মুহিত প্রথমেই বললেন, ইউনিপের জন্য শেয়ার বাজারে ধস নেমেছে। তারপর শেখ হাসিনার অর্থ উপদেষ্টা মসিউর রহমান বললেন, শেয়ার ধসের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে-আর্থিক ক্ষতি হয়েছে তাতে তাদের প্রতি তার কোনো সহানূভুতি নেই – না জেনে না শুনে তারা শেয়ার ব্যবসা করতে এসেছে কেন? এরপর সংসদে শেখ হাসিনা বললেন তিনি শেয়ার ব্যবসা করেন না কাজেই এ ব্যবসার সব তিনি বোঝেন না তবে তিনি অনুরোধ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেন ভাল শেয়ার কম দামে বিক্রি না করেন – ধরে রাখেন – বাজার ভাল হলে ভাল দামে শেয়ার বিক্রি করতে পারবেন।
এখন গত বৃহষ্পতিবার শেয়ার কেলেঙ্কারির রিপোর্ট মুহিতের কাছে পেশ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মুহিত বলেছিলেন, অভিযুক্তদের অপরাধের প্রমাণ পাওয়া না পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না – এটা বাদ দিয়ে রিপোর্ট প্রকাশ করা হবে। কিন্তু অভিযুক্তদের নাম তো বাজারে সবাই জানে, এই রিপোর্ট প্রকাশ হওয়ার অনেক আগে থেকেই বাজার জানে কারা কারসাজি করেছে – তদন্তের মধ্য দিয়ে তো তাদের করসাজির কৌশলগুলোর চালচলন আমরা জানতে পেরেছি মাত্র। প্লেসমেন্ট শেয়ার, বুকবিল্ডিং, ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডারদের অতিমূল্যায়িত বাজারে অনেক শেয়ার বিক্রি করে দেয়া, মার্চেন্ট ব্যাংকিং-এর নামে ব্যাংকগুলোর একবোরেই অনিয়ন্ত্রিত শেয়ার ব্যবসা। সবই জানা ছিল, রিপোর্ট পেশ হওয়ার পর একটাই নতুন শব্দ আমার ভাণ্ডারে যোগ হয়েছে সেটা হল ‘Omnibus Account’ – আমরা ভেবেছিলাম সব বিনিয়োগকারী তার বিও একাউন্টেই তার শেয়ার ব্যবসার সব লেনদেন করেন – কিন্তু এখন জানতে পারলাম বড় বড় ব্যবসায়ীরা তা করেন না – তারা তাদের লেনদেনকে অস্বচ্ছ রাখতে মার্চেন্ট ব্যাংক বা শেয়ার ব্রোকার কোম্পানির ‘Omnibus Account’-এ বড় বড় লেনদেন করেন।
যাদের নাম অর্থমন্ত্রী জানতে দিতে আপাতত চাচ্ছিলেন না, তাদের নাম রিপোর্টের আগে যেমন সবাই জানত এখন রিপোর্টের পরে আরো ভাল করে জানে। কিন্তু অর্থমন্ত্রীর কাজ আরো অনেক বড় – তাকে আরো বেশি কথা বলা উচিত ‘সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন’ কীভাবে চলবে, দেশে ‘ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ হবে কি না এসব নিয়ে পরিকল্পনা তৈরির প্রথমিক কাজ শুরু করে দেয়া। আর তার যদি মনে হয় তার একার দ্বারা এই কাজ করা সম্ভব নয় তাহলে প্রধানমন্ত্রীকে বলা তাকে সহায়তা দিতে – অর্থমন্ত্রণালয়ের জন্য একটা উপদেষ্টা পরিষদ গড়ে দিতে, যে-পরিষদে ম্যাক্রো, মাইক্রো অর্থনীতি ও শেয়ার বাজার বিশেষজ্ঞের সমন্বয় ঘটবে।
আর প্রধানমন্ত্রীর আস্থাভাজন ‘সালমান ভাইরাস’কে কীভাবে মুছতে হবে সেই উপায় প্রধানমন্ত্রীকে নিজেকে ভেবে বের করতে হবে। পরপর দুই বার একই অভিযোগে অভিযুক্ত একজন মানুষকে বাঁচাতে সব দায়িত্ব শেখ হাসিনা যদি নিজের কাঁধে তুলে নেন, তাহলে ‘সালমান ভাইরাস’-এ আক্রান্ত প্রধানমন্ত্রীর দিকে হাত তুলে আমরা বলতে বাধ্য হব তিনিই এই ভাইরাসের জন্ম না দিলেও এই ভাইরাস থেকে তিনি অনেক কিছু পান তাই এই ভাইরাস থেকে পরিত্রাণের কোনো ইচ্ছাও তার নেই।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৩৯ comments
মাসুদ করিম - ১১ এপ্রিল ২০১১ (১২:২২ অপরাহ্ণ)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে : Report ‘published’।
মাসুদ করিম - ১২ এপ্রিল ২০১১ (৬:০০ অপরাহ্ণ)
বিডিনিউজ ২৪ ডট কম কি সালমান রহমানের স্বার্থ সংরক্ষণে কাজ করবে? মনে হচ্ছে করবে। এই অনলাইন পত্রিকার বড় শেয়ার এখন তার হাতে। এই যে নিচের সংবাদটি
নির্দিষ্টভাবে কোনো পত্রিকার নাম বললেই তো হত। ‘ডানপন্থি পত্রিকা’? — বাংলাদেশে কোনো বামপন্থি দৈনিক পত্রিকা কি আছে?
লিন্ক এখানে।
তারপর গুরুত্ব সহকারে এসেছে বেক্সিমকো গ্রুপের বিবৃতি
লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৫ এপ্রিল ২০১১ (১২:৪৭ অপরাহ্ণ)
এরকম অসতর্ক মন্তব্য করে ইব্রাহিম খালেদ নিজেকে কী অবস্থানে নিয়ে যাচ্ছেন তিনি কি জানেন? কিন্তু এরমধ্যে যে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের হাতে নিজেকে নাজুক করে তুলছেন কেন তিনি? রিপোর্ট পেশ করার পর প্রথম কয়েক দিনের তার মিডিয়া উপস্থিতির পরই তার সতর্ক হওয়া উচিত ছিল, তার এতো মিডিয়া উপস্থিতির কী প্রয়োজন আমি তো বুঝতে পারছি না।
খবরের লিন্ক : ‘কেবল সেনা শাসনেই তাদের বিচার সম্ভব’।
মাসুদ করিম - ১৪ এপ্রিল ২০১১ (৩:১২ অপরাহ্ণ)
শেয়ার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট নিয়ে বিএনপির সখের প্রতিক্রিয়া, তদন্ত রিপোর্ট প্রকাশ করুন, শেষ হয়েছে। এবার প্রকাশিত হয়েছে তাদের আসল প্রতিক্রিয়া
খবরের লিন্ক এখানে।
প্রতিবেদন প্রত্যাখ্যান করছেন, আবার প্রতিবেদনের সূত্রে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন — এই না হলে বিএনপি! এই না হলে আমির খসরু! এই না হলে খালেদা! রদ্দির রদ্দি।
নীড় সন্ধানী - ২১ এপ্রিল ২০১১ (৪:০২ অপরাহ্ণ)
শেয়ার বাজারের কারসাজির যাদুকরেরা শেষমেষ শাস্তি পাচ্ছে বলে মনে হচ্ছে না। এসইসি পুনর্গঠন করেও লাভ নেই। ক্ষতি পোষানোর কোন উপায় নেই। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সরকারের কোন পদক্ষেপই কাজ করছে না।
মাসুদ করিম - ২৩ এপ্রিল ২০১১ (২:৩৮ অপরাহ্ণ)
খবরের লিন্ক এখানে : এসইসি পুনর্গঠনে যোগ্য লোকের অভাব: মুহিত।
প্রশ্ন হচ্ছে, লোক কেন পাওয়া যাচ্ছে না? — তা তার কথা খেকেই স্পষ্ট হয়েছে ‘এসইসির এক জন আইন বিষয়ক সদস্য দরকার। মাথা ঠুঁকে একজনকে পেলাম। কিন্তু তিনি পুঁজিবাজার সম্পর্কে বিশেষ কিছু জানেন না‘, তাকে কে বলল যে একজনের মধ্যে সবকিছু খুঁজে বের করতে হবে? একজন আইন বিশেষজ্ঞ ও একজন বাজার বিশেষজ্ঞ মিলে কাজ করলে একজন আরেকজনেরটা বুঝে কাজটা তো আরো সমৃদ্ধ হবে বলেই মনে হয়। এজন্যই প্রয়োজন মাল্টিডিসিপ্লিনারি পরিষদের। ব্যাপারটা হচ্ছে আপনি পুনর্গঠন করতে চাচ্ছেন কি চাচ্ছেন না? চাইলে লোক পাওয়া যাবে না, এটা ধান্দার যুক্তি। নব্বইয়ের দশকে বাংলাদেশ ব্যাংক সংস্কারের সময়ও এমন কথা শোনা গিয়েছিল, কিন্তু সাইফুর রহমানের সময় বিশ্বব্যাংকের সহায়তায় সেই সংস্কার শুরু হয়েছিল এবং কিবরিয়ার সময় সেই সংস্কার একটি গ্রহণযোগ্য রূপ পেয়েছিল। আমলাতান্ত্রিক মানসিকতার মুহিতের আরো প্রাগ্রসর রাজনৈতিক সদিচ্ছার দিকে এগুতে হবে — লোক পাবেন না, এটার মতো আজেবাজে কথা বলে নিজেকে চূড়ান্ত হাস্যকর করে তুলবেন না — এমনিতেই যথেষ্ট হাসির খোরাক আপনি নিয়মিতই জুগিয়ে বিরাট ভাঁড়ের ভূমিকায় বেশ ভাল অভিনয় করছেন।
মাসুদ করিম - ২৪ এপ্রিল ২০১১ (৬:০৪ অপরাহ্ণ)
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১১ (১:১৯ অপরাহ্ণ)
এই যে লিগ্যাল নোটিশ দেয়া হচ্ছে ইব্রাহিম খালেদের বিরুদ্ধে এবং সেইখবর গুরুত্ব দিয়ে বিডিনিউজ ২৪ ডট কমে আপলোড হচ্ছে তার পেছনে তো অবশ্যই আছেন বাংলাদেশের এখনকার সবচেয়ে ‘সফেদ শয়তান’ সালমান রহমান। টাকা ছাড়া মিডিয়া চলে না, মিডিয়ায় বিনিয়োগ করেন নানা ধরনের আর্থিক অপরাধীরা, তাদের টাকায় বাঁচতে হয় আমাদের তথ্যকর্মীদের, কী বলবেন? — এই তো জীবন!
মাসুদ করিম - ২৯ এপ্রিল ২০১১ (১১:১০ পূর্বাহ্ণ)
বাংলাদেশে কোনো ব্যবসায়ীকে কোনো অভিযোগে অভিযুক্ত করা হলেই তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কত লোক কর্মরত তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কত শেয়ার হোল্ডার জড়িত এসব ফিরিস্তি দিতে থাকেন, ঠিক সেরকমই করে চলেছেন সালমান রহমান — শেয়ার কেলেঙ্কারির রিপোর্ট পেশের পর থেকে বাংলা-ইংরেজি দৈনিকে প্রায় নিয়মিত বেক্সিমকো গ্রুপের এরকম বিজ্ঞাপন চোখে পড়ছে। কেন, অভিযোগ প্রমাণিত হয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা শাস্তি পেলে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত মানুষগুলো ও শেয়ার হোল্ডাররা সব পথে বসে যাবেন? নিজেকে কর্মচারী-কর্মকর্তা ও শেয়ার হোল্ডারদের ‘দ্বিতীয় খোদা’ কেন ভাবেন এই ব্যবসায়ীরা? আর ভাবেনই যদি তাহলে আর্থিক অপরাধে নিজেদের তলিয়ে দেয়ার সময় এই কর্মচারী-কর্মকর্তা ও শেয়ার হোল্ডারদের কথা মনে থাকে না কেন তাদের?
মাসুদ করিম - ১৭ অক্টোবর ২০১১ (৩:০১ অপরাহ্ণ)
যা চেয়েছিলাম তা হয়নি। তবে অনেকদিন পরে হলেও অর্থমন্ত্রীর নেতৃত্বে পুজিঁবাজারের জন্য উপদেষ্টা কমিটি হচ্ছে। যা আরো আগেই করা উচিত ছিল — এতদিন পরে এসে তা কী করতে পারবে দেখা যাক।
মাসুদ করিম - ৩০ জানুয়ারি ২০১২ (৩:৩২ অপরাহ্ণ)
পুঁজিবাজার নিয়ে চূড়ান্ত হতাশায় শেষ পর্যন্ত অর্থনৈতিক অপরাধের অভিযোগে যদি সালমান এফ. রহমান গ্রেপ্তার হয়ে যান, তাহলে একটা কাজের কাজ হয়। হাস্যকর শোনাতে পারে এমন কথা, কিন্তু ঘটে যেতেও তো পারে।
মাসুদ করিম - ১৪ ফেব্রুয়ারি ২০১২ (১:১৩ পূর্বাহ্ণ)
শেয়ার বাজারে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল যারা তাদেরকে আমরা বিনিয়োগকারী বলি না, কিন্তু এই সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়াকে তখন নিরুৎসাহিত করেনি সরকার, উল্টো অর্থনীতি অর্থনীতি বলে ঘি ঢেলেছে — সেই ঘি ঢালার ফলে শুধু ঝাঁপিয়ে পড়া মানুষগুলো নয় যারা সত্যিকারের বিনিয়োগকারী তাদেরও আজ করুণ দশা। আজ বাংলাদেশে এরকম আরেকটি উপদ্রব দেখা যাচ্ছে, যে যেভাবে পারছে পত্রিকা আর টিভি খুলছে, সরকার মিডিয়া মিডিয়া বলে সেখানে ঘি ঢালছে — সাবধান, মিডিয়া ধস আসছে, এখনই সাবধান না হলে ওই ঝাঁপিয়ে পড়া মিডিয়াওয়ালাদের সাথে সাথে এখনো যে সাংবাদিকতা আছে তা ওই বিনিয়োগকারীদের মতই করুণ দশাপ্রাপ্ত হবে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা শেয়ার ধসের পরে করে আজ সরকার হিমসিম খাচ্ছে, মরে পড়ে থাকা প্রেস কাউন্সিলকে উজ্জীবিত না করলে মিডিয়া ধসে বাংলাদেশ থেকে সাংবাদিকতা উঠে যাবে।
মাসুদ করিম - ৩০ জুলাই ২০১২ (২:৫৩ অপরাহ্ণ)
এই অসামঞ্জস্যই আরো বেশি স্পষ্ট করে শেয়ার বাজারে বিরাট আর্থিক অপরাধের। তাই এই আর্থিক অপরাধের বিচার হতেই হবে। এছাড়া আসলেই আর্থিক অপরাধ ঠেকানোর আর কোনো বিকল্প নেই। সব অপরাধের মতো আর্থিক অপরাধের বিচার ও শাস্তিপ্রদানই পারে অপরাধ সংঘটনের মাত্রা কমিয়ে আনতে।
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে ফাইনান্সিয়াল টাইমস ব্রিটেনের প্রতিবেদন,বিডিনিউজ২৪-এর সূত্রে এখানে তুলে দিলাম।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১২ (১:৫০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১২ (২:৩০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ অক্টোবর ২০১২ (৪:২৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ অক্টোবর ২০১২ (৪:২৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ সেপ্টেম্বর ২০১৩ (২:৩৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৮ অক্টোবর ২০১৩ (৮:৪৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১৩ (১:০৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৪ জানুয়ারি ২০১৪ (১২:৫৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১৪ (১:০০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১৪ (৯:৫৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১৫ (১১:২৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৯ জানুয়ারি ২০১৫ (৯:৪৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩০ জানুয়ারি ২০১৫ (১১:৪০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (১০:১৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৪ আগস্ট ২০১৫ (১০:০৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১৫ (১১:০৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১০ আগস্ট ২০১৫ (১১:৫০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২০ আগস্ট ২০১৫ (৯:২১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৮ নভেম্বর ২০১৫ (৯:০৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০১৫ (১১:৩৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০১৫ (১১:৪১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৬ নভেম্বর ২০১৬ (৬:১৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৬ জানুয়ারি ২০১৯ (৯:৪৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩০ এপ্রিল ২০১৯ (৩:১৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২০ মে ২০১৯ (৪:০৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২০ মে ২০১৯ (৪:১৪ পূর্বাহ্ণ)