আজ আমার ২৩ তম জন্মদিন। কিন্তু বাইরে আকাশের অবস্হা এত খারাপ যে সারাটা দিন কিছুই করতেও পারলাম না, কোথাও যেতেও পারলাম না। বলুন তো কেমন লাগে ?
এদিকে আবার আমার গার্লফ্রেন্ড এ কারণে আমার উপর ভীষণ ক্ষেপে আছে। আমার কি দোষ বলুন। আমি তো তাকে নিয়ে সারাদিন ঘুরবো বলেই আজ অফিস থেকে মিথ্যা বলে ছুটি নিয়ে রেখেছি। কিন্তু সবকিছু গরবর করে দিল ঐ আকাশটা। সেই সকাল থেকে হলে বিছানায় শুয়ে আছি, আর ভাল লাগে না…এখন বিকেলেও বৃষ্টি থামছে না যে আমি তাকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসব।
জন্মদিনটাই মাটি হয়ে গেল আর কি………………..
Have your say
You must be logged in to post a comment.
৩ comments
রায়হান রশিদ - ২৬ অক্টোবর ২০০৮ (১২:৫৪ অপরাহ্ণ)
শুভ হোক জন্মদিন। বাইরের আকাশকে মনের আকাশ আচ্ছন্ন না করতে দিলেই হল। তেইশ বছর বয়সে বোধ করি সেটা অনেক বেশী সহজও। প্রিয় মানুষের সাথে দিন কাটাবেন, মনে হয়না প্রকৃতির সাধ্য আছে তাতে বাধ সাধার!
সৈকত আচার্য - ২৬ অক্টোবর ২০০৮ (২:২১ অপরাহ্ণ)
@ রাসেল আরেফিনঃ
কবিগুরুর দু’টি লাইন আপনার জন্যঃ
“নতুন জন্মদিনে
পুরাতনের অন্তরেতে
নতুনে লও চিনে।।”
মনজুরাউল - ২৭ অক্টোবর ২০০৮ (৮:৪২ অপরাহ্ণ)
জন্মদিন কখনো মাটি হয় না। শুভজন্মদিন।ভাল থাকুন।