‘পাহাড় ও স্তেপের আখ্যান’ (‘জামিলা’, ‘প্রথম শিক্ষক’, ‘বিদায়, গুলসারি!’), ‘শাদা জাহাজ’, ‘মা-ধরিত্রী’, ‘একশো বছরের চেয়ে দীর্ঘতর দিন’, ‘গলগোথা’-র লেখক, অসামান্য কথাসাহিত্যিক চিঙ্গিজ আইৎমাতভ চলে গেলেন। এ বছরটা তাঁর জন্মভূমি কিরগিজস্তানে ‘আইৎমাতভ বর্ষ’ হিসেবে পালিত হচ্ছিল। বছর শেষ হবার আগেই, আশি পূর্ণ না করেই, বিদায় নিলেন আইৎমাতভ। জার্মানির নুরেমবার্গ থেকে তাঁর মৃতদেহ কিরগিজস্তানে এনে সমাধিস্থ করা হয়েছে।
শৈশব থেকেই দ্বি-ভাষী এই লেখক রুশ ও নিজ মাতৃভাষা কিরগিজে লিখতেন। অন্তত ১৬৫ ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে। চলচ্চিত্রায়িত হয়েছে তাঁর অধিকাংশ গল্প-উপন্যাস। বাংলা-ভাষী পাঠকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই বিশ্বনন্দিত লেখক। এই বছর তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন।
নীচের লিংকটা দেখুন।
http://www.sovlit.com/bios/aitmatov.html
[উন্নত রেজোল্যুশনে উপরের ছবিটি পেতে হলে ক্লিক করুন]
অন্যত্র আইৎমাতভ: এখানে দেখুন।