আমার বিশ্বাস নিয়ে একটি ছোট্ট পোস্ট

ঘৃণা করি... ভালবাসি... বাঁচি[...]

আমি ইসলাম ঘৃণা করি, হিন্দুত্ববাদ ঘৃণা করি, ঘৃণা করি বৌদ্ধবাদ, খ্রিস্টবাদ, শিখবাদ, জৈনবাদ ও অন্যান্য সব ধর্মীয় অনুশাসন, আমি নাস্তিক্যবাদও ঘৃণা করি। আমি সংস্কৃতি ভালবাসি, আমি সংস্কৃতিতে বাঁচি।

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৮ comments

  1. অদিতি কবির - ২৯ মার্চ ২০১২ (২:২৫ পূর্বাহ্ণ)

    কামনা করি আপনার পায়েন্দাবাদ।

    • মাসুদ করিম - ২৯ মার্চ ২০১২ (১০:৩০ পূর্বাহ্ণ)

      @অদিতি
      ধন্যবাদ। কিন্তু পায়েন্দা মানে কি? সংস্কৃতি? কোনো ফার্সি শব্দ? নাকি উর্দু?

      • অদিতি কবির - ৩০ মার্চ ২০১২ (১২:৫৩ পূর্বাহ্ণ)

        এর মানে আপনার দীর্ঘায়ু কামনা করছি।

  2. অবিশ্রুত - ৩০ মার্চ ২০১২ (১১:৪৫ পূর্বাহ্ণ)

    মনে আছে, সেই গান, ‘পাকিস্তান পায়েন্দাবাদ, পায়েন্দাবাদ…’? জোর করে কামনা করানো হয়েছিল, তাই দীর্ঘজীবী হয়নি। তবে এই কামনা নিশ্চয়ই মন থেকে উঠে আসা…আমিও কামনা করি অন্তর থেকে আপনার পায়েন্দাবাদ। বেঁচে থাকুন, সংস্কৃতি ও মদ্যপানের গুণকীর্তন করে প্রেরণা দান করুন আমাকে বেঁচে থাকার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভাব প্রেরণার।

    • মাসুদ করিম - ৩০ মার্চ ২০১২ (৪:৫৪ অপরাহ্ণ)

      @অদিতি @অবিশ্রুত
      অনেক অনেক ধন্যবাদ এই শুভকামনার জন্য।

  3. Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম

  4. মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১৪ (৫:৩১ অপরাহ্ণ)

  5. মাসুদ করিম - ১৯ জুন ২০১৫ (৩:১৭ অপরাহ্ণ)

    Global Momentum Building Against Cultural Cleansing

    Clearly awareness is building in the international community about the importance of saving our shared common heritage. And creative ideas are being contemplated. The launch of Blue Hats for Culture has been proposed, as an extension of UN peacekeeping troops. And NGOs such as the Antiquities Coalition are considering the launch of Archaeocorps, an equivalent concept to Doctors without Borders for archaeology. UNESCO has also launched a campaign, #Unite4Heritage to raise global awareness.

    Yet to be successful in this fight, the momentum must translate into serious action. Countries such as Egypt, Iraq, Italy, Jordan and the United States have shown their willingness in recent weeks to take a leadership role in this fight. Let us hope that this current momentum translates into the political will necessary to stop this destructive threat to our history before it’s too late.

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.