শাসন করা তারই সাজে শোষণ করে যে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৪ comments
kamruzzaman Jahangir - ২০ মে ২০১০ (১০:১৩ অপরাহ্ণ)
দশে দশ দেয়া গেল!
বিনয়ভূষণ ধর - ২১ মে ২০১০ (৯:২১ অপরাহ্ণ)
@মাসুদ ভাই! হা:!.হা:!!..হা!!!…
মাসুদ করিম - ১ জুন ২০১০ (১১:৩৮ অপরাহ্ণ)
ইংরেজিটা খুব কম জানি, বাংলাটা অন্তত লিখতে পারি, তাই এই পোস্টের ধারণাটা মাথায় ইংরেজিতে এলেও তা প্রকাশ করেছি বাংলায়। কী ছিল সেই ধারণা — ছিল এরকম একটা চিন্তা, হঠাৎ মাথায় খেলে যাওয়া শব্দবন্ধ — Off the people, force the people, bye the people। ক্ষমতার ভূ-তত্ত্ব আজকাল আর বুঝি না, কিন্তু জ্ঞানী হই বা অজ্ঞান বুঝতে তো হয় আমাদের অনেক কিছুই — বুঝতে না পারলেই তখন দুঃসহ লাগে, দুঃসহ লাগলেই তখন আপ্তবাক্যগুলোকে উল্টেপাল্টে দিতে ইচ্ছে করে।
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম