ক – করিম খুবই বেশী সিগ্রেট খায়।
খ – খবিরুদ্দিন এখন ভাত খাচ্ছে।
গ – গিরিবাজ পায়রাগুলো আকাশে চমৎকার ডিগবাজী খাচ্ছে।
ঘ – ঘুড়িটা গোত্তা খেয়ে মাটিতে পড়ল।
চ – সাজ্জাদ ভুল জায়গায় গাড়ী রেখে পুলিশের টিকিট খেয়েছে।
ছ – ছাগলের মত গডফাদারেরা পুলিশের খাঁচা-ভ্যানে করে জেলে যাচ্ছে দেখে বিএনপি-জামাত-আলীগ মাথায় বাড়ি খেয়েছে।
জ – জামাত শিগিগীরই জাতির লাথি খাবে।
ঝ – ঝড়ের সকালেও মিজান ভাই হাওয়া খেতে বাইরে গেল ?
ত – তারেক খুব বেশী ঘুষ খেয়েছে।
থ – ‘‘আপনার খাওয়া’র তালিকা পড়ে থতমত খেয়েছি’’ – লিখেছে লুৎফর রহমান রিটন।
দ – দীনুবিল্লাহ বিয়ে খেতে অটোয়া গেছে।
ধ – ধমক আর বকুনি খেয়ে দুষ্টু বাচ্চাটা সোজা হয়ে গেছে।
ন – নাসরীন হক খুকু সত্যি কি গাড়ীর ধাক্কা খেয়ে মারা গেছেন?
প – পাখীটা আকাশে বার বার এত চক্কর খাচ্ছে কেন?
ফ – ফতোয়াবাজেরা এখন জামাতের অবস্থা দেখে খাবি খাচ্ছে।
ব – বাহান্নর শহীদ দিবসে পুলিশের গুলী খেয়ে নাম না জানা আরো লোক মারা গেছে।
ভ – ভির্মি খাচ্ছে টেন্ডারবাজ আর চাঁদাবাজেরা তাদের গুরুদের জেলে যেতে দেখে।
ম – মত্যা নিজামী’র কোমর আছাড় খেয়ে ভেঙ্গে গেছে।
ট – টাকা খেয়ে সাঈদী তার কোরাণ-বিরোধী পিছলামি বক্তৃতায় ষাঁড়ের মত চ্যাঁচায়।
ঠ – ঠকবাজ কোন্ নেতা বাংলাদেশে সবচেয়ে বেশী দলবদলের ডিগবাজী খেয়েছেন ?
ড – ডাঁহা মিথ্যে বলতে বলতে নেতারা ভুলে গিয়েছিল জনগণ ঘাস খায় না, সবই বোঝে।
ঢ – ঢাকার এক উজবুক চিত্রপরিচালক তার সিনেমার নাম রেখেছে ‘‘খাইছি ত’রে’’।
শ – শনির আখড়ায় কোন নেতা জনগণের ধাওয়া খেয়ে লেজ তুলে দৌড় দিয়েছিলেন?
স – সুরঞ্জনা, মাথা খাও, – যেয়ো নাকো ওই যুবকের সাথে !!
য – যদি হোঁচট খাও তবে পায়ের নখ উঠে যেতে পারে।
র – রাতের আঁধারে কালো বিড়ালের জ্বলজ্বলে চোখ দেখে নাজমা কাজী ভয় খেয়েছে।
ল – লতিফ বহুবার প্রেম করতে গিয়ে প্রতিবারই ছ্যাঁক খেয়েছে।
ল – তপ্ত লোহায় হাত দিয়ে লতিফ হাতে ছ্যাঁক খেয়েছে।
ব – বেড়ায় যদি ক্ষেত খায় তখন দেশের এই অবস্থা তো হবেই!
হ – রিলিফের চাল-ডাল দেখে ক্ষুধার্ত জনগণ হুমড়ি খেয়ে পড়েছে।
ইত্যাদিঃ- (১৮ টা)
পানি খাওয়া
দাওয়াত খাওয়া
ভ্যাবাচ্যাকা খাওয়া
ধরা খাওয়া
ধোঁকা খাওয়া
চড় খাওয়া
চোখের মাথা খাওয়া
হুমায়ুন আহমেদের চটুল উপন্যাস পাঠক খুব খায়
মমতাজের গান শ্রোতারা খুব খায়।
পুলিশের যাঁতা খেলে টের পাবে !
রাজনীতিকেরা জনগণের এত গালি খায় তবু লজ্জা হয় না।
বইমেলার ধুলো খেয়ে আমিনের গলা বসে গেছে।
ইলেক্ট্রিকের শক খেয়ে বেচারা মারা গেছে।
এ ছাড়াও কিছু আঞ্চলিক বা পেশাভিত্তিক অর্থ আছে যেমন
কাঠমিস্ত্রীরা বলে কোন কাঠ কোন রং ভালো খাবে,
‘‘বাঁশ খাওয়া’’ (শত্রুর আঘাত অর্থে),
‘‘মাইয়া খাওয়া’’ (ধর্ষণের ক্ষেত্রে)
ছাই খাওয়া
‘‘এমন ভাষা কোথাও খুঁজে পাবে নাকো তুমি…………’’
২৫শে অক্টোবর ৩৮ মুক্তিসন (২০০৮)
হাসান মাহমুদ
শারিয়া আইন বিষয়ক তথ্যচিত্র, নাটক ও গ্রন্থের রচয়িতা। উপদেষ্টা বোর্ডের সদস্য, ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস; রিসার্চ অ্যাসোসিয়েট, দ্বীন রিসার্চ সেন্টার, হল্যান্ড; সদস্য, আমেরিকান ইসলামিক লিডারশিপ কোয়ালিশন; ক্যানাডা প্রতিনিধি, ফ্রি মুসলিম্স্ কোয়ালিশন; প্রাক্তন প্রেসিডেন্ট ও ডিরেক্টর অফ শারিয়া ল’, মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেস।
Have your say
You must be logged in to post a comment.
৩ comments
সৈকত আচার্য - ২৭ অক্টোবর ২০০৮ (২:৩৯ অপরাহ্ণ)
ডঃ ফকরুদ্দিন ও তাঁর উপদেষ্টা পরিষদ, লজ্জা শরমের মাথা খেয়ে আদালত কর্তৃক পলাতক ঘোষিত আলী আহসান মুজাহিদের সাথে সংলাপে বসাতে, পুরো জাতির কাছে ধরা খেয়ে গিয়েছিলেন, এবং যারা ভেবেছিলেন, এদের দ্বারা কিছু একটা তো হবেই, তারাও বিষ্ময়ের সাথে দেখেছেন যে, এরাও ঘুনে খাওয়া লোক এবং পরদিন এই বৈঠকের ছবি দেখার জন্য ও নিউজ পড়ার জন্য দেশের মানুষ পত্রিকা ও টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়েছিল। আর পুরো ব্যাপারটা দেখে, পলাতক ঘোষনাকারী কোর্ট নিশ্চয়ই সেদিন টাশকি খেয়ে গিয়েছিলেন।
পার্থ সরকার - ৩ নভেম্বর ২০০৮ (৭:২৯ পূর্বাহ্ণ)
1. ফকরুদ্দিন অনেকেরই চাকরি খেয়েছে।
2. পুরানো ইঞ্জিন তেল বেশি খায়।
3. তোকে আজ আমি চুষে নয়, চিবিয়ে খাব।
4. এক গ্লাস পানি দে তো, খাই।
Hasan Mahmud - ২৮ জানুয়ারি ২০০৯ (৪:১৯ অপরাহ্ণ)
পার্থ সরকার,
ধন্যবাদ – লোকে আরও অনেক পাঠিয়েছে – আপনার থেকে ৩টা নুতন পেয়ে সব মিলিয়ে এখন ৬৮-টা ভিন্ন অর্থ হল!
সময় খুঁজছি পোষ্ট করার। চেষ্টা করে ব্লগ-এ পোষ্ট করাটা এখন একটু রপ্ত করেছি^
সৈকত আচার্য.
ঘুনে খাওয়া লোক – এখন ৬৯-টা ভিন্ন অর্থ হল!
ধন্যবাদ