আজ আমার ২৩ তম জন্মদিন। কিন্তু বাইরে আকাশের অবস্হা এত খারাপ যে সারাটা দিন কিছুই করতেও পারলাম না, কোথাও যেতেও পারলাম না। বলুন তো কেমন লাগে ?
এদিকে আবার আমার গার্লফ্রেন্ড এ কারণে আমার উপর ভীষণ ক্ষেপে আছে। আমার কি দোষ বলুন। আমি তো তাকে নিয়ে সারাদিন ঘুরবো বলেই আজ অফিস থেকে মিথ্যা বলে ছুটি নিয়ে রেখেছি। কিন্তু সবকিছু গরবর করে দিল ঐ আকাশটা। সেই সকাল থেকে হলে বিছানায় শুয়ে আছি, আর ভাল লাগে না…এখন বিকেলেও বৃষ্টি থামছে না যে আমি তাকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসব।
জন্মদিনটাই মাটি হয়ে গেল আর কি………………..
সাবস্ক্রাইব করুন
লগ্-ইন
3 মন্তব্যসমূহ
সবচেয়ে পুরোনো
wpDiscuz