প্রথিতযশাঃ সাংবাদিক,রাজনীতিবিদ, কলামিস্ট এবং মুক্তিযোদ্ধা নির্মল সেন অসুস্থ অবস্থায় ল্যাব এইড হাসপাতালে দিন কাটাচ্ছেন তা বোধ হয় সবাই সম্যকভাবে অবগত। ২০০৩ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে নির্মল সেন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সে সময় ঘটনাক্রমে আমি নিজেই সিঙ্গাপুরে অবস্থান করেছিলাম। নিজের সাধ্যমত যতটুকু পারি নির্মল সেনের জন্য করার চেষ্টা করেছিলাম। প্রায় প্রতিদিনই দেখা করতে যেতাম মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। খুব একটা যে কিছু করতে পেরেছিলাম তা নয়। ভেবেছিলাম দেশে ফেরার পর বোধ হয় তার স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু তা হয়নি। বাংলাদেশে আসার পর নির্মল সেনের অবস্থার ক্রম অবনতিই হয়েছে বলা যায়। বিপ্লব রহমান তার একটি পোস্টে আপডেট দিয়েছেন যে, নির্মল সেন তার দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছেন। তার হাত-পা অসাড় হয়ে আসছে। কথা অস্পষ্ট ও জড়ানো। ঘনিষ্টজন ছাড়া তার কথার মর্মার্থ উদ্ধার করা কঠিন।
অর্থিক সঙ্গতি না থাকায় নির্মল সেন গত দুই মাস আগে ঢাকার নয়াপল্টনের বাসা ছেড়ে গোপালগঞ্জের কোটালীপাড়া তার গ্রামের বাড়ীতে অবস্থান করছিলেন । পরে তাঁর দুর্দশার খবর মিডিয়ায় প্রচারিত হলে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে ল্যাব এইড কর্তৃপক্ষ। কিন্তু তার সার্বিক চিকিৎসা সুসম্পন্ন করার জন্য এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের অর্থায়নের ব্যাপারটা রয়েই যাচ্ছে। এ ব্যাপারে মুক্তাঙ্গন ব্লগের লেখক এবং পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
যারা নির্মল সেনের জন্য অর্থ সাহায্য করতে ইচ্ছুক, তারা নীচের দু্টো লিঙ্কের যে কোন একটির সাহায্য নিতে পারেন –
Please Help Nirmal Sen
আমার বন্ধু নির্মল সেন : স্বস্তিতে নেই
বিনীত,
অভিজিৎ
Have your say
You must be logged in to post a comment.
৪ comments
kamruzzaman Jahangir - ৩ মে ২০১০ (৯:১৫ অপরাহ্ণ)
এমন কষ্টের, বেদনার, হাহাকারময় সংবাদও আমরা ক্রমাগত পাঠ করি_এমন এক দ্রোহ চিকিৎসাপ্রণালী থেকে বঞ্চিত!!! এই আমার দেশ, এই আমার রাষ্ট্র?
নির্মলদা, আপনাকে আমরা ভালোবাসার চেয়েও ভালোবাসি।
আপনি সুস্থ হয়ে এগোন।
মাসুদ করিম - ৫ মে ২০১০ (৮:৩০ পূর্বাহ্ণ)
সাথে কোনো অনলাইন ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নম্বর দিতে পারলে অর্থ সাহায্য পাঠানো হয়তো আরো সহজ হত।
আর এসব পড়লে শুনলে মনে হয় ‘সততাই সতত দুঃখের কারণ’। আমাদের দেশে সৎ ও যোগ্য সাংবাদিকতার এটাই প্রতিদান!
মাসুদ করিম - ৮ জানুয়ারি ২০১৩ (৭:২১ অপরাহ্ণ)
আজ ০৮ ডিসেম্বর ২০১২, তিনি আমাদের বিদায় জানালেন। নির্মল সেন আর নেই।
মাসুদ করিম - ১৩ জানুয়ারি ২০১৩ (১:৫৪ পূর্বাহ্ণ)
নির্মল সেনের মৃত্যুতে আবদুল গাফফার চৌধুরীর শোকলেখন।