২৬ আগষ্ট ২০০৬, ফুলবাড়ী শহরের পথে পথে সকাল থেকে টহল দিচ্ছে পুলিশ-বিডিআর । সেদিন তেল-গ্যস বিদ্যুত- বন্দর…সম্পদ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচি। জনগনের অসম্মতি শর্তেও ওপেনপিট কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিয়ে সরকার এশিয়া এনার্জি নামক বহুজাতিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলো তার বিরুদ্ধে সেদিন জনগনের ক্ষোভে-বিক্ষোভে তাঁতিয়ে ওঠে ফুলবাড়ীর রাজপথ-মাঠ-প্রান্তর । একপর্যায়ে শান্তিপুর্ণ সমাবেশ শেষে বিচ্ছিন্ন জনতার ওপর চলে বিডিআর-এর গুলি, ৩ জন মারা যায় । চলে দিনভর টিয়ার শেল নিক্ষেপ আর লাঠিপেটা, রাতে ঘরে ঘরে তল্রাশি-গ্রেফতার । শত শত লোক আহত হয়, ফুলবাড়ী শহরের দোকানপাট ভেভ্গে মুচড়ে দেয়া হয় ।
আমরা রাতের আধারে ২৫ ও ২৬ তারিখ শ্যুট করা ফুটেজ বাঁচাতে ঢাকায় রওনা করি। সেই দুদিনের ফুটেজ থেকে এক রাতে নির্মিত হয় ’ফুলবাড়ীর রক্তপতাকা’, ফারুক ওয়াসিফ ও সম্পাদক আজাহার ভাই মিলে কাজটি করে। আমাদের শ্যুটিং টিম(জাইদ আজিজ ও আমি ) তখন ফুলবাড়ীতে অবরোধের শ্যুট করছি ‘ফুলবাড়ীর সাত দিন ‘ নামের ডকু’র জন্যে। ‘ফুলবাড়ীর সাত দিন ‘ -এখনো শেষ হয়নি, তবে বহুবার বহুস্থানে প্রদর্শিত হয়েছে।
‘ফুলবাড়ীর রক্তপতাকা’র সাথে আরো কিছু তথ্য যুক্ত করে ইউটিউবে ২ পার্টে আপলোড করেছেন আমাদেরই বন্ধু ।
ফারজানা ববি
আমরা এসেছিলাম দলে দলে, অযুত অযুত মাইল দুর থেকে। এসেছিলাম ল্যাম্পপোষ্টের ঝুলন্ত আলোয়, ইতিহাস আর পূর্বনারী-পুরুষের আত্মার খোঁজে।
Have your say
You must be logged in to post a comment.
৪ comments
রায়হান রশিদ - ২৬ আগস্ট ২০১০ (১০:৫৮ অপরাহ্ণ)
ধন্যবাদ। ইউটিউবের লিন্কগুলো কি পেতে পারি? দেখা যেতো।
অবিশ্রুত - ২৭ আগস্ট ২০১০ (৬:০০ পূর্বাহ্ণ)
মনে হচ্ছে, ব্লগের মডারেটরদের কেউ লিংকটি ঠিক করে দিয়েছেন, আপনার মন্তব্যের পর- লেখার শেষ লাইনে ক্লিক করলে ইউটিউবের লিংকটি দেখা যাচ্ছে।
ইতিহাসের অনন্য এক সময় ধারণ করা হয়েছে।
ওই সময়ের খলনায়ক মাহমুদুর রহমানকে নিয়ে অবশ্য এখন অনেকেই মায়াকান্না শুরু করেছেন। দেশের একটি দৈনিকে প্রতিদিন দেশের বিশিষ্ট ব্যক্তিরা তাকে তেল দিয়ে চলেছেন এবং আমরাও তৈলসঞ্চালন প্রক্রিয়া দেখে চলেছি নির্লজ্জের মতো।
ফুলবাড়ির সংগ্রামীদের জন্য শুভেচ্ছা।
মাসুদ করিম - ২৭ আগস্ট ২০১০ (১২:৫৬ অপরাহ্ণ)
আমাদের ব্লগেই মন্দ্রিত কানসাট নিয়ে লিখেছিলেন প্রবীর পাল। সেলেখায় ফুলবাড়ীর সাতদিন সম্বন্ধে মন্তব্য পড়ে ও ফুলবাড়ী সম্পর্কে আরো লেখা পড়া আছে বলেই, ইউটিউবে ‘ফুলবাড়ীর রক্তপতাকা’ দেখে আমি বিভ্রান্ত হইনি। কিন্তু একেবারে আনকোরা কেউ এদুটি ক্লিপ দেখলে তো একে ‘এশিয়া এনার্জি’র বিজ্ঞাপন ভাববেন বলেই আমার মনে হচ্ছে। তাই আমার প্রস্তাব, এই পোস্টে সম্ভব হলে ‘ফুলবাড়ীর সাতদিন’-এর কিছু ফুটেজ যোগ করা হোক।
রায়হান রশিদ - ২৭ আগস্ট ২০১০ (৫:১১ অপরাহ্ণ)
তথ্যচিত্রটি দেখলাম, খুব অল্প ফুটেজে পক্ষ বিপক্ষের মূল দিকগুলো তুলে আনা হয়েছে, বিশেষ করে ঘটনাস্থলের তৃণমূলের মানুষ কি ভাবছে সেটা বেশ ভালভাবে উঠে এসেছে। এশিয়া এনার্জির বিজ্ঞাপন মনে হয়নি কিন্তু, বরং উল্টো। বিষয়টির ব্যাপারে যারা পুরো অবগত নন, তাদের মনে হয়তো পটভূমি, বা পক্ষ বিপক্ষের কারণগুলোর ব্যাপারে প্রশ্নের উদয় হতে পারে, কিন্তু এশিয়া এনার্জির গোলমেলে ভূমিকার কথা (অন্তত তাতে যে স্থানীয় জনসমর্থন নেই) এটুকু ফুটেজেই স্পষ্ট।