পুরনো বইপ্রস্থ
বইপ্রস্থ ২৫ আগস্ট ২০০৯
বইপ্রস্থ ০৮ ফেব্রুয়ারি ২০১০
বইপ্রস্থ ১৭ সেপ্টেম্বর ২০১০
বইপ্রস্থ ২৬ জুন ২০১২
বইপ্রস্থ ২৩ এপ্রিল ২০১৩
তোদের গায়ে মুতি
The Blood Telegram – India’s secret war in East Pakistan ।। Garry J. Bass ।। Vintage Books Random House India ।। First Published 2013।। Price 599 indian Rupies
বইটি বাংলাদেশ নিয়ে নয়। ১৯৭১ সালের আমেরিকান প্রশাসনের পাকিস্তানের আগ্রাসী সামরিক জান্তার প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বিপরীতে ভারত সরকারের প্রতি চূড়ান্ত অসহিষ্ণুতার হিসাবকিতাব নিয়ে তিনটি সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুছিয়ে পরিবেশিত একটি গুরুত্বপূর্ণ অনুলিখন। সেখানে প্রকল্পটি হল ‘পূর্ব পাকিস্তান’এ ১৯৭১ সালের ‘গৃহযুদ্ধ’ যেখানে ইয়াহিয়ার সামরিক জান্তার নিষ্ঠুরতায় ‘সিলেক্টিভ জেনোসাইড’এর আলামত নিয়ে আমেরিকার ‘স্টেট ডিপার্টমেন্ট’কে অবহিত করতে গিয়ে প্রেসিডেন্ট নিক্সনের রোষানলে পড়ে ক্যারিয়ার ধ্বংস হল দূতাবাস কর্মকর্তা আর্চার ব্লাডের – আর সেই সূত্রেই বইটির নাম ‘দি ব্লাড টেলিগ্রাম’, ঠিকই আছে, কিন্তু বইটির দ্বিতীয় শিরোনাম ‘ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান’ না হয়ে ‘আমেরিকাস সিক্রেট স্টার্ট টু ভেনচার ইসলামিজম’ হলেই বইয়ে বর্ণিত নিক্সন-কিসিঞ্জারের ১৯৭১ সালের কার্যকলাপের একটা মূল্যবান ঐতিহাসিক ইঙ্গিত পাওয়া যেত।
এই বইয়ের নিক্সন-কিসিঞ্জারকে পড়তে গিয়ে আমার মনে হয়েছে এই দুজনের হাতেই পাকিস্তানের সামরিক জান্তার সাথে সুগভীর বন্ধুত্বের সুযোগে পাকিস্তানের জঙ্গি ইসলামের বীজতলার কাজ সম্পন্ন হয়েছে ১৯৭১ সালেই এবং এ বীজতলা থেকে চারা নিয়েই পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে তার নিবিড় চাষ করেছে আমেরিকান প্রশাসন।
স্কুল কলেজে এরকম জুটি বেশ দেখতে পাওয়া যায়, একটি ক্ষমতাবান ছেলে বা মেয়ের সাথে একটি মেধাবী ছেলে বা মেয়ের সার্বক্ষণিক চলাফেরা – এবং এই জুটির নানা অপকর্মে চারপাশে সবাই আতঙ্কিত বিরক্ত কিন্তু ক্ষমতা ও মেধার দ্বৈত দাপটে সবার নাভিশ্বাস উঠলেও কারোরই কিছু করার থাকে না। নিক্সন-কিসিঞ্জার সেরকম একটি জুটি। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সেযুদ্ধে বাঙালিদের মরণপণ লড়াই তাদের উপর সংঘটিত গণহত্যা লুটপাট ধর্ষণ, তাদের রাজনৈতিক নেতৃত্ব এসব এদুজনের কাছে কিছুই নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ ইয়াহিয়ার বন্ধুত্ব সেই বন্ধুত্বের সর্বোচ্চ ব্যবহার করে গোপনে চীনের কমিউনিস্ট পার্টির হর্তকর্তাদের কাছে পৌঁছানো এবং এভাবে ঠাণ্ডাযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের শক্তি ক্ষয় করে দেয়া। আর এই জুটির কিসিঞ্জার সাহেব তো পেটের পীড়ার অভিনয় করে রাষ্ট্রীয় সফর থেকে আড়ালে চলে গিয়ে ইয়াহিয়ার পাবর্ত্য রেসর্টে হাওয়া বদলের অফিসিয়াল ঘোষণা দিয়ে অন্তরালে পাকিস্তানের বিমানে করে বেইজিংয়ে চৌ এনলাইয়ের সাথে দেখা করে পরবর্তীতে চীনে নিক্সনের বিখ্যাত রাষ্ট্রীয় সফরের ব্যবস্থা করেন। এবং এঅংশটুকু পড়তে গিয়ে আমার মনে হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিজের গোয়েন্দার মতো অভিজ্ঞতা নেয়ার অভিযান ছাড়া কিসিঞ্জারের গোপনে চীন ভ্রমণের আর কোনো বিশেষত্ব ছিল না। অন্যভাবেও তখনকার দিনে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্কহীন চীনের যোগাযোগ সৃষ্টি করা যেত।
এই বই পড়তে পড়তে হঠাৎ হঠাৎই আমার খুব হাসি পেয়েছে, আমেরিকান প্রশাসনের এই নিষ্ঠুরতা চর্চার সেই বুঝি শুরু – এবং এচর্চাটা আমেরিকান প্রশাসনেরও নিশ্চয় খুব প্রিয়, প্রিয় বলেই তো আজো কিসিঞ্জার ওদের সবচেয়ে গ্রাউন্ড ব্রেকিং কূটনীতিবিদের সম্মান পেয়ে থাকে, কিন্তু আমার কাছে কিসিঞ্জার এক মহাবিরক্তিকর প্রাণী – এই যে শুরুতে বলছিলাম, ‘ভেনচার ইসলামিজম’এর বীজতলার প্রথম চাষী কিসিঞ্জারই – একাজে তার হাতে জমি তুলে দিয়েছিল প্রেসিডেন্ট নিক্সন।
আজকের ইসলামি জঙ্গিত্বের যে নেটওয়ার্ক তার গোড়াপত্তন করে দিয়েছে ১৯৭১ সালের পটভূমিকায় এই নিক্সন-কিসিঞ্জার জুটি। এই বই পড়তে গিয়ে আমার এই উপলব্ধিটা আমার নিজের কাছেই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১৬ comments
মাসুদ করিম - ২০ নভেম্বর ২০১৩ (৬:৩০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৩ ডিসেম্বর ২০১৩ (১:২৭ পূর্বাহ্ণ)
Pingback: তোদের গায়ে মুতি | প্রাত্যহিক পাঠ
মাসুদ করিম - ২৩ নভেম্বর ২০১৩ (৭:২৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৩ ডিসেম্বর ২০১৩ (১:৪১ পূর্বাহ্ণ)
এরকম একটি লেখার অপেক্ষায় ছিলাম অনেক দিন।
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১৪ (১০:২৬ পূর্বাহ্ণ)
Pingback: বইপ্রস্থ ৭ | মাসুদ করিম
মাসুদ করিম - ১৬ ডিসেম্বর ২০১৪ (১:৫০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ অক্টোবর ২০১৫ (৭:৩৬ অপরাহ্ণ)
Pingback: বইপ্রস্থ ৮ | মাসুদ করিম
Pingback: বইপ্রস্থ ৯ | মাসুদ করিম
Pingback: বইপ্রস্থ ১০ | মাসুদ করিম
Pingback: বইপ্রস্থ ১১ | মাসুদ করিম
Pingback: বইপ্রস্থ ১২ | মাসুদ করিম
Pingback: বইপ্রস্থ ১৩ | মাসুদ করিম
Pingback: বইপ্রস্থ ১৪ | মাসুদ করিম