ছবির এই মানুষটি — মনোরঞ্জন ব্যাপারী — নিজের জন্মতারিখ জানেন না। তাঁর গর্ভধারিণীও ছেলের জন্মের দিনটির কথা ঠিকঠাক বলতে পারেননি। আনুমানিক ১৯৫০ সালের দিকে তাঁর জন্ম — বরিশালে। দেশভাগের ধাক্কায় তাঁদের ছিন্নমূল পরিবার যখন পশ্চিমবঙ্গে পাড়ি জমায় সে-সময়ে মনোরঞ্জনের বয়স তিন বছর। বারে বারে ঠাঁইনাড়া হতে হয়েছে — উদ্বাস্তু শিবিরের মানবেতর পরিবেশে তিনি বড়ো হয়েছেন আরো অসংখ্য দেশহারা মানুষজনের সঙ্গে, ইচ্ছার বিরুদ্ধে তাঁর পরিবারকে যেতে হয়েছে দণ্ডকারণ্যে। অল্পবয়স থেকেই মনোরঞ্জনকে জড়িয়ে পড়তে হয়েছে কঠিন জীবনসংগ্রামে। আর বর্ণমালায় তাঁর হাতেখড়ি হয়েছে শৈশবে নয়, চব্বিশ বছর বয়সে — কয়েদখানায়! এমন একজন মানুষের লেখা ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ (২০১২) বইটি এখনো পড়ার সুযোগ পাইনি। কিছুদিন আগে কলকাতা থেকে এ বইয়ের একটা কপি নিয়ে এসেছেন একজন; আর সেটা পড়ার জন্য পড়ে গেছে লম্বা লাইন। এক সন্ধ্যায় বইটা হাতে নিয়ে উলটেপালটে দেখার সুযোগ হয়েছিল।
‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ প্রবন্ধ-সংকলন বা গবেষণা-অভিসন্দর্ভ নয়, মনোরঞ্জন ব্যাপারীর আত্মজৈবনিক উপন্যাসের প্রথম খণ্ড — এবং সম্ভবত কোনো বাঙালি দলিত লেখকেরও প্রথম আত্মজৈবনিক উপন্যাস।
কিন্তু মরাঠী, কন্নড় ও গুজরাতির মতো বাংলা ভাষায়ও কি দলিত সাহিত্যের একটি ধারা আছে, যা এখনো সবার গোচরে আসেনি? দেবেশ রায় সম্পাদিত ও সংকলিত ‘দলিত’ (প্রথম প্রকাশ ১৯৯৭, দ্বিতীয় মুদ্রণ ২০০৪) নামের সংকলনটিতে কিন্তু তার আভাস মাত্রও ছিল না। এখন থেকে বছর পাঁচেক আগে, ২০০৭ সালে, মনোরঞ্জন ব্যাপারীরই একটি প্রবন্ধ এদিকে দৃষ্টি আকর্ষণ করেছে সর্বভারতীয় পাঠক-সমালোচকদের। ভারতের ‘ইকোনমিক অ্যান্ড পলিটিকাল উইকলি’-র একটি সংখ্যায় (বর্ষ ৪২ সংখ্যা ৪১, ১৩ অক্টোবর ২০০৭) তাঁর হইচই-ফেলে-দেয়া প্রবন্ধ ‘Is there Dalit Writing in Bangla?’ প্রকাশিত হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের অনুবাদে।
বাংলাদেশে তাঁকে নিয়ে এখনো আলোচনার সূত্রপাত না হলেও মনোরঞ্জন ব্যাপারী ইতিমধ্যেই তাঁর লেখনীর জোরে অনুসন্ধিৎসু পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। তাঁর উপন্যাসের সংখ্যা ৯, গল্প শতাধিক।
Have your say
You must be logged in to post a comment.
৪৬ comments
রেজাউল করিম সুমন - ১৫ অক্টোবর ২০১২ (১১:৫৮ অপরাহ্ণ)
এ বইটির প্রকাশক কলকাতার প্রিয়শিল্প প্রকাশনী। মূল্য ভারতীয় মুদ্রায় ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে চট্টগ্রামের গ্রন্থবিপণি বাতিঘরে।
মনোরঞ্জন ব্যাপারীর সাক্ষাৎকার এখানে। আরো দুটি প্রাসঙ্গিক লেখা এখানে এবং এখানে।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (৪:০৬ অপরাহ্ণ)
নানা কারনে পরে বইখানি প্রিয় শিল্পের কাছ থেকে নিয়ে কলকাতা প্রকাশনী- কে দেওয়া হয় । রয়েল সাইজ বোর্ড বাঁধাই সেই বই এখন পাওয়া যাছে । দাম ৩৫০ টাঁকা ।
সুমিমা ইয়াসমিন - ১৬ অক্টোবর ২০১২ (১০:০৭ পূর্বাহ্ণ)
মনোরঞ্জন ব্যাপারীর লেখা কোনো বই পড়া হয়নি। পড়তে হবে। ইতিবৃত্তে চণ্ডাল জীবন কয় খণ্ডে প্রকাশিত?
রেজাউল করিম সুমন - ১৯ অক্টোবর ২০১২ (১২:৪৭ পূর্বাহ্ণ)
এখনো পর্যন্ত এই একটা খণ্ডই বেরিয়েছে। বলাই বাহুল্য, উপন্যাসটি একাধিক খণ্ডের হবে।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (৪:০৯ অপরাহ্ণ)
এখন পর্যন্ত দুই খণ্ড প্রকাশিত হয়েছে। তৃতীয় খণ্ড লেখা চলছে ।
আহমেদ মুনির - ১৬ অক্টোবর ২০১২ (৪:৩৬ অপরাহ্ণ)
ধন্যবাদ সুমন। সাক্ষাতকার পড়লাম। খুব ভালো লাগল। বইটাও কিনলাম। পড়বো।
রেজাউল করিম সুমন - ১৯ অক্টোবর ২০১২ (১২:৫১ পূর্বাহ্ণ)
মুনির, পড়া হলে তোমার মতামত জানিয়ো। অপেক্ষায় রইলাম।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (৪:১৪ অপরাহ্ণ)
আমিও-[ আমি মানে ইতিবৃত্তে চণ্ডাল বইয়ের লেখক] – জানতে চাই কেমন লেগেছে বইটা ।আপনাদের মতামতের পরে স্থির করবো আমি লিখে যাবো, না অন্য মাধ্যমের আশ্রয় নেবো ।
সবুজ পাহাড়ের রাজা - ১৯ অক্টোবর ২০১২ (৪:২৩ পূর্বাহ্ণ)
পড়ার ইচ্ছা জাগল। ২৪ বছর বয়সে লিখতে শিখেছেন শুনে উনার বই পড়ার আগ্রহ আরো বেড়ে গেল। দু’একদিনের মাঝে বাতিঘরে যেয়ে বইটি কিনব।
ধন্যবাদ সুমন ভাই।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (৪:১৬ অপরাহ্ণ)
দাদা বইটা কি কিনেছেন ?পড়েছেন? কেমন লেগেছে?
মাসুদ করিম - ১৯ নভেম্বর ২০১২ (১২:৪১ অপরাহ্ণ)
বিস্তারিত পড়ুন : কলমে জীবনের জলছবি এঁকে বিশ্বমঞ্চে মনোরঞ্জন।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (১০:০৪ পূর্বাহ্ণ)
বাংলা দেশের অগণিত মানুষ/আমার পাঠক, সবাইকে আমার শুভেচ্ছা- ভালবাসা প্রনাম। আমার জানা ছিলনা আপনারা আমাকে এত ভালবাসেন।আমার ল্যাপটপও ছিলনা । এক বনধু দিন কয়েক আগে কিনে দিয়েছে।তাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।জানিনা হবে কি না।যদি হয়, আপনারা চাইলে আমাকে এই নাম্বারে ফোনও করতে পারেন-৯১ ৯২৩১ ৫০৩৮৭৩/৯১ ৯৮৩১ ৯৩৯৩৩৯ ।
পরিশেষে রেজাউল করিম ভাইকে জানাই অসীম কৃতজ্ঞতা ।আমার জন্য আপনি যা করেছেন তার তুলনা নেই।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (১০:১২ পূর্বাহ্ণ)
আমার দ্বিতীয় খণ্ড- ইতিবৃত্তে চণ্ডাল জীবন ছাপা হয়ে গেছে । আনুষ্ঠানিক প্রকাশ বাকি ।এই বই মেলায় পেয়ে যাবেন ।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (১০:২১ পূর্বাহ্ণ)
যে ভাবে এই ওয়েবসাইট-এ হঠাৎ এসে গেছি জানিনা পরে আবার আসতে পারব কীনা।তাই আরো কিছু সময় থাকব- যদি আপনাদের কারও কোন মন্তব্য আসে ।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (১১:০১ পূর্বাহ্ণ)
আমার এই পর্যন্ত সর্ব মোট ১০ খানা বই বের হয়েছে । ১,বৃত্তের শেষ পর্ব । ২,জিজীবিষার গল্প। ৩,গল্প সমগ্র ।৪, চণ্ডাল জীবন । ৫,অন্য ভুবন। ৬,বাতাসে বারুদের গন্ধ । ৭,অমানুষিক । ৮,মতুয়া এক মুক্তি সেনা । ৯, ইতিবৃত্তে চণ্ডাল জীবন [প্রথম খণ্ড] । ১০, ইতিবৃত্তে চণ্ডাল জীবন[দ্বিতীয় খণ্ড] । গোটা চারেক উপন্যাস পত্রিকায় প্রকাশিত হয়েছে যা এখনও বই আকারে আসেনি ।আগামী বই মেলায় আসবে দুটো উপন্যাস- ছেড়া ছেড়া গদ্য ও শঙ্কর গুহ নিয়োগীর জীবন ভিত্তিক উপন্যাস- মরণ সাগরের পাড়ে তোমরা অমর , আসবে দুটো গল্প সংকলন আর ‘অন্যের চোখে মনোরঞ্জন ব্যাপারী- জীবন ও সাহিত্য ।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (৩:৪৪ অপরাহ্ণ)
আমার পক্ষে যোগাযোগ করা কঠিন । তবে আপনার চাইলে তা অনায়াসে পারেন।
আমি একজন প্রকাশক চাইছি- বাংলা দেশে । যিনি আমার ইতিবৃত্তে চণ্ডাল জীবনের দুই খণ্ড ও অন্যান্য লেখাগুলো ছাপাবেন । কোন শর্ত চাপাবো না । আছেন কেউ ? আমার ঠিকানা-মনোরঞ্জন ব্যাপারী ,গ্রাম-৪ নাম্বার খুদিরাবাদ, পোষ্ট- ঢালুয়া, থানা- সোনারপুর, কলকাতা-৭০০১৫২, পশ্চিমবঙ্গ, ভারত । আমি সেই লেখক যার কথা এই ব্লগে আছে । যা নেই তা হল- আমি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছি। পেয়েছি ২৪ ঘণ্টা অনন্য সম্মান। আছেন কেউ আমার বই ছাপাবার মত??????????
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (৪:২০ অপরাহ্ণ)
এ সব তো ২০১২ সাল অর্থাৎ তিন বছর আগেকার মন্তব্য। তারপর আর কিছু নেই। কেন নেই ? আমি যে আপনাদের মতামত জানতে চাই ।
্মনোরঞ্জন ব্যাপারী - ২১ ডিসেম্বর ২০১৫ (৪:২২ অপরাহ্ণ)
রেজাউল করিম সুমন দাদা , আপনিও আমার ব্যাপারে নীরব !কেন দাদা ?
রেজাউল করিম সুমন - ২১ ডিসেম্বর ২০১৫ (১০:০৭ অপরাহ্ণ)
এক সামান্য পাঠকের এই অকিঞ্চিৎকর লেখাও যে কখনো চোখে পড়ে যাবে স্বয়ং লেখকের, শ্রদ্ধেয় মনোরঞ্জন ব্যাপারীর – স্বপ্নেও ভাবিনি!
মনোরঞ্জনদা, আপনার পূর্ণাঙ্গ গ্রন্থতালিকা ও ফোন নম্বরের জন্য অসংখ্য ধন্যবাদ। মুক্তাঙ্গনে আপনার নিয়মিত উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
মনোরঞ্জন ব্যাপারী - ২২ ডিসেম্বর ২০১৫ (৩:৩৫ অপরাহ্ণ)
রেজাউল করিম সুমন দাদা,
আমি জানতাম না যে আপনি আমাকে বাংলাদেশের পাঠকদের কাছে তুলে ধরার জন্য নিজে থেকে এতখানি সচেষ্ট হয়েছেন । কি বলে যে আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব বুঝে উঠতে পারছি না । তিন বছর কেটে গেছে,২০১২ থেকে ২০১৫- অনেকটা সময় । বুঝতে অসুবিধা হচ্ছেনা বাংলাদেশে আমার একদল পাঠক তৈরি হবার পিছনে আপনার অবদান অসামান্য, যাদের অনেকের ফোন পাই । কেউ কেউ ভারতে এলে আমার সঙ্গে দেখাও করে যান । এই তো অল্প কিছু দিন আগে শ্রদ্ধেয় লেখক হরি শঙ্কর জলদাস এসেছিলেন । শুনেছি ফিরে গিয়ে ওখানকার পত্রিকায় আমার বিষয়ে লিখেছেন। যাই হোক দাদা- একবার যোগাযোগ যখন হয়েই গেছে – নিয়মিত সেটা রক্ষা করবো । ভালো থাকবেন দাদা । আপনার জবাবের অপেক্ষায় রইলাম ।
রেজাউল করিম সুমন - ২৭ ডিসেম্বর ২০১৫ (৬:৪৭ অপরাহ্ণ)
মনোরঞ্জনদা,
বিলম্বিত উত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ব্লগের মডারেটরের কাছ থেকে আপনার ইমেইল আইডি চেয়ে নিয়ে বাইশ তারিখেই একটা মেইল করেছিলাম, কিন্তু সেটা ফিরে এসেছে। মন্তব্য করার সময়ে ব্যবহৃত আপনার আইডিটা সম্ভবত অসম্পূর্ণ ছিল।
লেখকের জীবন আর তাঁর লেখাই পাঠকদের টানে, তাঁরা লেখকের সঙ্গে একাত্মতা অনুভব করেন। আপনার ক্ষেত্রেও তা-ই ঘটেছে। যিনি আপনার লেখার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাঁর কথা এখানে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই – শিল্পী-অধ্যাপক নিসার হোসেন। যতদূর জেনেছি, আপনাদের মধ্যে আলাপ-পরিচয় আছে।
আমাদের অনেকেরই পরিচয় কেবল আপনার একটা মাত্র বইয়ের সঙ্গে – ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ (প্রথম খণ্ড)। এর দ্বিতীয় খণ্ডও ইতিমধ্যে প্রকাশিত এবং বর্তমানে তৃতীয় খণ্ড লেখার কাজ চলছে – এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। প্রথম খণ্ডের কিছু কপি চট্টগ্রামের বইবিপণি ‘বাতিঘর’ এনেছিল। আশা করি দ্বিতীয় খণ্ডটিও এখানে (এবং বাংলাদেশের অন্যত্রও) পাওয়া যাবে। আপনার লেখা সম্পর্কে পাঠকদের লিখিত মতামতও নিশ্চয়ই কালক্রমে জানা যাবে; সেজন্য অনেকদিন ধরেই অপেক্ষা করে আছি।
‘অন্যের চোখে মনোরঞ্জন ব্যাপারী – জীবন ও সাহিত্য’ নামের বইটি কারা ছাপছেন? ২০১৬-র বইমেলায় কি বেরোতে পারে? আমি সংগ্রহ করতে আগ্রহী। পড়তে চাই আপনার আরো সব গল্প-উপন্যাসও। বাংলাদেশ থেকে আপনার সমগ্র/নির্বাচিত রচনা-সংকলন প্রকাশের ব্যাপারে, আপনার ইচ্ছা অনুযায়ী, একজন প্রকাশকের সঙ্গে সামান্য আলাপ করা হয়েছে। এক্ষেত্রে আপনার বইগুলো আমাদের হাতের কাছে থাকা জরুরি। আপনার ইমেইল আইডি পেলে, পরে এ-বিষয়ে কথা বলা যাবে।
আপনার সম্পর্কে হরিশঙ্কর জলদাসের লেখাটি আমার চোখে পড়েনি; সামনে তাঁর সঙ্গে দেখা হলে জেনে নেব সে-লেখা কোথায় প্রকাশিত হয়েছিল।
মনোরঞ্জন ব্যাপারী - ২৯ ডিসেম্বর ২০১৫ (৩:৫৬ অপরাহ্ণ)
রেজাউল করিম সুমন দাদা , আমার ‘অন্যের চোখে মনোরঞ্জন বাপারী- জীবন ও সাহিত্য’ বই খানার প্রকাশক চেতনা লহর। আমার অন্য বই বাংলা দেশে প্রকাশনার ব্যাপারে আপনি যে উদ্যোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার এই ইমেলে একবার চেস্টা করে দেখুন যদি কথা পৌঁছানো যায় ।manoranjanbapari@gmail,com ।। আর কি, আপনাকে আর একবার ধন্যবাদ আপনার মাধ্যমে নিসার হোসেন সাহেবকে জানাই অসীম কৃতজ্ঞতা।
রেজাউল করিম সুমন - ১ জানুয়ারি ২০১৬ (৯:৩৬ অপরাহ্ণ)
ধন্যবাদ, মনোরঞ্জনদা। চেতনা লহর-এর বইটা কি এরই মধ্যে বেরিয়ে গেছে? নাকি বইমেলায় বেরোবে? প্রকাশকের ঠিকানা পেলে ভালো হয়।
আর এদিকে একজন নবীন প্রকাশকের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে মাত্র। একে ঠিক উদ্যোগ বলা যাবে না। কোনো পাকা কথাও হয়নি। তবে আমাদের আলাপের পরে তিনি আগ্রহ দেখিয়েছেন। বিস্তারিত জানিয়ে আপনাকে এইমাত্র ইমেইল করেছি।
মনোরঞ্জন ব্যাপারী - ২৯ ডিসেম্বর ২০১৫ (৪:৫২ অপরাহ্ণ)
আমি গত ১৬ই ডিসেম্ব্র-২০১৬ এক সেমিনারে যোগ দিতে দিল্লিতে গিয়ে ছিলাম। আমাকে দেশের প্রতি প্রান্তে অনবরত যে প্রশ্নের মুখোমুখি হতে হয় এবারও তা হতে হয়েছে । সেই প্রশ্নটা এই- আপনি কেন লেখেন ? আর আমি সববার যে জবাব দিই এবারও তাই দিয়েছি । আমার জবাব ছিল- আমার খুব খুন করতে ইচ্ছা করে । – পারিনাতো, তাই লিখি। যদি খুন করতে পারতাম আর লিখতাম না । সত্যিই তাই, সত্যিই আমার খুন করতে খুব ইচ্ছা করে ।এক অসহায় গরিব মা তার শিশু কন্যাটিকে একলা ঘরে রেখে কোথাও গেছে দু মুঠো অন্নের সন্ধানে। ভাঙ্গা ঘরের দরজা ঠেলে সেই ঘরে ঢূকে পড়ল এক ধর্ষক। আর তিন চার পাচ বছরের সেই বালিকাকে নির্মম ধর্ষণে মেরে ফেলে দিল । শুধু কি ধর্ষণ! ছোট্ট ওই বালিকার দেহে শিশি মোমবাতি আরও কিসব ঢুকিয়ে দেয়। আমার খুব ইচ্ছা করে এই গুলোকে ধরে নির্মম ভাবে কোপাই। যতক্ষন নড়বে ততোক্ষণ কোপাবো । একজন মানুষ চলেছে পথে । দুপুরের অসহ্য রোদ, পিপাসা পেয়েছে তার । দেখল সে পথের পাশে একটা কুয়ো, জল তোলার বালতি দড়িও আছে ।বেচারা একটু জল তুলে খেয়ে নিল। এই মাত্র অপরাধ তার ।সেই অপরাধে উচ্চবর্ণ জাতির লোকেরা রড পুড়িয়ে তার হাতে ছেঁকা দেয়। অকেজো করে দেয় হাত দুটো। আমার ইচ্ছা করে ওই লোক গুলোকে খুন করি। গুজরাটের দাঙ্গা! একদল বর্বর জল্লাদ মায়ের পেট চিরে বাচ্চা বের করে বল্লমে গেথে শহর প্রদক্ষিন করেছে । আমার মনে হয় ওই হত্যাকারীদের হত্যা না করাটা পাপ । ওদের এক মিনিট বাচতে দেওয়া মনুষ্যত্বের অপমান। একজন আদিবাসী- থাকে সভ্য জগত থেকে বহু দূর জঙ্গলে ।সে বলছে হে সভ্যতা আমি তোমার কাছে কিছু চাইনা । আমাকে আমার মত নিরাপদে বাচতে দাও । একদল লোভী ঝাপিয়ে পড়েছে তাদের জীবন তছনছ করে দেবার জন্য। তাদের হাজার বছরের জল জঙ্গল জমিন থেকে উচ্ছেদ করার জন্য। কারন তারা যেখানে বাস করে সেই মাটির নিচে রয়েছে অপার খনিজ সম্পদ । তারা দখল ছাড়তে নারাজ এই অপরাধে তাদের ঘর পোড়ান হচ্ছে, খুন করা হচ্ছ্থ, নারীদের ধর্ষণ করানো হচ্ছে। আমার মনে হয় এদের ক্ষমা করার কোন মতেই উচিত কাজ নয়। বিনাশ করা অতি ন্যায় সঙ্গত কাজ । কিন্ত আমি তো তা পারবোনা । তাই মনের দুঃখে আমার লেখায় ওই রকম একটা ঘৃণিত চরিত্র সৃষ্টি করি তারপর তাকে মেরে ফেলি । তাই আমি লিখি । যেদিন লেখার চেয়ে কার্যকর কোন মাধ্যম নাগালে পেয়ে যাব- আর লিখব না ।
মনোরঞ্জন ব্যাপারী - ২ জানুয়ারি ২০১৬ (৭:৩০ অপরাহ্ণ)
চেতনা লহরের বইটা কলকাতা বই মেলায় বের হবে । তখন ঠিকানা দিয়ে দেব । দেখুন ওই নবীন প্রকাশক কি বলে । ধন্যবাদ ।
রেজাউল করিম সুমন - ৬ জানুয়ারি ২০১৬ (১০:২৭ অপরাহ্ণ)
ধন্যবাদ, মনোরঞ্জনদা।
প্রকাশক স্বাভাবিকভাবেই আপনার বইগুলো দেখতে চান। বইমেলা তো আসন্ন; এবারের মেলায় নয়, ২০১৭ সালের একুশে বইমেলার জন্য হয়তো কোনো পরিকল্পনা করা যেতে পারে।
মনোরঞ্জন ব্যাপারী - ৬ জানুয়ারি ২০১৬ (৯:৪৩ অপরাহ্ণ)
বাংলা দেশের বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিন্দন। ভাল আছেন তো আপনারা ? আর আমার বিষয়ে আপনাদের কোন মন্তব্য দেখছিনাতো ! ভুলে গেলেন নাকি আমাকে ? এটা তো একদম ভাল কথা নয় । আমাকে আপনারা ভুলতে চাইলেও আমি ভুলতে দেব কেন ? আগামী ১৩ই জানুয়ারি ১৬ বাংলা আকাদেমিতে আমার গল্প পাঠ । আসবেন নাকি ?
রেজাউল করিম সুমন - ৬ জানুয়ারি ২০১৬ (১০:৩২ অপরাহ্ণ)
আপনার গল্পপাঠের আসরে উপস্থিত থাকতে পারলে খুবই ভালো লাগত!
মনোরঞ্জন ব্যাপারী - ১২ জানুয়ারি ২০১৬ (৯:৪৭ পূর্বাহ্ণ)
খুব ইচ্ছা করে একবার বাংলাদেশে যাই। আমার জন্মভূমি বরিশাল জেলার তুড়ুক খালি গ্রামের সেই মাটিতে গিয়ে একবার দাড়াই। বুকভরে একবার নিঃশ্বাসে টেনেনি সেই মাটি জল ফসলের ঘ্রান। মনটা বড় কাদে দেশের মাটি মানুষের জন্য। যে দেশ থেকে সেই বাষট্টি বছর আগে বাধ্য হয়ে চলে আসতে হয়ে ছিল । কাদের ষড়যন্ত্রে যেন দেশ ভিখারিতে পরিণত হয়ে গিয়েছিলাম অবোধ বাল্যবেলায়। আমাদের মত জার্মানিকেও সাম্রাজ্যবাদীরা দু টুকরো করে দিয়ে ছিল । শুভ বুদ্ধির উদ্য় হতেই মানুষ বাধার দেওয়াল গুড়িয়ে দিয়ে আবার এক হয়ে গেছে । এমনটা আমরা কি পারিনা ?
মনোরঞ্জন ব্যাপারী - ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (৮:৩৫ পূর্বাহ্ণ)
বাংলা দেশের আমার পাঠক বন্ধু সবাইকে জানাচ্ছি আমার আত্ম জীবনী ইতিবৃত্তে চন্ডাল জীবন- এর দ্বিতীয় খণ্ড দুদিন আগে ১০টা কপি বাতিঘর বুক সেন্টারে নিয়ে গেছে। অন্য যদি কারও বই দরকার হয় আমাকে ফোন করুন- ৯২৩১৫০৩৮৭৩ এই নাম্বারে। তখন কি ভাবে বই পাঠান যাবে চেষ্টা করব। ধন্যবাদ ।
মনোরঞ্জন ব্যাপারী - ১ মার্চ ২০১৬ (১১:০৪ অপরাহ্ণ)
আজ বাংলা জার্নাল নামক একখানা পত্রিকা হাতে এল।যেখানা প্রকাশিত হয়েছে কানাডা থেকে গত ডিসেম্বর ২০১৫ তারিখে । আমি ভীষণ অবাক হয়ে গেলাম এই দেখে যে আমাকে নিয়ে বাংলা দেশের সুপরিচিত লেখক হরি শঙ্কর জলদাস- একটি দীর্ঘ লেখা লিখেছেন ।উনি একদিন এসে ছিলেন আমার বাসায় ।অনেক কথা বার্তা হয়ে ছিল বটে তবে তা যে একটি লেখার বিষয় বানিয়ে ফেলবেন- ভাবতেও পারিনি । তবে যেটা সব থেকে আশ্চর্যের- ঠিক যে সময় উনি আমাকে নিয়ে লিখছিলেন ওই একই সময় আমিও ওনাকে নিয়ে একটা লেখা প্রস্তত করছিলাম । যেটা গত জানুয়ারী ২০১৬ তে চেতনা লহর পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে । বাংলা জার্নাল আমি তো পেয়ে গেছি, চেতনা লহর ওনার হাতে কি ভাবে পৌছাবে আমি জানি না । আপনারা কেউ কি ওনাকে সংবাদটা জানিয়ে দেবেন? কৃতজ্ঞ থাকব ।
মনোরঞ্জন ব্যাপারী - ৪ এপ্রিল ২০১৬ (১১:০২ অপরাহ্ণ)
কয়েক দিন আগে আবার ভারতে এসে ছিলেন বাংলা দেশের প্রখ্যাত লেখক হরি শঙ্কর জলদাস ।আমি ওনাকে চেতনা লহর পত্রিকাটা দিতে পেরেছি। যাতে আমি একটা লেখা লিখে ছিলাম ওনাকে নিয়ে । ওনার মুখেই খবর পেলাম আমার ইতিবৃত্তে চন্ডাল জীবন দ্বিতীয় খন্ড বাংলাদেশে নাকি গোটা ৫০ কপি পৌছে গেছে । তবে এখনও বাংলা দেশের পাঠকের কেমন লাগছে তা জানতে পারিনি । অপেক্ষায় আছি মতামতের । পাবো কি?
মনোরঞ্জন ব্যাপারী - ১০ মার্চ ২০১৬ (৭:২৪ পূর্বাহ্ণ)
বাংলাদেশের আমার পাঠক বন্ধুদের জানাচ্ছি আমার বই ” ইতিবৃত্তে চন্ডাল জীবন” এখন দুটো খণ্ডই চট্টগ্রামের বাতিঘর বই বিপণিতে পাওয়া যাচ্ছে । মাঝে যে খানিকটা সাপ্লাই সমস্যা হয়ে ছিল – এখন আর তা নেই । এখন থেকে নিয়মিত ওখানে আমার সব বই পাওয়া যাবে । চাইলে আপনারা আমাকে ফোন করুন – ৯২৩১৫০৩৮৭৩/ ৯৮৩১৯৩৯৩৩৯ এই নাম্বারে ।
মনোরঞ্জন ব্যাপারী - ১০ মার্চ ২০১৬ (৭:৩৩ পূর্বাহ্ণ)
সেই ১৯৮১ সাল থেকে লিখছি । দেশ বিদেশের বহু মানুষ আমাকে নিয়ে বহুত কিছু লিখেছেন। সেই সব লেখাকে একত্র করে প্রকাশিত হতে চলেছে-”নানা চোখে মনোরঞ্জন ব্যাপারী”। যদি কোন বড় রকম বিপর্য্যয় না ঘটে আজ থেকেই পাঠকদের হাতে তুলে দিতে পারব । আপনার চাই?
মনোরঞ্জন ব্যাপারী - ২৪ এপ্রিল ২০১৬ (৭:৫৯ পূর্বাহ্ণ)
বাংলা দেশের আমার পাঠক শুভানুধ্যায়ী বন্ধুদের জানাচ্ছি , আমার বই পত্র নিয়মিত চট্টগ্রামের বই বিপনি ”বাতিঘরে” যাচ্ছে। এই তো দিন তিনেক আগে একটা লট গেল । সেই সাথে গেছে চেতনা লহর পত্রিকাও । যে পত্রিকায় আমি বাংলাদেশের প্রখ্যাত লেখক হরি শঙ্কর জলদাস্ কে নিয়ে লিখেছি । আপনাদের যার যা বই দরকার বইঘরে খোজ করলে পেয়ে যাবেন । সবাই ভাল থাকুন।ধন্যবাদ ।
মনোরঞ্জন ব্যাপারী - ২৫ এপ্রিল ২০১৬ (২:৪৭ অপরাহ্ণ)
গতকাল আমার বাসায় এসে ছিলেন বাংলা দেশের লেখিকা রোমেনা আফরোজ । আমার জীবনে সে এক স্মরণীয় মুহুর্ত । আমার একটা বই যে এক জন মানুষকে এত খানি নাড়া দিতে পাড়ে ভেবে অবাক হচ্ছি । উনি আমার বাসায় ছিলেন মিনিট পনের। মনেই হয়নি যে এই আমাদের প্রথম দেখা । মনে হল যেন বহু কালের পরিচিত । মানুষটি শুধু দেখতেই সুন্দর নন মনটাও সুন্দর । আমাদের এই সাক্ষাৎকার আমার মনের মণি কোঠায় চির ভাস্কর হয়ে থাকবে বহু বহু বছর । তারপর কোন এক দিন – যদি ইতিবৃত্তে চন্ডাল জীবনের তৃতীয় খন্ড লিখতে পারি- লিখব অনাগত মানুষদের জন্য এই মানুষটির কথা । ওই মানুষটির জন্য আবার বাংলা দেশকে নতুন করে ভালবেসে ফেললাম । সোনার বাংলার সোনার মানুষকে আমার সালাম ।
মনোরঞ্জন ব্যাপারী - ২৫ এপ্রিল ২০১৬ (২:৫২ অপরাহ্ণ)
চট্টগ্রামের বই বিপনি ” বাতি ঘর”কেও আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালবাসা জানাই ।ওনাদের জন্যই আজ বাংলা দেশে আমার একটা পাঠক গোষ্ঠী তৈরি হতে পেরেছে । আবার জানাই আপনাদের আমাব শ্রদ্ধা ভালবাসা । ধন্যবাদ ।
মনোরঞ্জন ব্যাপারী - ২৫ এপ্রিল ২০১৬ (৩:০৬ অপরাহ্ণ)
বাংলা দেশ থেকে আমার সাথে দেখা করতে লেখক হরি শঙ্কর জলদাস এসেছেন, এসেছেন অধ্যাপক নিসার হোসেন, এসেছেন লেখিকা রোমেনা আফরোজ । এইসব মানুষের সাথে আমার পরিচিতির মাধ্যম রেজাউল করিম সুমন । সবাই তো এলেন , আপনি কবে ভারতে আসবেন দাদা ????????????????
মনোরঞ্জন ব্যাপারী - ২২ মে ২০১৬ (১১:২৬ পূর্বাহ্ণ)
বাংলা দেশের আমার পাঠক বন্ধুরা, কেমন আছেন সবাই ? আপনারা আর আমার কোন খোজ খবর নিচ্ছেন না , ভুলে গেলেন নাকি? আপনারা কি খবর পেয়েছেন আমার আর একটা বই বের হয়েছে? এটা শহীদ শঙ্কর গুহ নিয়োগীর জীবন ভিত্তিক একটা উপন্যাস – নাম মরন সাগরের পাড়ে তোমরা অমর । এই বই চাইলে অর্ডার দিন চট্টগ্রামের বই বিপনি- বাতিঘরে । পেয়ে যাবেন । ধন্যবাদ
মনোরঞ্জন ব্যাপারী - ২৭ মে ২০১৬ (৯:১৬ অপরাহ্ণ)
কেমন আছেন আমার বাংলা দেশের বন্ধুরা ?
মনোরঞ্জন ব্যাপারী - ৩ জুন ২০১৬ (৫:৫৭ পূর্বাহ্ণ)
বন্ধুরা আমার শহিদ শঙ্কর গুহ নিয়োগীর জীবন ভিত্তিক উপন্যাস-” মরণ সাগরের পাড়ে তোমরা অমর” বই খানা এখন কলেজ স্ট্রিটের আদি দে বুক স্টোরে পাওয়া যাচ্ছে ।দাম ৩৫০ টাকা মাত্র ।
মনোরঞ্জন ব্যাপারী - ২৬ জুন ২০১৬ (৫:৫৬ অপরাহ্ণ)
বাংলাদেশে আমার বই প্রকাশ করতে চান এমন কোন প্রকাশক কি আছেন? থাকলে যোগাযোগ করুন – ৯২৩১ ৫০৩৮৭৩ এই নাম্বারে ।
মনোরঞ্জন ব্যাপারী - ২৫ ডিসেম্বর ২০১৬ (১১:২৩ পূর্বাহ্ণ)
বহুদিন পরে আবার এই ব্লগে লিখতে এলাম । কেমন আছেন বন্ধুরা ? সবাই ভালো তো ? আপনাদের যে বিশেষ খবরটা দেবার জন্য এই লেখা- সেটা হল আগামী ২০১৭ কলকাতা বই মেলায় ”দে পাবলিশার্স ” থেকে প্রকাশিত হতে চলেছে আমার ” ইতিবৃত্তে চণ্ডাল জীবন” বই খানির অখন্ড সংস্করন । যাদের দরকার চট্টগ্রামের বাতিঘর বই বিপনি থেকে সংগ্রহ করতে পারবেন । ধন্যবাদ ।
রেজাউল করিম সুমন - ১০ জানুয়ারি ২০১৭ (৮:১৯ অপরাহ্ণ)
সুসংবাদ, মনোরঞ্জনদা। ধন্যবাদ আপনাকে।
মনোরঞ্জন ব্যাপারী - ১ আগস্ট ২০১৭ (১০:১১ অপরাহ্ণ)
আমার প্রিয় পাঠক বন্ধুরা ,
অন্য কার কী রকম সম্পর্ক তা আমার জানার কথা নয় , তবে আমার পাঠকদের সাথে আমার রয়েছে একটা গভীর নিবিড় আত্মীক সম্পর্ক । নিয়মিত আপনারা আমার খোঁজ খবর নিতে ফোন করেন , ফেসবুকে লেখেন- আমার শারীরিক অবনতি ঘটলে আপনারা উদ্বেগ প্রকাশ করেন -যা দেখে আমি বুঝতে পারি আপনারা আমাকে কত ভালোবাসেন । যখন হতাশার নিরাশার ঘনঘোর আঁধারে ডুবে যাই , যখন ক্লান্তিতে দেহ নুয়ে আসে – আর লিখতে পারিনা , আপনাদের ওই ভালবাসার স্পর্শে উজ্জিবিত হয়ে উঠি । সব হতাশা ক্লান্তি ঝেড়ে ফেলে কাগজ কলম নিয়ে বসি । আপনারাই আমার সব শক্তির উৎস ।
আমি লিখিনা , আপনারাই আমাকে দিয়ে লিখিয়ে নেন । তাই আমার যা কিছু সাফল্য তাঁর আসল হকদার আপনারাই ।
আজ আপনাদের এমন একটা খবর দেব যা দিতে গিয়ে আমি ভীষন অহংকারী হয়ে উঠছি । আমার অনেক গুরু । এক গুরু আমাকে বলেছেন – অহংকারী হয়োনা , পারলে অহংকার অর্জন করো । অহংকার তোমাতে অবস্থান করে কৃতার্থ হোক ।
আপনারা সবাই জানেন আমি কোন শ্রেনীর মানুষ , আর কোন শ্রেনীর মানুষের প্রতিনিধিত্ব করি ।আমি বাংলার দলিত দরিদ্র খেটে খাওয়া- প্রতিবাদী মানুষের প্রতিনিধি । আমার মানুষরা কোনদিন গায়ে জামা পায়ে জুতো দিতে পারে না । পেট ভরে খেতে পায়না । পাঠশালায় গিয়ে যে দু অক্ষর শিখবে সে সুযোগ পায়না । আমি সেই শ্রেনী থেকে এসেছি , সেই শ্রেনীর মানুষের দুঃখ যন্ত্রনার কথা বলতে এসেছি ।ভালো খাওয়া ভালো বাড়িতে থাকা ইংরাজি বলা গলায় টাই বাধা বাবু ভদ্দর লোকেদের আমি কেউ নই , বাবু ভদ্দর আমার লোক নয় ।তাই আজ আমার যে অহংকার তা একা আমার নয়, সব গলায় গামছা ঝোলানো- শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত- লোকের অহংকার । আমি বলতে এসেছি- বাবু ভদ্দররা ভালো বাড়িতে থেকে ভালো গাড়িতে চেপে ভালোমন্দ খেয়ে যা করতে পারো- কোন কারখানার গেট থেকে বের হয়ে এসে , কোন ক্ষেত খামারের ধুলো মাটি মাখা হাতে -পেটে গামছা বেধে আমরাও তা করতে পারি । একটু সুযোগ দিয়ে তো দেখুক ,আমরা কী করতে পারি । কিন্ত ওরা আমাদের কোন সুযোগ দেবে না । উল্টে প্রতিপদে আমাদের অগ্রগমনকে প্রতিহত করতে চাইবে ।তবে কোনো কিছু দিয়ে আমাদের রুখে দেওয়া আর যাবে না ।তৈরি থাকুক আমরা আসছি ।
যে আসনে ওরা অজগরের মত কুন্ডলি পাকিয়ে শত শত বছর পড়ে আছে – যে আসনের দর্প দম্ভে আমাদের মানুষ বলেও মনে করে না , স্বাধীকারে সেই আসনের পাশে আমাদের জন্য একটা আসন রাখতে হবে ।সম-সম্মানীয় ভেবে-বসতে দিতে হবে । এমনটা করতে ওঁরা বাধ্য হবে , সেদিন ক্রমে ক্রমে নিকটবর্তী হচ্ছে ।
প্রিয় পাঠক বন্ধুরা আজ এত কথা কেন বলছি তা জানেন ? আজ এই মাত্র আমার কাছে একটা আমন্ত্রন পত্র এসে পৌছেছে । আপনারা সবাই জানেন যে jaipur Literature Festival সারা ভারতের মধ্যে সবচেয়ে সম্মানীয় আর মর্যাদাবান সাহিত্য সম্মেলন । সেখানে যাবার জন্য ২০১৮ সালের জানুয়ারি মাসের ২৫ থেকে ২৯ পাচদিনের জন্য আমন্ত্রিত হয়েছি আমি । যেখানে সারা দেশের ২৫টি ভাষায় প্রায় ২০০ জন বক্তা সাহিত্য নিয়ে আলোচনা করবেন । পাচদিনে কম পক্ষে ৩,৫০, ০০০ জন মানুষের সমাগম ঘটবে । উদ্যক্তারা জানিয়েছেন আমার পরিবহন খরচ আর থাকা খাওয়ার সব দায়িত্ব তাদের । এমন সম্ভ্রান্ত মঞ্চে যদি মাত্র দশ মিনিটও বলার সুযোগ আসে তা আমার মত মানুষের জীবনে বিরাট প্রাপ্তি।বলুন এমন খবর আপনাদের না জানিয়ে কী করে থাকতে পারি ?
জানি এই খবর ফেসবুকে লেখার জন্য অনেকের …বিপ… ফাটবে । আমার নামে নিন্দা অপবাদের ঝড় তুলবে । তুলুক । যদি তা নাহয় তাহলে আর এত লড়াই করে কি আর হল ! তবে আপনারা তো আমার সাথে আছেন , ওরা আর ক’জন । আপনাদের ফুঁয়ে উড়ে যাবে । সবাই ভালো থাকবেন । ধন্যবাদ ।
মাসুদ করিম - ৪ আগস্ট ২০১৯ (৩:১৪ অপরাহ্ণ)