পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টির মনোভাব নিয়ে একটি ছোট্ট পোস্ট

ঘৃণা করো [...]

পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকে ঘৃণা করো, পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীকে নয়।

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৬ comments

  1. রশীদ আমিন - ২৯ নভেম্বর ২০০৯ (৫:৩৫ অপরাহ্ণ)

    একদম খাঁটি কথা বলেছেন …

  2. অবিশ্রুত - ১ ডিসেম্বর ২০০৯ (১:৪৫ পূর্বাহ্ণ)

    …বটে…
    শুধু চীনের কম্যুনিস্ট পার্টি কেন, ছোটবেলা থেকে অনেকের কাছ থেকেই আমরা এরকম জ্ঞান পেয়ে আসছি – পাপকে ঘৃণা কর, পাপীকে নহে…
    একটি বিশেষ রাজনৈতিক সময়ের বিবরে এরকম বিভিন্ন অদ্ভূত কথার আসল উদ্দেশ্য কি? এই অদ্ভূত ধারণার জের ধরে জন্ম নেয় আরও যত উপধারণা, যা আসলে স্বার্থান্বেষীদের স্বার্থই সংরক্ষণ করে। যেমন :
    …খুনকে ঘৃণা কর, খুনিকে নয়…
    …যুদ্ধাপরাধকে ঘৃণা কর, যুদ্ধাপরাধীকে নয়…
    এই ধরণের মনোভাব নিপাত যাক। মাসুদ করিমকে ধন্যবাদ, এরকম একটি বিষয় আমাদের সামনে তুলে এনেছেন জন্যে।

  3. নুর নবী দুলাল - ৩ ডিসেম্বর ২০০৯ (৪:৪৮ অপরাহ্ণ)

    জনাব মাসুদ করিম,
    ধন্যবাদ আপনার ছোট্ট পোষ্টটির জন্য। আপনার লিখা মতে পুজিঁবাদ ও সাম্রাজ্যবাদ দোষনে দুষ্ট । কিন্তু পুজিঁবাদী ও সাম্রাজ্যবাদীরা সম্পূর্ন নির্দোষ। তাহলে পুজিঁবাদ ও সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় যুগে যুগে যারা স্বীয় অবদান প্রতিষ্ঠিত করতে মানবতাবাদ ও সাম্যবাদের বিরুদ্ধে লড়াই (তথাকথিত) করে শান্ত এই পৃথিবীটার বারোটা বাজিয়ে গেছেন, যুদ্ধ-বিগ্রহের ঘুর্ণি আবর্তে যাদের জন্য আমরা পতিত, শান্তির পায়রার ডানাগুলো যাদের কু-কর্মের কারণে আজ বিধ্ধস্ত…….তারা কি সম্পূর্ন নিরাপরাধ ? ………….. আপনার লিখাটি পড়ে আজ মনে হচ্ছে বারাক ওবামাকে নোবেল কমিটি শান্তি পুরুস্কারে ভুষিত করে কোন ভূল করেনি…….. ওঁম শান্তি, ওঁম শান্তি……………….

  4. গৌতম - ৩ ডিসেম্বর ২০০৯ (১১:০৭ অপরাহ্ণ)

    মজা পেলাম। নিশ্চয়ই এই সিদ্ধান্ত নেয়ার পিছনে চীনের কমিউনিস্ট পার্টির কোনো না কোনো স্বার্থ কাজ করছে। কী সেটা তা জানা গেলে ভালো হত। অধিকাংশ ক্ষেত্রেই স্বার্থতাড়িত হয়ে এ ধরনের কথা বলতে হয়।

    তবে আমার মনে হয়, শুধু চীনের নয়, বাংলাদেশের কিংবা ভারতীর উপমহাদেশের অপরাপর কমিউনিস্ট পার্টিগুলো সময়ে সময়ে নিজেদের সব সিদ্ধান্তকে জায়েজ করার জন্য প্রয়োজনানুযায়ী এ ধরনের কথা বলে থাকে।

    • মাসুদ করিম - ১৭ ফেব্রুয়ারি ২০১১ (৩:৫৭ অপরাহ্ণ)

      চীনের কমিউনিস্ট পার্টির স্বার্থ বলতে একটাই, ওই পার্টি আর কমিউনিস্ট পার্টি নেই। যেদিন থেকে ওরা ‘রাষ্ট্রীয় পুঁজিবাদ‘-এ দীক্ষা নিয়েছে সেদিন থেকে ওরা CPC = CORPORATE PARTY OF CHINA কর্পোরেট পার্টি অফ চায়না হয়ে গেছে। চীনের পার্টি ও প্রচলিত কর্পোরেট কোম্পানি গুলোর চালচলনে এখন আর কোনো পার্থক্য নেই।

  5. Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.