বিএনপির চেয়ারম্যান ইসলামি মাওবাদের চেয়ারম্যান। [ বাংলাদেশকে কোনোভাবেই ‘ইসলামি’ তকমায় দ্বীন = রাষ্ট্র করে তোলা যাবে না। ইসলামি মাওবাদের সেটাই লক্ষ্য। ] আমার খুব মনে হয় যারা ‘জামাত ছাড়া বিএনপি’কে সমাধান ভাবছেন তারা ভুল করছেন, জামাত ছাড়া বিএনপির জন্য অসম্ভব আমি এদিক থেকে কথাটা বলছি না, আমি বলছি এদিক থেকে যে সেই অসম্ভবকে বিএনপি সম্ভব করেই ফেলল তা ধরে নিয়েই, আমি এটাও ধরে নিচ্ছি শুধু নিবন্ধন বাতিল নয় জামাতের রাজনীতিই নিষিদ্ধ করে দেয়া হল, কিন্তু বিএনপি ইসলামি মাওবাদের পৃষ্টপোষকতা ছাড়ল না, তাহলে তো সন্ত্রাসবাদ গেল না, বরং ইসলামি মাওবাদ বিএনপির নেটওয়ার্ক ধরে তলে তলে বিকট ব্যাপ্তিতে ছড়িয়ে গেল, কাজেই সন্ত্রাসবাদ নির্মূল করতে গেলে যা এখনি করতে হবে — বিএনপির চেয়ারম্যানকে ইসলামি মাওবাদের চেয়ারম্যান হতে কোনোভাবেই আর দেয়া যাবে না, বালুর ট্রাক জলকামান তুলে জাল দিয়ে চেয়ারম্যানকেই মাছের মতো তুলে নিতে হবে।
এবং এটাকে এরকম কোনোভাবেই ভাববেন না জামাতকে আড়াল করার জন্য এসব বলা হচ্ছে, আমার মতে বাংলাদেশে জামাত ইসুটা নিয়ে একটাই কথা হবে একাত্তরের আন্তর্জাতিক অপরাধের কারণে দলটি নিষিদ্ধ হতেই হবে। কিন্তু আমাদের লক্ষ্য যখন হবে সন্ত্রাসবাদ নির্মূল করা তখন শুধু এটুকুতেই কাজ হবে না। ইসলামি মাওবাদকে নিশ্চিহ্ন করতে হবে। এবং সেকাজ করার সময় হাতে আছে তিন বছর, ২০১৬এর শেষে বর্তমান প্রক্ষেপ অনুযায়ী হিলারি ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগেই একাজ সম্পন্ন করতেই হবে। হিলারি ক্লিনটন হবেন আমেরিকার রকস্টার প্রেসিডেন্ট, এবং তিনি অনেক সিদ্ধান্তগ্রহণ তুড়ির দ্রুততায় নিজের দিকে আনার দক্ষতা দেখাবেন উন্মাদের মতো, তারপাশে আরো দুটো প্রক্ষেপ ভেবে নিন — একজন মমতা ও আরেকজন সুকি, একজন ২৫ ভাগ মুসলিম ভোটের জন্য আল্লামামুফতিইমামদের কব্জায় পুরোপুরি তখন হবেন পর্যবসিত আরেকজন রোহিঙ্গা সমস্যার সমাধান করতে গিয়ে হবেন চূড়ান্ত নাস্তানাবুদ, এদুজনকেই সাহায্যের হাত বাড়িয়ে নিজের মন্ত্রে চালিত করতে চাইবেন হিলারি — একবার ভাবুন তখনও যদি একই দুর্বলতা থেকে যায় আমাদের সাতক্ষীরা রামুতে, বুঝতে পারছেন কত দাপটে তখন খেলবেন হিলারি?
কাজেই প্রাণপ্রিয় দেশের জন্য সর্বশক্তি নিয়োগ করুন — বিএনপির হাতের মোয়া ইসলামি মাওবাদ এখনই বিনষ্ট করুন — আর দেরি না করে সংকল্পবদ্ধ হয়ে হিলারি আসিবার পূর্বে সন্ত্রাসবাদ মারিয়া ফেলুন।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
২১ comments
Pingback: হিলারি আসিবার পূর্বে সন্ত্রাসবাদ মারিয়া ফেলুন | প্রাত্যহিক পাঠ
মাসুদ করিম - ১০ ফেব্রুয়ারি ২০১৪ (১২:৩৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৬ ফেব্রুয়ারি ২০১৪ (১০:০৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১২ মার্চ ২০১৪ (৯:৫১ পূর্বাহ্ণ)
ওআইসি মহাসচিবের সাথে বৈঠক বাতিল করেই খালেদা কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে বসলেন, কী বোঝা যাচ্ছে?
মাসুদ করিম - ২৬ আগস্ট ২০১৪ (৮:৪৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১৪ (১:৪৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৪ ডিসেম্বর ২০১৪ (১০:২৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৪ সেপ্টেম্বর ২০১৪ (৭:৩০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১৪ (৯:২০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩১ মার্চ ২০১৫ (৭:৫৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১৫ (১২:৩৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১১ এপ্রিল ২০১৫ (১২:২০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৫ জুন ২০১৫ (১০:৪৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩০ জুন ২০১৫ (৯:০৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১৫ (৪:০৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১৫ (৭:৩২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০১৫ (১২:০৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৯ মে ২০১৬ (৮:৪০ অপরাহ্ণ)
মমতা সুকি তো চলেই এল এবার হিলারির পালা, কিন্তু আমাদের খবর কী?
মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১৬ (৪:৫২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৬ নভেম্বর ২০১৬ (১১:৪১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৬ (৬:০২ অপরাহ্ণ)
হিলারি আসতে পারলেন না।