বাংলাদেশের সমুদ্রবক্ষের খনিজ সম্পদ বিদেশি কোম্পানীর হাতে তুলে দেয়ার প্রতিবাদ স্বরূপ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের পাশাপাশি ইন্টারনেটেও স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এ উদ্দেশ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে পিটিশনঅনলাইন.কম ওয়েবসাইটে ৭ দফা দাবী সম্বলিত একটি পিটিশন সেটআপ করা হয়েছে। স্বাক্ষর করতে এখানে ক্লিক করুন
এই লিঙ্কটি ফেইসবুক, অন্যান্য ব্লগ ও ফোরামগুলোসহ ইন্টারনেটে যত বেশি সম্ভব ছড়িয়ে দিন।
মনজুরাউল
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
Have your say
You must be logged in to post a comment.
৪ comments
মনজুরাউল - ৯ ডিসেম্বর ২০০৯ (২:০৬ পূর্বাহ্ণ)
এই পোস্টে কেউ মন্তব্য করুন বা নাকরুন পিটিশনে ক্লিক করে স্বাক্ষর করুন দয়া করে। সেটা কাজে আসবে।
যারা স্বাক্ষর করছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন।
গৌতম - ৯ ডিসেম্বর ২০০৯ (৮:০৪ পূর্বাহ্ণ)
আলাদাভাবে মন্তব্য করার কিছু নেই। ইতোমধ্যে পিটিশনে স্বাক্ষর করেছি। লিংক শেয়ার করেছি ফেসবুকে, যাতে অন্যেরাও এটা করতে পারে। আপনাকে ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।
নুর নবী দুলাল - ৯ ডিসেম্বর ২০০৯ (৮:৩১ অপরাহ্ণ)
স্বাক্ষর করলাম এবং FB-তে লিংক দিলাম । ধন্যবাদ আপনাকে……….
মোহাম্মদ মুনিম - ১২ ডিসেম্বর ২০০৯ (১০:২০ পূর্বাহ্ণ)
অনলাইন প্লেজটি পড়লাম, এখনো সাক্ষর করিনি। আমি সাক্ষর করা না করায় অবশ্য কিছু যায় আসে না। পিটিশনটি খোলাসা করে বলেনি ঠিক কি করলে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে। পেট্রোবাংলার ওয়েবসাইট থেকে Model PSC 2008 টি ডাউনলোড করলাম। কঠিন ইংরেজীতে লেখা ১১৩ পৃষ্ঠার চুক্তিপত্রটির খুঁটিনাটি বোঝার সাধ্য আমার নেই। চুক্তিপত্রটি এই বিষয়ে জানেন এমন কেউ বুঝিয়ে বললে ভাল হয়।