ছবি থাকলে আর একটা শব্দও লিখতে ইচ্ছে করে না। সাম্প্রতিক সিলেট ভ্রমণের কিছু ছবি ফ্লিকারের মাধ্যমে স্লাইড করে দিয়েছি, দেখুন। ফ্লিকারের ছবিগুলো তাহমিনা আখতারের তোলা, ক্যামেরা নাইকন কুলপিক্স পি ৬০০০, আমার হাতে উঠেছে টুইটারে শেয়ার করা (আরআইএম ব্ল্যাকবেরি ৯৮১০) তাৎক্ষণিক ছবিগুলো ।
সিলেটের যেতিনটি জায়গায় ভ্রমণের ছবি এখানে দেয়া হয়েছে তাতে রাতারগুল জলাবন ও সারি নদী যাওয়া খুবই সহজ। কিন্তু বিছনাকান্দি যাওয়া কষ্টসাধ্য, অর্ধেকের বেশি রাস্তা এমনই ভাঙ্গা আপনার মনে হতে পারে সমুদ্রের ঢেউ ডিঙ্গিয়ে রাস্তা পার হচ্ছেন। তারপর গোয়াইনঘাট হরদারপাড় বাজারের ঘাটে এসে নৌকা না পেলে হাঁটতে হবে গ্রামের পথে ও পাড়ি দিতে হবে জল পাথরের বাধা তাতে অনায়াসে লেগে যেতে পারে ঘণ্টা দুয়েক, আর নৌকা পেলে লাগতে পারে দেড়ঘণ্টা, বর্ষাকালে হয়ত আরো বিশ-পঁচিশ মনিটি কম। এ পর্যন্তই – একটিও শব্দ না লেখার ইচ্ছে থাকলেও বেশ কিছু শব্দ লিখে ফেলতে হল – কারণটা সহজ, এই মানবজন্মের সবচেয়ে শক্তিশালী উপাদান ‘শব্দ’কে উপেক্ষা করা খুবই খুবই কঠিন।
ফ্লিকার স্লাইডশো
বিছনাকান্দির পাথরের খনিতে অভিযান (হদরারপাড় বাজার) গোয়াইনঘাট ২০টি ছবি
রাতারগুল সিলেট বাংলাদেশ | @UNESCO #ratargul the swamp forest in sylhet is worth to be natural world heritage pic.twitter.com/236eaGQYJI
— masud karim (@urumurum) October 15, 2013
সারি নদী সিলেট pic.twitter.com/fMYFzpWovF
— masud karim (@urumurum) October 16, 2013
সিলেট – বিছানাকান্দি( কোয়ারি)- সিলেট নয় দশ ঘন্টার কঠিন পথ pic.twitter.com/RBP14jEyhy
— masud karim (@urumurum) October 17, 2013
বিছনাকান্দি কোয়ারি সিলেট pic.twitter.com/EorWDK0Ic0
— masud karim (@urumurum) October 17, 2013