ছোটবেলা থেকে আমার প্রধান কাজ উদ্দেশ্যমূলক মাখামাখি, ওই যে কোনো খেলাই খেলতে পারতাম না সেখানেও আমার মাখামাখি থেকে প্রভাবশালী কারোরই রেহাই ছিল না – খেলার মাঠের ছেলেগুলো কেমন যেন আমাকে নিয়ে হাসাহাসি করত, পরে জেনেছিলাম আমি মাঠে গেলেই নাকি ওরা বলত, মাখন এসেছে।
আর আমি আরেকটি কাজ করতাম, একাজটা আমি বিভিন্ন পরিস্থতিতে অত্যন্ত দক্ষতার সাথে করতে পারতাম, এবং সত্যিকার অর্থে বলতে কি – আমার চেয়ে একাজ বাংলাদেশে এখনো পর্যন্ত আর কাউকে আমার চেয়ে ভালভাবে করতে দেখিনি – আমি ভুল লোক দিয়ে ঠিক কাজটি করাতে ঈর্ষণীয়ভাবে দক্ষ।
আমি সাতে পাঁচে থাকার মানুষ নই, আমার দৃষ্টি সবসময় আমার মতো করে বাঁধানো — সাতে পাঁচের প্যাঁচে বাঁধা – এবং এজন্যই আমার সাথে তাল রাখতে আমার গুণগ্রাহী তালবিদরাও সদাসতর্ক থাকেন, আমিও এমনই দৃষ্টিবিদ এমনই সতর্কতা জারি রাখি নিজের উপরও – কাউকে কখনো পরীক্ষামূলক প্যাঁচে ফেলার লোভে পড়ি না, সাতে পাঁচের প্যাঁচে কেউ পড়লে একবারই পড়ে – আর সেখান থেকে বের হতে পারে না।
গোপনে এত কথা লেখাটা ঠিক হচ্ছে না, অবশ্য লেখার কারণও আছে, কিন্তু সেকারণটা কোথাও উন্মুক্ত করা যাবে না – কারণ জীবনে এই প্রথম মালেকা আমাকে না জানিয়ে কয়েকটি আমার জন্য প্রাণঘাতী পদক্ষেপ দিয়েছে – যার অভিঘাত আমার মতো গভীর জলের আত্মস্বীকৃত রাজাকারের আসনটাই তছনছ করে দেয় কিনা এই ভয় আমাকে স্নায়বিক তাড়নায় চুরমার করে দিতে চাইছে।
চর্মকার মালাকার স্বর্ণকার তো বোঝেন, কাজেই রাজাকারও নিশ্চয়ই বোঝেন – গর্বের সাথে দুদশকের বেশি সময় ধরে বাংলাদেশে এই রাজা বানানোর কাজ করছি বলে দুনিয়াজোড়া ফুলানো ফাঁফানো আমার যে হাঁকডাক তা কি এবার ধুলিসাৎ হয়ে যাবে?
আরো গোপন ডায়েরি :
হন্যতে : রবীন্দ্রনাথ ঠাকুরের গোপন ডায়েরি
আসব আগের দিন আজ যাই : মনমোহন সিংয়ের গোপন ডায়েরি
পুতুল প্রতিভা : মওদুদ আহমেদের গোপন ডায়েরি
চাণক্য নই : প্রণব মুখার্জির গোপন ডায়েরি
কই মাছের প্রাণ : এরশাদের গোপন ডায়েরি
এক বিয়োগ এক : খালেদা জিয়ার গোপন ডায়েরি
আমার জলবায়ু : শেখ হাসিনার গোপন ডায়েরি
টিপাইমুখ বাঁধ : দীপু মনির গোপন ডায়েরি
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১১ comments
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৩ (৭:০৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৪ সেপ্টেম্বর ২০১৩ (৬:৪৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ অক্টোবর ২০১৩ (১০:১১ পূর্বাহ্ণ)
ভেবেছিলাম রাজাকারের পত্রিকার সাম্প্রতিক রাজনৈতিক নির্বাচনী জরিপ নিয়ে একটিও কথা বলব না, কিন্তু প্রেসে অনএয়ারে যেরকম তোড়জোড় পড়ে গেছে এই জরিপ নিয়ে তাতে কিছু বলতেই হচ্ছে, এবং ঠিক করেছি অবশ্য পদ্য প্যারোডিতেই বলব:
* এখানে ‘রাজাকার’ শব্দটি প্রচলিত অর্থে ব্যবহৃত না হয়ে মকর অভিধান-এর অর্থে [রাজা বানান যিনি — রাজাকার] ব্যবহৃত হয়েছে।
মাসুদ করিম - ২ নভেম্বর ২০১৩ (৫:৫৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৬ নভেম্বর ২০১৩ (১২:১৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১৪ (১:০২ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১৪ (৪:৪২ অপরাহ্ণ)
সুধাংশু তুই পালা
মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১৪ (১১:২২ পূর্বাহ্ণ)
Pingback: স্থান : নভেরা আহমেদের গোপন ডায়েরি | মাসুদ করিম
মাসুদ করিম - ২২ ফেব্রুয়ারি ২০১৬ (৯:১০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১৬ (৯:৩৪ পূর্বাহ্ণ)