চিবিয়ে খাওয়া আখ জাতের উপযোগিতা যাচাই

চিবিয়ে খাওয়া আখ জাতের উপযোগিতা যাচাই

কাকে বলে সমঝোতা?

কাকে বলে সমঝোতা?

ফুলকলি-র কবর

ফুলকলি-র কবর

চন্দ্রায়ন মন্ত্র!

চন্দ্রায়ন মন্ত্র!

বৃক্ষকন্যা!

বৃক্ষকন্যা!

"ভাস্কর্য নগরী" খাগড়াছড়ির আরো একটি ভাস্কর্য

"ভাস্কর্যনগরী" খাগড়াছড়ির আরো একটি ভাস্কর্য

কে করেছে এই কাজ?! -- মিস্ত্রি দেবরাজ!

কে করেছে এই কাজ?! -- মিস্ত্রি দেবরাজ!

তিনি জিয়া বলছেন...

তিনি জিয়া বলছেন...

ঘোষক দম্পতি!

ঘোষক দম্পতি!

খটকা-ছড়ি

খটকা-ছড়ি

ওই দেখা যায় চেঙ্গি খাল

ওই দেখা যায় চেঙ্গি খাল

সাহস-মিটার

সাহস-মিটার

সরকারি প্রতিষ্ঠানসমূহের সম্মুখে পরিবেশ দূষণকারী প্রস্রাব জাতের উপযোগিতা যাচাই

সরকারি প্রতিষ্ঠানসমূহের সম্মুখে পরিবেশ দূষণকারী প্রস্রাব জাতের উপযোগিতা যাচাই

মিঠুন দস্তিদার

বেড়াতে ভালোবাসি -- পাহাড়, সমতল, সমুদ্র, নদী, এমনকী স্বপ্নে অন্তরীক্ষেও! পড়া, সিনেমা দেখা আর গান শোনা প্রাত্যহিকীর অংশ, সাপ্তাহিকীর অংশ পানাহার। চট্টগ্রামের নাট্যদল প্রতিভাসের সঙ্গে যুক্ত।

৬ comments

  1. মাসুদ করিম - ৬ নভেম্বর ২০০৮ (৫:৩৭ পূর্বাহ্ণ)

    মিঠু ছবিগুলো যে মোবাইলে তুলেছ, তার মডেল নাম্বারটা দিয়ে দাও। System Restaurent-টা দেখে এলে না, নিশি লেনের(NEW ZEALAND ROAD) ছবি নেই। তোমাকে আবার যেতে হবে। সাজেক র‌য়ে গেল, তৈমাথৈ ছড়ার ওপর দিয়ে ফুট ব্রিজে মাটিরাঙ্গার এপার থেকে ওপারে এখন সহজে যাওয়া যায়। বেরিয়ে পড়ো, ভ্রমণ-ব্লগ করে জীবনটা পার করে দেয়া যায় কিনা দেখ!

    • মিঠুন দস্তিদার - ৬ নভেম্বর ২০০৮ (১২:০৮ অপরাহ্ণ)

      ছবিগুলো তোলা হয়েছে Nokia3110c মোবাইলে।

  2. মুয়িন পার্ভেজ - ৩ সেপ্টেম্বর ২০০৯ (১২:২৫ অপরাহ্ণ)

    মিঠুন দস্তিদারের তোলা ছবিতে সূক্ষ্ম পর্যবেক্ষণ ও পরিমিত রসবোধের সমন্বয় ঘটেছে। তবে ‘খাগড়াছড়ি’ বলতে যাঁরা অরণ্যঝরনা কল্পনা করতে ভালোবাসেন, তাঁদের একটু মনখারাপ হতেই পারে। ‘খটকা-ছড়ি’ ও ‘সাহস-মিটার’ — এ-দু’টি শব্দবন্ধের প্রয়োগ অপূর্ব!

    মিঠুন দস্তিদারের কাছে এরকম ছবি-লেখা আরও আশা করছি।

    • মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০০৯ (৬:২৬ অপরাহ্ণ)

      ‘খটকা-ছড়ি’ ও ‘সাহস-মিটার’-এর অপূর্বতা আস্বাদনের জন্য ধন্যবাদ : এ দুটিসহ এ ব্লগের প্রায় ক্যাপশনই আমার দেয়া, ফটো মিঠুর তোলা আর পুরো পোস্টটির সম্পাদনা করেছিল সুমন।

      ‘মুক্তাঙ্গন’-এ শুরুর দিকে ভালো ফটো-ব্লগ ছিল, মিঠু বাঁধন ও আরো একজন ঠিক নাম মনে নেই, এরা ও আরো অনেকে ফটো-ব্লগ দিতে পারেন মুক্তাঙ্গনে, ফটো-ব্লগ আমার খুব পছন্দের যদিও নিজে আমি ফটো তুলতে একদম ভালোবাসি না।

      • মুয়িন পার্ভেজ - ৩ সেপ্টেম্বর ২০০৯ (৭:৩৪ অপরাহ্ণ)

        মাসুদ করিম, ধন্যবাদ আপনাকে, রেজাউল করিম সুমনকেও।

        ‘ফটোব্লগ’-এর ভান্ডার আরও ঋদ্ধ হবে, আশা করি।

  3. মাসুদ করিম - ২৯ অক্টোবর ২০১১ (১০:৪০ পূর্বাহ্ণ)

    কত জন কত কথা বলে, কিন্তু কেউই ভ্রমণব্লগ : খগড়াছড়ির ওই দেয়াললিখনটা নিয়ে কিছু বলে না, আজ খালেদা যা বলছেন তার কত আগে খাগড়াছড়ির জাসাস দেয়ালে লিখেছিল স্বাধীনতার ঘোষক খালেদা জিয়া

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.