তিনি জনাব ফকরুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আসামি পক্ষের একজন আইনজীবী। গতকাল ট্রাইবুনালে অভিযুক্ত ৪ জনের পক্ষে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বললেনঃ
ক) ‘৭১ সালের যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে।
খ) যদিও আমাদের এই ভুখণ্ডে ঐ যুদ্ধ সংঘটিত হয়েছিল।
এরপর তার বক্তব্যকে শাণিত করতে গিয়ে, তিনি উদাহরন টানেন এই বলে যে,
“একাত্তর সালের ১৭ এপ্রিলের স্বাধীনতার ঘোষনায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কোন কথা বলা হয়নি।” দেখুনঃ যুগান্তর ২২ সেপ্টেম্বর ২০১০
তিনি আরো বলেন, “স্বাধীনতার ঘোষণাপত্রে ‘যুদ্ধ’ শব্দটি নেই।” দেখুনঃ প্রথম আলো, ২২ সেপ্টেম্বর ২০১০
ট্রাইবুনালের অনেক খবরের ভিড়ে এই খবরটি ছিল অনেক গুরুত্ববহ। কিন্ত অনেক পত্রিকাই এই রিপোর্টটি করতে পারেনি। জানি না কেন? এটি কি অনেক গুরুত্বপূর্ন একটি সংবাদ নয়? আমরা কি জনাব ফকরুল ইসলামদের কাছ থেকে “স্বাধীনতার ঘোষনা পত্রের” নতুন পাঠ নেবো? তার কাছে আমরা কি জবাব চাইবো না?
Have your say
You must be logged in to post a comment.
৫ comments