মৃত মহাপুরুষদের জনপ্রিয়তার প্রধান কারণ নিয়ে একটি ছোট্ট পোস্ট

মতবাদ,মতামত [...]

মৃতদের মতবাদ থাকে, মতামত থাকে না।

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৫ comments

  1. kamruzzaman Jahangir - ৩০ আগস্ট ২০১০ (১১:১৪ অপরাহ্ণ)

    মৃতব্যক্তির মতামতও থাকে, নতুবা তাদের সৃজনকর্ম নিয়ে এত কথা হয় কেন? তর্ক কেন হয়? তখন মতামত রাখে তার সৃজনশীলতা। এবং কখনো কখনো সেই মতামত জ্যান্ত মানবের চেযেও শক্তিশালী হয়।
    মানুষের মতবাদ কোনো বাণী বা ওহি হয় না বলেই সর্বকালে তার জোর অত বেশি থাকে।

    • মাসুদ করিম - ৩১ আগস্ট ২০১০ (১:২৬ পূর্বাহ্ণ)

      যেকথা হয় সেকথাটা আপনার কথা জীবিত যেআপনি মৃত তাকে ভাবছেন তার কথা। আপনার সৃজনশীলতা থাকলেই কেবল তার সৃজনশীলতাকে পাবেন। তার মতবাদটাকে আপনার মতো আপনার উপযোগী করে নেবেন। কিন্তু আজকের আপনার বাস্তব সমস্যার বিষয়ে তার কোনো মতামত তো অসম্ভব, মৃত মানুষের কোনো মতামত থাকে না। মতামত খুবই খতরনাক জিনিস : আপনি বললেন সাদা আমি বললাম কালো — এটা মৃতের দ্বারা সম্ভব নয়। মৃত মানুষের কীর্তি ও নামটা থাকে, অস্তিত্ব আর থাকে না, অস্তিত্বহীনের মতামত থাকে না। সেখানেই মৃতের জিৎ আমার হার : আমি মুখর সে প্রখর।

      আর বাণী বা ওহি কি কোনো ‘অমানুষ’এর, এখনো তেমন তো মনে হয় না — অপার্থিব কোনো অস্তিত্ব মানুষের ভাষায় কথা বলছে অথবা পার্থিব কোনো অস্তিত্ব অপার্থিব ভাষায় কথা বলছে — এমন আলামত বা প্রমাণ তো আজো মেলেনি।

  2. নুর নবী দুলাল - ৯ সেপ্টেম্বর ২০১০ (৭:৪৯ পূর্বাহ্ণ)

    যে মৃত জীবিত অবস্থায় জনপ্রিয় ছিলেন এবং জীবদ্দশায় মতবাদ প্রতিষ্ঠিত করে গেছেন; মত্যুর পর তার মতামত প্রদানের কোন প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ, প্রতিষ্ঠিত মতবাদের মধ্যেই তার মতামত অন্তর্র্নিহীত………।

  3. রাজি - ২৯ সেপ্টেম্বর ২০১০ (৭:১৯ অপরাহ্ণ)

    মুক্তাঙ্গনে প্রথম কমেন্ট করলাম।

  4. Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.