ধরে পরবর্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তার পরিবারের সদস্যদের জীবন দিতে হয়েছিল; ঘটনার ধারাবাহিকতায় আরও পরে জীবন দিতে হয়েছিল জাতীয় চার নেতাকে। সে ধরণের কোন ঘটনার পনরাবৃত্তিরই পট কি প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে?
– সরকার ঠিক কীভাবে এই ঘটনার মোকাবিলা করছে? – সব সময় শুধু আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায়ই কেন এ ধরণের সিপাহী বিদ্রোহ/অস্থিরতার ঘটনা ঘটে থাকে? – বিরোধী দল (বিএনপি জামাত) সমর্থিত মিডিয়া এ ঘটনায় কাদেরকে এবং তার চেয়েও জরুরি ঠিক কী ভাষায় সমর্থন দিচ্ছে?
– গত আওয়ামী সরকারের সময় বিডিআর সদস্যদের একাংশ অনুমতির বাইরে গিয়ে হঠাৎ করে দানা বাধিয়ে তুলেছিল ভারতের সাথে সীমান্ত সংঘাত, যার পরিণতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছিল এবং দেশের ভেতরও রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল – সে-ঘটনার নায়কদের কি চিহ্নিত করা গিয়েছিল? কী ব্যবস্থা নেয়া হয়েছিল তাদের বিরুদ্ধে?
– বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানদের ভূমিকা বিষয়ে এই বিদ্রোহ নতুন কি সত্য উম্মোচন করে? – সেনা বাহিনী, RAB-এর একাংশ এবং তত্ত্বাবধায়ক সরকারের সরাসরি মদদ ছাড়া কি অভিযোগকৃত এই “অপারেশন ডালভাত” দুর্নীতি আদৌ সম্ভব? – সেসবের তদন্ত কবে হবে? - সকালবেলা হঠাৎ করে বিডিআর ক্যাম্প থেকে সাধারণ পথচারীদের ওপর বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে ঠিক কারা? – বিডিআর সদস্যদের বঞ্চনা নিরসনের যে আশ্বাস সরকার দিয়েছে, তা কি আসলে মানা হবে? – বিডিআর সদস্যরা সশস্ত্র বাহিনীতে বিদ্যমান যে বৈষম্যের সংস্কৃতির বিরুদ্ধে আজ সোচ্চার হলেন, তা কি প্রচলিত ব্যবস্থায় আদৌ পরিবর্তন করা সম্ভব? পরিবর্তনের যে-কোনো চেষ্টাকে সশস্ত্র বাহিনীর কায়েমি অংশ কীভাবে গ্রহণ করবেন বলে মনে হয়? – এতদিনকার বৈষম্য ও নির্যাতনের এই সংস্কৃতিকে সশস্ত্র বাহিনীর যে-অংশটি টিকিয়ে রেখেছিল এবং এর ফল ভোগ করছিল, তাদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেয়া হবে? আদৌ হবে কি? আমরা কি কিছু জানতে পারবো?
– স্বাধীনতার অব্যবহিত পরেই বিডিআর প্রতিনিধিদের সাথে শেখ মুজিবুর রহমানের এক বৈঠকে বিডিআর সদস্যরা আজ যেসব অভিযোগ তুলে ধরেছেন তারই অনেকগুলো তুলে ধরেছিলেন; সে পরিপ্রেক্ষিতে বিডিআর-এর নিজস্ব শাসন ব্যবস্থা স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দিষ্ট সংখ্যক একদল সেনা কর্মকর্তাকে (যাদের একজন মঈন উ আহমেদ) বিডিআর-এর জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছিল – সেই পর্যায়ক্রমিক উদ্যোগের পরবর্তীকালে কী হয়েছে? – বিডিআর ছাড়াও আনসার, পুলিশ, এবং সাধারণ সেনা সদস্যদের মধ্যেও এরকম একই ধরণের বঞ্চনার অভিযোগ রয়েছে কিনা? – যদি থেকে থাকে, তাহলে সেসব অভিযোগ বিদ্যমান “চেইন অব কমান্ডের” বাইরে থেকে রাজনৈতিক সরকারের কাছে তুলে ধরার কোন্র প্রক্রিয়া রয়েছে কি? – না থেকে থাকলে তা কীভাবে তৈরি করা যেতে পারে?
– আজ বিডিআর সদস্যদের বিদ্রোহ, কাল কাদের? – বিভিন্ন অভিযোগ এবং ক্ষোভ অগ্রিমভাবে মোকাবিলায় রাজনৈতিক সরকারের পদক্ষেপ কী হওয়া উচিত? – পরিস্থিতি স্তিমিত হয়ে এলে সংশ্লিষ্ট পূর্বাপর সমস্ত ঘটনার এবং অভিযোগসমূহের (দুর্নীতি, বঞ্চনা, হত্যাকান্ড, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর নিপীড়ন) তদন্তের জন্য বহুদলীয় সংসদীয় তদন্ত হওয়া কতটা জরুরি বলে ভাবছি আমরা? –
– হতাহত, নিখোঁজ, নির্যাতিত এবং লাঞ্ছিতদের পূর্ণ তালিকা তৈরী শেষ হবে কখন? সেটি জনগণের সামনে পেশ করা হবে কখন? আদৌ হবে কি?

জন্ম চট্টগ্রাম শহরে। পড়াশোনা চট্টগ্রাম, নটিংহ্যাম, এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বর্তমান আবাস যুক্তরাজ্য। ১৯৭১ সালে সংঘটিত অপরাধসমূহের বিচার প্রক্রিয়াকে সহায়তা প্রদান, এবং ১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের দাবীতে সক্রিয় নেটওয়ার্ক ‘ইনটারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম’ (ICSF) এর প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি।
