কোথাও কি কেউ এমন লেখা দেখেছেন — শেখ হাসিনার সাথে সুকি-র দেখা করতে দিতে চায়নি বার্মা সরকার অথবা সুকি-র সাথে দেখা করতে চায় না শেখ হাসিনা অথবা সুকি চায় না শেখ হাসিনার সাথে দেখা করতে। নাকি এসবের কিছুই নয়, এবারের বার্মা সফর শুধু কিছু চুক্তির সফর?
নাকি এর পেছনে আছে হিলারি ক্লিনটনের প্রলম্বিত ছায়া অথবা চীনের পিপলস আর্মির সেনাকূটনীতি?
কোন কারণে শেখ হাসিনার সফর সূচিতে সুকি নেই, জানা খুবই দরকার।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৭ comments
মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০১১ (৫:৩০ অপরাহ্ণ)
এবিষয়ে এখনো কারো কাছ থেকে কিছুই জানতে পারিনি। জানি না আদৌ কিছু জানা যাবে কিনা।
তবে আরেকটা খবর পড়ে ভাল লাগল। বাংলাদেশই প্রথম দেশ যে প্রথম তার দূতাবাস রেঙ্গুন থেকে বার্মার নতুন রাজধানী নেপিথোতে স্থানান্তর করেছে।
বিস্তারিত পড়ুন : Bangladesh Embassy First to Move to Naypyidaw।
মাসুদ করিম - ১৮ এপ্রিল ২০১২ (১:১২ অপরাহ্ণ)
২৪ বছর পর সুকির প্রথম বিদেশ সফর হবে আগামী জুনে সম্ভবত নরওয়ে ও ব্রিটেনে।
খবরের লিন্ক : EXCLUSIVE – Suu Kyi to visit Norway, Britain after 24 yrs in Myanmar – party।
মাসুদ করিম - ১ মার্চ ২০১৪ (৯:৩৭ অপরাহ্ণ)
যাক অবশেষে হাসিনা-সুকি প্রথম বৈঠক হতে যাচ্ছে আগামী ৪ মার্চ।
খবরের লিন্ক : সূ চির সঙ্গে বসছেন হাসিনা।
মিয়ানমারের বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সূ চি।
মাসুদ করিম - ৩ মার্চ ২০১৪ (৪:২৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৫ অক্টোবর ২০১৪ (৫:৩৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১০ নভেম্বর ২০১৫ (৮:৪৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১৬ (৯:৫৩ অপরাহ্ণ)