এবং খুব দ্রুত, এমাসে দলের নাম গঠনতন্ত্র নিয়ে কাজ গুছিয়ে মে মাসের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। বাংলাদেশের উদারতান্ত্রিকতার একটা রাজনৈতিক পরিচয়ের শক্তিসঞ্চয় খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। উদার জাতীয়তাবাদী, উদার ধর্মবিশ্বাসী, উদার উন্নয়নকর্মী, উদার গণমাধ্যমকর্মী, উদার বাম, উদার সাংস্কৃতিককর্মী – রক্ষণশীল ও গড্ডল মধ্যপন্থীদের মধ্যের উদারতান্ত্রিকদের পেলে তো আরো ভাল, না পেলে তাদের ছাড়াই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এখন খুবই জরুরি।
গণজাগরণ শুধু ‘মটিভেশন’ ‘প্রেসার গ্রুপ’ এসব কাজ করে বেশি দূর যেতে পারবে না এটা ঠিক নয় – যেতে ঠিকই পারবে। কিন্তু এটা কি আরো ভাল নয় নিজেদের কাজের মূল্যায়ন নিজেরা করার রাজনৈতিক শক্তি অর্জনের চেষ্টা করা? কারণ রাজনৈতিক শক্তি অর্জনের সত্যিকারের চেষ্টা একটা এমন প্রক্রিয়া যা বহুবর্ষব্যাপী মানুষের আকাঙ্ক্ষাকে স্বতঃজাগ্রত রাখতে সবচেয়ে সাবলীল সংগ্রামী সংঘবদ্ধতা। এবং এর কোনো বিকল্প নেই। অনেক দূর হাঁটার মানসিক শক্তির সম্মিলন হলে গণজাগরণকে প্রজন্মের দাবিকে নিজেদের রক্ষাকবচ ধরে নিয়ে রাজনৈতিক শক্তির পথে বেরিয়ে পড়াটাই হবে আজকের স্বরাজ।
আশু লক্ষ্য হবে আগামী জাতীয় নির্বাচনে ৫ থেকে ১০ ভাগ ভোট নিজেদের করায়ত্ত করার কঠিন রাজনৈতিক সংকল্পে নিজেদের শ্রেষ্ঠ সময়ের সাধ্যের সমস্ত পরিশ্রম নিংড়ে দেয়া। এবং সেটা সংকল্পবদ্ধ হলে করা সম্ভব। প্রাণ দেয়ার প্রয়োজন নেই সাধ্যের সবটুকু উজাড় করে দিলে সংঘবদ্ধতায় কঠিন থাকলে এরকম একটি রাজনৈতিক দল আমরা পেতেই পারি, যার হাতের শক্তি সঞ্চয়ে উদারতান্ত্রিকতার মুক্তিসংগ্রামের বাঙালির আন্তঃধর্মের সকল-জনজাতির বাংলাদেশ নির্ভয়ে মুক্তপথের পথিক হতে পারবে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৮ comments
abu naser robii - ১২ এপ্রিল ২০১৩ (২:৫৭ অপরাহ্ণ)
ভাল চিন্তা,আমি এই দলে নাম লেখাতে চাই। আপ্নি?
সাগুফতা শারমীন তানিয়া - ১২ এপ্রিল ২০১৩ (৬:১০ অপরাহ্ণ)
সম্পূর্ন সহমত। রাজনৈতিক সমস্যাবলী অরাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে বেশিদূর নিয়ে যাওয়া যায় বলে মনে করি না। আর রাজনীতিতে কেন নয়?
রায়হান রশিদ - ১৩ এপ্রিল ২০১৩ (৭:৪৪ পূর্বাহ্ণ)
রাজনৈতিক দল হতে হলে রাজনৈতিক কর্মসূচী লাগে, রাষ্ট্র পরিচালনার মূল নীতিগত ইস্যুগুলোতে এক ধরণের ঐক্য লাগে, অভিজ্ঞতা এবং পরিপক্কতা তো লাগেই। তার চেয়েও জরুরী, রাষ্ট্র ও সমাজ পরিচালনার সুনির্দিষ্ট কিছু নীতিগত অবস্থান থাকা লাগে। আমি নিশ্চিত হতে পারছি না গণজাগরণ মঞ্চ সেটা ধারণ করে কি না। এখনো ঢাকার মূল চত্বরের সাথে অন্যান্য শহরের চিন্তা এবং সংহতিতে বিশাল ফাঁক দেখছি। তা নিয়ে ক্ষোভ এবং হতাশাও দেখছি। চিন্তা ও মত প্রকাশের অধিকার ইস্যুতে ব্লগারদের ঘিরে অবস্থানে অস্পষ্টতা দেখেছি। কেউ হয়তো বলবেন এই অস্পষ্টতা কৌশলগত। আমি বলবো এই অস্পষ্টতা ঠিক কেমন দেশ আমরা চাই সে বিষয়ে অস্পষ্টতাকেও কিন্তু স্পষ্ট করে। যুদ্ধাপরাধী মুক্ত দেশ চাই, ঠিক কথা; জামাত-শিবির মুক্ত দেশ চাই, ঠিক কথা। কিন্তু কিসের জন্য চাই, কি রক্ষা করতে চাই – তা কি স্পষ্ট করেছে গণজাগরণ মঞ্চ? গণজাগরণ শুধু যুদ্ধাপরাধ ইস্যুতে হলে এই প্রশ্নগুলো আমি করবো না, কিন্তু সেটাকে আরও বিস্তৃত করতে চাইলে এই প্রশ্নগুলো তো আসবেই। আর ধরুন নির্বাচনে ৫-১০ ভাগ ভোট যদি সত্যিই জুটলো, তা কার ভাগ থেকে জুটবে সেটা নিয়েই ভাবছি।
মাসুদ করিম - ১৩ এপ্রিল ২০১৩ (৬:৩৯ অপরাহ্ণ)
রাজনৈতিক দল হতে হলে নীতিগত ঐক্য এ নীতিগত নির্দেশনা লাগবেই — ‘কৌশলগত অস্পষ্টতা’ পেরিয়েই সংহতির মাধ্যমেই দল সৃষ্টি সম্ভব, অন্যথায় নয় — আবার সবার সংহতিও অসম্ভব বস্তু, কাজেই দল সৃষ্টি নিয়েও সবাই একমত হবে না। আর রাজনৈতিক কর্মসূচী রাজনৈতিক দল করার সিদ্ধান্ত নিতে পারলেই দেয়া সম্ভব হবে। আর রাজনৈতিক দল করতে পারলে ভোটে যেতে পারলে কার ভাগের ৫-১০% ভোট জুটবে সেটা কোনো প্রশ্ন নয় — জুটলে সেই ভোট ওই রাজনৈতিক দলের ভাগ যাকে ধরে একটি দল আরো সামনে এগোতে পারবে।
মাসুদ করিম - ১৫ ডিসেম্বর ২০১৩ (১২:১৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১৩ (১:১২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১৪ (৬:১০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১৪ (৬:৩০ অপরাহ্ণ)
আগেও বলেছি এখনো বলছি মুজাহিদ ইসলাম সেলিম গংদের তালে পড়ে দিল্লির আম আদমির নকল করে ‘আম জনতা মঞ্চ’ করে কোনো কাম হবে না — কিন্তু আত্মশক্তির সন্ধান করে রাজনৈতিক দল সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে গেলে আবার অনেক কিছুই হবে — সেপরিসর বাংলাদেশের রাজনীতিতে এখন আছে।