সীমান্ত নিয়ে আমরা সবাই কথা বলি — বড় জোর চোরাকারবারি ও গরু চুরি নিয়ে কথা বলি — কিন্তু প্রতিনিয়ত কত লোক সীমান্ত পার হয় কাজের খোঁজে, জীবিকার খোঁজে, তা নিয়ে আমরা ভারত-বাংলাদেশ দুপক্ষ কোনো কথা বলি না। কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলার সময় এসে গেছে — ভারত-বাংলাদেশ উভয় সরকারের এখনই এবিষয়ে আলোচনা শুরু করা উচিত।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
২ comments
মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০১৫ (৯:৫৯ পূর্বাহ্ণ)
এপারের গরু ধুলো উড়িয়ে ওপারে + বনগাঁ সীমান্তে অবাধ গরু পাচার
মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১৬ (৮:৩৮ পূর্বাহ্ণ)