মোহাম্মদ নাশিদকে তার সংগ্রাম একাই চালিয়ে যেতে হবে। আমেরিকা, ভারত, চীন সব একজোট হয়েছে — প্রাক্তন প্রেসিডেন্ট যিনি ক্যু-এর পরে প্রেসিডেন্ট হয়েছেন তাকে তারা সমর্থন দিয়েছেন। আমেরিকা ও চীন সুপারপাওয়ার তাদের সুপারপাওয়ারি সমর্থন তারা এভাবেই দেয়। কিন্তু ভারত তো সুপারপাওয়ার নয়, ভারত কেন সবসময় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র বলে আশেপাশের ছোট নবীন গণতন্ত্রকে বিপদে সহায়তা করে না? কারণ ভারতের বিদেশ নীতি ভারতের স্বদেশ নীতির মতোই বিষণ্ণতায় ভোগে, সিদ্ধান্তহীনতায় ভোগে। ভারতের বিদেশ নীতির মূল কূটনীতিটা মধ্যপ্রাচ্য, মধ্যএশিয়া, পাকিস্তান ও দক্ষিণএশিয়াকে ঘিরে — এই অঞ্চলে সংখ্যগরিষ্ঠরা মুসলমান, আর ভারতের নিজ দেশে বড় সংখ্যালঘুরা মুসলমান, তার আশেপাশের মুসলমানদের অগণতান্ত্রিক অবস্থানটাই তার কাছে বড় আবার নিজ দেশের গণতান্ত্রিক কাঠামোয় মুসলমানদের ভোটটাও তার কাছে বড়। এই অগ্নিমান্দ্য থেকে ভারতের বিষণ্ণতা ভারতের সিদ্ধান্তহীনতা। এজন্যই ভারত আরব বসন্তের নীরব দর্শক, এজন্যই ভারত মোহাম্মদ নাশিদের পাশে দাঁড়াতে পারে না, এজন্যই ভারত হাসিনার বন্ধুত্ব চায় কিন্তু নিজের মন নিজেই খুঁজে পায় না, এজন্যই ভারত সুকির চেয়ে বার্মিজ জেনারেলদের বেশি ভালবাসে, আজো ভালবাসে নেপালের রাজাদের, আর পাকিস্তানকে সে যমের মতো ভয় পায়। তাই মোহাম্মদ নাশিদকে, শেখ হাসিনাকে, সুকিকে তাদের নিজের সংগ্রাম নিজেদেরকেই চালাতে হবে। এরা যদি নিজেদের সংগ্রামে জয়ী হয় তাহলেই দক্ষিণএশিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল, আর যদি তা না হয় তাহলে দক্ষিণএশিয়াও মধ্যএশিয়া মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের মতো অসহজ ইসলামি দৈন্যতায় নিমজ্জিত হবে — এবং এই অঞ্চলের নানা ধর্মের নানা বিশ্বাসের মানুষের জীবনে অপরিসীম সন্ত্রাসের নৈরাজ্য ডেকে আনবে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৩১ comments
মাসুদ করিম - ১৫ ফেব্রুয়ারি ২০১২ (৬:১৩ অপরাহ্ণ)
নাশিদের দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি ১৭ ফেব্রুয়ারি বিশাল রাজনৈতিক র্যালির আয়োজন করতে যাচ্ছে।
খবরের লিন্ক এখানে।
এরমধ্যে আজকে ভারতের বিদেশ সচিব রঞ্জন মাথাই চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে মালদ্বীপ যাচ্ছেন।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৮ ফেব্রুয়ারি ২০১২ (২:৪৪ অপরাহ্ণ)
মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির বিক্ষোভ সমাবেশ গতকাল বিকেল থেকে শুরু হয়েছে এবং আজো চলছে। বিক্ষোভ সমাবেশ কখন শেষ হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
খবরের লিন্ক : MDP protest continues into day two।
মাসুদ করিম - ২৮ ফেব্রুয়ারি ২০১২ (৭:০৩ অপরাহ্ণ)
কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মালদ্বীপ গেলেন ভারতের বিদেশ সচিব রঞ্জন মাথাই। মালদ্বীপে ০১ মার্চ ২০১২তে পরবর্তী মজলিশ (সংসদ অধিবেশন) বসার কথা।
লিন্ক : Ranjan Mathai in Maldives for the Second Time।
মাসুদ করিম - ২০ এপ্রিল ২০১২ (৭:৩১ অপরাহ্ণ)
ভারতীয় সাংবাদিক প্রবীণ স্বামীর সাথে মোহাম্মদ নাশিদের সাক্ষাৎকার।
লিন্ক : India did not understand the seriousness of events in the Maldives, says Nasheed।
মাসুদ করিম - ২১ এপ্রিল ২০১২ (১০:২১ পূর্বাহ্ণ)
মোহাম্মদ নাশিদ এখন ভারতে এবং তিনি বিভিন্ন ফোরামে মালদ্বীপে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারত সরকারকে মালদ্বীপ সরকারের উপর চাপ সৃষ্টির আহবান জানাচ্ছেন। তার আশঙ্কা নির্বাচন অনুষ্ঠানে যতই দেরি হবে তত মালদ্বীপে ইসলামি মৌলবাদীদের হাতই শক্ত হবে। মোহাম্মদ নাশিদ এই একই আহবান জানাতে বাংলাদেশ, নেপাল ও ভূটানও সফরের আশা রাখেন। পাকিস্তানে নাশিদ যাবেন না, কিন্তু পাকিস্তান সরকারকেও তিনি মালদ্বীপের বর্তমান অবস্থা ও দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন।
লিন্ক : India must insist on early polls in Maldives: Nasheed।
মাসুদ করিম - ২২ এপ্রিল ২০১২ (১১:১৭ পূর্বাহ্ণ)
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে মোহাম্মদ নাশিদের সাক্ষাৎকার। অবশ্যপাঠ্য বললে কম বলা হবে। সাক্ষাৎকারটিও বিশদ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরে সুবিন্যস্ত।
লিন্ক : ‘I will go to hell and back to bring democracy back to Maldives’।
মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১২ (২:৩২ অপরাহ্ণ)
মোহাম্মদ নাশিদকে প্রেপ্তার করেছে মালদ্বীপের পুলিশ। হতাশাব্যঞ্জক মোড় মালদ্বীপের রাজনীতির।
মাসুদ করিম - ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (৬:৫৪ অপরাহ্ণ)
মালদ্বীপ হাইকোর্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করার পরই তিনি মালেতে ভারতীয় হাইকমিশনে এসে ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন।
বিস্তারিত : Former Maldives president Nasheed seeks refuge in Indian High Commission
মাসুদ করিম - ১৪ ফেব্রুয়ারি ২০১৩ (২:৪৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১৩ (১১:৪৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৫ মার্চ ২০১৩ (৬:১২ অপরাহ্ণ)
এবার বাড়ির সামনে থেকেই প্রেপ্তার হলেন মোহাম্মদ নাশিদ।
এবার কিসের জন্য গ্রেপ্তার হলেন নাশিদ তা আসলেই এখনো বোঝা যাচ্ছে না। এরমধ্যে নাশিদের গ্রেপ্তারের পরপর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ টুইট করলেন, আমার ভাই আলি ওয়াহিদকে অপমান করে বিচার থেকে বাঁচতে পারবে না নাশিদ। টুইটের ধরনটা একবারেই রাষ্ট্রপতিসুলভ নয়। সত্যিই খুবই বিশ্রী একটা পরিস্থিতিই তৈরি হয়েছে মালদ্বীপে বলতে হবে।
তার এই টুইটকে উদ্ধৃত করে নাশিদের দলের টুইটার হ্যান্ডেলের টুইট।
মাসুদ করিম - ৮ মার্চ ২০১৩ (২:২৮ অপরাহ্ণ)
মোহাম্মদ নাশিদ জামিন পেয়েছেন, তার দল আদালতে প্রার্থনা করেছিল নাশিদের বিরুদ্ধে বিচার আগামী সেপ্টেম্বরের নির্বাচনের পরে নিয়ে যাওয়া হোক এবং সেপর্যন্ত তাকে জামিন দেয়া হোক, আদালত নাশিদকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছে। জামিন পাওয়ার পর মোহাম্মদ নাশিদ টুইট করেছেন।
মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১৩ (১০:৪৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১৩ (১১:০১ পূর্বাহ্ণ)
এবং মালদ্বীপের সুপ্রিম কোর্ট নির্বাচনের উপর অনির্দিষ্ট কালের নিষেধাজ্ঞা জারি করল!
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১৩ (২:০৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১৩ (১১:০১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৯ অক্টোবর ২০১৩ (৫:৫১ অপরাহ্ণ)
সুপ্রিম কোর্টের রায়ে ৭ সেপ্টেম্বরের নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করায় মালদ্বীপের নির্বাচন কমিশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে ১৯ অক্টোবর।
মাসুদ করিম - ১২ অক্টোবর ২০১৩ (২:০৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৩ (১১:১৬ অপরাহ্ণ)
এবারও মোহাম্মদ নাশিদের প্রথম রাতে বেড়াল মারা হল না। প্রথম পর্বের পুনরায় ভোটে ৪৬.৫১% জুটল নাশিদের, তার মানে ৫১% ভোট না পাওয়ায় এবার দ্বিতীয় রাউন্ডে আবার লড়তে হবে।
মাসুদ করিম - ১৭ নভেম্বর ২০১৩ (১২:৩৬ অপরাহ্ণ)
ইয়ামিন ও গাসিমের ভোট মিলে হয় ৫৩% সেহিসেবে ৫১.৩৯% পেয়ে ইয়ামিন পার পেয়ে গেলেন। ‘প্রথম রাতে বেড়াল মারা’র কথা এজন্যই বলেছিলাম।
মাসুদ করিম - ১৮ নভেম্বর ২০১৩ (২:৫৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ নভেম্বর ২০১৩ (১২:০০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৫ ফেব্রুয়ারি ২০১৫ (৭:২৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৪ মার্চ ২০১৫ (১:০৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ এপ্রিল ২০১৫ (৯:৫৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১১ জুন ২০১৫ (৯:৩৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৫ জুন ২০১৫ (৬:১০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১১ জুন ২০১৫ (১১:১৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৩ জুলাই ২০১৫ (৫:১৮ অপরাহ্ণ)
বার্মার নিজেকে উন্মুক্ত করতে হলে সু কি-র এসিদ্ধান্ত নেয়া ছাড়া উপায় নেই।
মাসুদ করিম - ২৫ জুলাই ২০১৫ (১১:৪০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৬ আগস্ট ২০১৫ (১২:৩০ অপরাহ্ণ)