স্থান : চট্টগ্রামের মহানগর বিএনপি অফিসের ঠিক উল্টা দিকে। রিকশা টেক্সির অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিছু লোক ও কিছু রিক্সা।
কাল : ২৯ রোজা ২০১০, দুপুর, একেবারেই কড়া দুপুর, জোহরের নামাজের ঠিক পরপর।
পাত্র : একজন রিক্সাওয়ালা (*) বড় খোঁচা খোঁচা দাড়ি, রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে দরাদরি করছে (**) সাদা চাপদাড়িওয়ালা একজন ছোটো দোকানি।
** গোলপাহাড়ের মোড়ে যাবি?
* ২৫ টাকা।
** তুই বেডা রাজাকার! তোর রাজাকারের চেহারা, তোর ইনসাফ নাই, গোলপাহাড়ের মোড় এখান থেকে এখানে, ২৫ টাকা!
* দেশে কার ইনসাফ আছে? কারো ইনসাফ নাই। দেশে শুধু ফাঁসির গল্প, ফাঁসির ধান্দা।
** তোর তো সাহস বেশি, তুই রাজাকার ন, তুই বেডা জামাত!
* হাসিনার… রিক্সাওয়ালা এপর্যায়ে হাসিনাকে উদ্দেশ্য করে কয়েকটা অশ্রাব্য গালি চার্জ করে বসে।
** তোর সাহস রাজাকার জামাতের তুনও বেশি, তুই বেডা বিএনপি!
* বিএনপিই তো, বিএনপি অইলে কি অইছে!
এপর্যায়ে সবাই রিক্সাওয়ালাটাকে সামনে থেকে সরে যেতে বলে, রোজা রমজানের দিন মারামারি করা ঠিক হবে না – এই তাদের মতামত। রিক্সাওয়ালা ওইখান থেকে সরে সামনে চলে যায়।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১ comment
অবিশ্রুত - ১৪ সেপ্টেম্বর ২০১০ (৪:২৫ পূর্বাহ্ণ)
রিকশাওয়ালা হয়তো বিএনপি-ই… অথবা ভাসমান রাজনৈতিক অবস্থানে থাকায় দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া যাওয়ার কারণে আওয়ামী সরকারবিরোধী বিধায় বিএনপির পাল্লায় পা দিয়েছে…
কিন্তু ওই সাদা চাপ দাঁড়িওয়ালা ছোট দোকানী? সে কী?
ইদানিং বাংলাদেশে এক জাতীয় লোক দেখা দিয়েছে, যারা অযথাই রাস্তাঘাটে নিম্নবিত্ত দাড়িওয়ালা মানুষদের রাজাকার জামাতি ইত্যাদি বলে গালি দিচ্ছে। এবং বলাই বাহুল্য, আদিষ্ট হয়ে… অর্থাৎ তাদের পার্টির নির্দেশ মোতাবেক।
উদ্দেশ্য, মানুষকে ক্ষেপিয়ে তোলা, রাজাকার/ জামাত ইত্যাদি বলে যারা রাজাকার/ জামাতীদের বিরোধিতা করছে তাদের ওপর রুষ্ঠ করে তোলা।