ব্রেকিং নিউজ!! দেশ এবং বিশ্ববাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে – প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ এখনো সসম্মানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদে বহাল আছেন।
তথ্যসূত্র: বাংলাদেশ সরকারের মূল ওয়েবসাইট
Have your say
You must be logged in to post a comment.
১০ comments
রায়হান রশিদ - ১৯ আগস্ট ২০০৯ (৮:৩৫ অপরাহ্ণ)
জানার আগ্রহ হচ্ছে কোন্ চতুস্পদ তৃণভোজী (ব্যক্তি কিংবা দফতর) সরকারের এই প্রধান ওয়েবসাইটটির রক্ষনাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত!
মোহাম্মদ মুনিম - ২০ আগস্ট ২০০৯ (৪:৩২ পূর্বাহ্ণ)
একই website এ জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হিসাবেও দেখানো আছে। Homepage এ রাষ্ট্রপতি লিঙ্ক এ গেলে জিল্লুর রহমানকেই পাওয়া যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতির পেজটি এখনো offline এ নেয়া হয়নি বলে মনে হচ্ছে।
রায়হান রশিদ - ২০ আগস্ট ২০০৯ (৮:০৪ পূর্বাহ্ণ)
এখনই তাড়াহুড়ো করে পাতাটি অফ লাইনে নেয়াটা ঠিক হবে না মনে হয়। পরে আবার খালি খালি নতুন করে টাইপ করার ঝামেলা। সময়ের মূল্য বলে কথা!
আরমান রশিদ - ২০ আগস্ট ২০০৯ (৪:৫২ পূর্বাহ্ণ)
আরেকটু ঘেটে সমস্যাটা পরিস্কার হল। ওয়েব সাইটটিতে ২ টি সংস্করণ সমান্তরাল ভাবে চলে। একটি মূল ও অন্যটি ‘ডেমো’। কিন্তু মূল সাইটে ব্রাউজ করার সময় কোন কোন লিঙ্ক আপনাকে ‘ডেমো’ সাইটে নিয়ে যেতে পারে (ঠিক কোন লিঙ্কটি আমাকে সেখানে নিয়ে গিয়েছিল বের করার চেষ্টায় আছি) আর একবার সেখানে পৌছুলে বেরুবার উপায় নেই। লিঙ্ক এর ওয়েব ঠিকানা সতর্কভাবে না পড়লে আপনি জানতেও পারবেন না যে আপনি মূল সাইটে নেই। ভুলটা সেখানেই।
রায়হান রশিদ - ২০ আগস্ট ২০০৯ (৭:৩৯ পূর্বাহ্ণ)
ঠিক। কিন্তু ডেমো সাইটটিকে মূল সাইটের (bangladesh.gov.bd) সাথে যুক্ত করে দেয়া হল কোন্ যুক্তিতে সেটাই মাথায় আসছে না। কোনো ‘ডিজিটাল’ বিষয় হবে হয়তো!
Dablu - ২১ আগস্ট ২০০৯ (৪:৩১ অপরাহ্ণ)
যাহোক, বিষটির সুরাহা হয়ে গেছে বলে মনে হয়। তবে ডেমো সাইটেই বা কেন ইয়েসউদদীনের মতো একজন মেরুদনড্ বিহীন প্রাণীর নাম থাকবে? সেথানেও বতর্মান প্রেসিডেনটের নাম থাকা বিধেয়।
এখন মাউসকলীক্ কীবোর্ড নিয়ে একটি কথা। বাংলার সাথে ইংরেজী অক্ষর বসিয়ে দিলে এবং কীবোর্ডের সাথে যুকত্ করে দিলে ইংরেজী কীবোর্ড্ ব্যবহার করা যেতো এবং কতই না মজা হতো! প্রান ভরে দোয়া করতাম সাহায্যকারীকে।
শুভেচছা্নতে,
ডাবলু
মাহতাব - ২৩ আগস্ট ২০০৯ (৯:১৯ পূর্বাহ্ণ)
বাংলােদশ সরকােরর বিভিন্ন মন্ত্রনালয়ের ওয়েব সাইট দেখলে এ জাতীয় অনেক অসংগতি চোখে পড়বে
রায়হান রশিদ - ২৩ আগস্ট ২০০৯ (১:২১ অপরাহ্ণ)
@ মাহতাব
বিভিন্ন দফতরের ওয়েবসাইটের এসব অসংগতি নিয়ে নীড় সন্ধানী বেশ কয়েকটা পোস্ট লিখেছিলেন বলে জানি। কারও সেগুলোর হদিস জানা থাকলে এখানে লিন্ক তুলে দিতে পারেন। অথবা নীড় সন্ধানী যদি নিজেও একটু কষ্ট করে লিন্কগুলো দিয়ে দিতেন এখানে তাহলেও ভাল হতো। একটা সামগ্রিক চিত্র পেতাম আমরা সকলে। বিষয়টা নিয়েও রম্য আলোচনার বাইরেও কিছু সিরিয়াস আলোচনার সুযোগ তৈরী হতো।
মোহাম্মদ মুনিম - ২৪ আগস্ট ২০০৯ (১১:০৯ অপরাহ্ণ)
ওয়েবসাইট গুলোর অসংগতি নিয়ে একটা বই লিখে ফেলা যায়। একটু আগেই দেখলাম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দুতাবাসের ওয়েবসাইটটি কাজ করছে না। প্যারিস দুতাবাসের ওয়েবসাইটে search tab এ ক্লিক করলে you tube e চলে যাচ্ছে, মস্কো দুতাবাসের হোম পেজ়ে যাকাত বিষয়ক একটি বাংলা বিজ্ঞপ্তি। ফরেন সার্ভিসে নাকি সবচেয়ে ‘চৌকস’ ছেলেমেয়েরা যায়। এই কি তার নমুনা!
বিনয়ভূষণ ধর - ২৫ আগস্ট ২০০৯ (৭:২৮ পূর্বাহ্ণ)
বিশ্বায়নের এই যুগে আমরা কি এখনো সেই আদিম যুগে বাস করা গুহামানব হয়ে আছি?
নিজের দেশকে পৃথিবীর কাছে ভালোভাবে উপস্হাপন করার জন্যে বর্তমান বিশ্বে এর চেয়ে ভালো উপায় আর আছে কিনা তা আমার জানা নাই।
অথচ আর সব বিষয়ের মতো এইক্ষেত্রেও আমাদের কি চরম অবহেলা!
কি বিচিত্র এই দেশ!
কি বিচিত্র এই দেশের মানুষগুলো!!
কি বিচিত্র এই দেশের সরকারগুলো!!!