বিএনপির গায়ের জোর, মা চোর ছেলে চোর। ২০০১-২০০৬ সময়কালের বিএনপিকে নিয়ে যদি এমন কথা বলি, তবে ২০০৭-২০০৮ সময়কালের বিএনপির জন্য বলতে হয় — বিএনপির ধানের শীষ, জিয়াউর রহমানের দিন শেষ। কিন্তু ভোট বিএনপির অনেক, এই ভোট পেতে বিএনপির হয়তো সামনেও কোনো অসুবিধা হবে না। তাহলে বিএনপি কি রাজপথে নেমে এই সরকার ফেলে দিতে পারবে ২০১৪-এর আগে, না কি বিএনপি ২০১৪-এর নির্বাচন জিতে আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে? কিন্তু রাজপথে নামতে কি পারবে বিএনপি, দলটাকে গুছাতে কি পারবে বিএনপি? আমার মনে হয় না। আমার মনে হয় হাজার চেষ্টা করেও আর বিএনপি তার হারানো জায়গায় ফিরে আসতে পারবে না।
কিছু অতি কাল্পনিক ঘটনা যদি ঘটে যায়।
— খালেদা জিয়া নিজেই সেনানিবাস ছেড়ে বেরিয়ে এলেন।
— জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা অবৈধ ঘোষণা করেন খালেদা জিয়া।
— জিয়া হত্যার বিচার চাই রাজপথে মিছিল করে বিএনপি।
— ক্ষমতা দখল করে বাংলাদেশের স্বাধীনতাকে কালিমালিপ্ত করেছে জিয়াউর রহমান, আমি আর তার আদর্শে বিশ্বাসী নই খালেদা জিয়া এ মর্মে পত্রিকায় বিবৃতি দিলেন। জিয়াউর রহমানের সাথে মৃত্যুপর বিবাহবিচ্ছেদ মামলা নথিবদ্ধ করেন খালেদা জিয়া।
— তারেক কোকো আর আমার সন্তান নয়।
শেখ হাসিনা সম্পূর্ণ নতুন একটি টিম নিয়ে সরকার ও দল চালাচ্ছেন। ব্যর্থতা-সফলতা সৃষ্টিশীল মানুষেরই দুটি অনিবার্য অবস্থান। তাই শেখ হাসিনার এই কাজ আগ্রহ উদ্দীপক।
খালেদা জিয়া এক অমোঘ বন্ধনে শেখ হাসিনার সঙ্গে জড়িয়ে আছেন, চারিদিকের মানুষ তাদের জড়িয়ে রেখেছেন। কাজেই এবার খালেদা জিয়ার কিছু করার পালা। এই কাল্পনিক পঞ্চশীল গ্রহণ করে যদি নতুন দলের নামকরণ তাকে বিএনপি (খালেদা) করতেও হয়, তাই তার করা উচিত।
আর এই কাল্পনিক পন্থা গৃহীত না হয়ে, বিএনপি যদি আগের মতোই চলে, তবে একটি উগ্র জাতীয়তাবাদী দলের ভাগ্যে ভবিষ্যতে যা ঘটবে, তার ঘোষিত মৃত্যুর ক্রমপঞ্জি লেখা হচ্ছে কোথাও, যা পরবর্তীতে একে একে গোচরে আসবে আমাদের।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৩১ comments
মাসুদ করিম - ২৬ নভেম্বর ২০০৯ (১২:৩৩ অপরাহ্ণ)
আজকের সমকালে বিএনপির বর্তমান অবস্থান নিয়ে পড়ুন এম আবদুল হাফিজের মতামত।
মাসুদ করিম - ৩ ডিসেম্বর ২০০৯ (১০:৪০ অপরাহ্ণ)
বিএনপির কাউন্সিল নিয়ে জনকণ্ঠে স্বদেশ রায়ের উপসম্পাদকীয় : বিএনপির কাউন্সিল — প্রত্যাশা ও প্রাপ্তি।
বিস্তারিত পড়ুন।
Pingback: মুক্তাঙ্গন | ঘোষিত মৃত্যুর ক্রমপঞ্জি | মাসুদ করিম
মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১০ (৬:০৪ অপরাহ্ণ)
সেনানিবাসে বিএনপির জন্ম সম্বন্ধে আমরা সবাই জানি, মিজানুর রহমান খান এবার ৩ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আমাদের এবিষয়ে একটু গুছিয়ে জানাবেন বলেই মনে হচ্ছে, কোথাও নতুন কোনো আলো ফেলবেন এমন আশা করার কোনো কারণ নেই। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করা যাবে মঙ্গলবার এর শেষ কিস্তি হাতে পেলে। আজকে আপাতত যাদুকাহিনীটাই শুনি
একটাই দুঃখ তিন কিস্তি শেষ হওয়ার পরও থেকে যাবে। অন্তপুরে খালেদা জিয়া কী ভাবিছেলন? সেকথা জানানোর সাধ্য মিজানুর রহমান খানের নেই বা থাকলেও আমাদের প্রচলিত সংবাদপত্রের প্রতিবেদন সেদিকে মনোনিবেশ করে তৈরি হয় না।
পড়ুন এখানে বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে: ১।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১০ (১:১৮ অপরাহ্ণ)
সাধারণ বুদ্ধির অসাধারণত্ব হল এটি সবার অলক্ষ্যে অসাধ্য সাধন করে।
যদি এই তথ্য সত্য হয়, তবে বলতে হবে এর মধ্য দিয়ে লোকায়ত সাধারণ জ্ঞানের জয়ই হয়েছে।
জিয়ার ক্ষমতা ঠিক কোথায়? আমার মতে, ইংরেজি লিখতে বাধ্য হচ্ছি – কারণ বাংলায় আমি যা বলব তা খুবই বোধগম্য, তারপরও ইংরেজিটা বললে অনেকে সহজে ধরতে পারবেন আমি কী বলছি, FORCE + INTELLIGENCE, বজ্রমুষ্ঠির সাথে গোয়েন্দাশক্তির সমন্বয়ের মধ্যেই জিয়ার মূলশক্তি নিহিত – এদিয়েই তিনি বাজিমাত করেছেন।
আজকের কিস্তি বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে : ২।
মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১০ (৯:৫৮ পূর্বাহ্ণ)
তাহলে যাদুকাহিনীই শেষ কাহিনী, উপরি হিসেবে যাদুকে সহায়তাকারী যাদুভ্রাতা সিধুমিয়া, এর মধ্যে প্রবেশ করলেন ধনেপাতা মওদুদ, পার্টিল্যাডি খালেদা এবং আইজেনব্রাউনের কানকথার সিলমারা কেরানি খোন্দকার দেলওয়ার। মিজানুর রহমান খানের প্রতিবেদনের অনুসন্ধানেই জীবন কেটে যাবে, আর কোনো দিন অনুসন্ধানী প্রতিবেদন লিখতে হবে না। এটা ‘Paid News’ ও হতে পারে কারণ এখানে নিজেদের দলে আস্থার সংকটে ভোগা মওদুদ ও দেলোয়ারকে (অবশ্য বলা হয়নি এটা কোন দেলোয়ার) বিএনপির কাছে উচ্চকিত করা হয়েছে। বিএনপির সৃষ্টিতে মূলশক্তি জিয়া, DGFI, জামায়াতে ইসলামীর কথা এখানে বলা হল না, প্রতিবেদক ঠিক করে নিয়েছেন তিনি শুধু কিছু ‘ক্রীড়নক’-এর কথাই বলবেন, নায়কদের নয়, কারণ তিনি জানেন ক্রীড়নকদের ইতিহাস লিখলে কারো কোনো ঝুঁকি নেই — প্রতিবেদকেরও না, পাঠকেরও না। নায়কের ইতিহাস লেখার অনেক ঝুঁকি, তা সামান্য একটু করে নিয়েছেন প্রতিবেদক এখানে
পড়ুন এখানে শেষ কিস্তি বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে : ৩।
মাসুদ করিম - ৫ ডিসেম্বর ২০১৩ (১২:৫৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১৩ (৬:৪৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ ডিসেম্বর ২০১৩ (১০:২৬ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২ জানুয়ারি ২০১৪ (৫:৩৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২ আগস্ট ২০১৪ (১২:২৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১৪ (৬:৪২ অপরাহ্ণ)
বিএনপিকে দূর থেকে যতটুকু জানি, তাতে মনে হচ্ছে দলটা এখন ভেঙ্গে গেলেই বেঁচে যায়, না ভাঙ্গলেই বরং বিপদ। তিন ভাগে ভেঙ্গে চলতে পারে তারা বিএনপি(খালেদা-ফালু), বিএনপি(তারেক-জোবাইদা)ও বিএনপি(কোকো বেচারা) : ভারপ্রাপ্ত ফখরুল সহজেই বিএনপি(কোকো বেচারা)র মহাসচিব হয়ে যেতে পারে, ভংচং রিজভী বিএনপি(তারেক-জোবাইদা)র মহাসচিব, সমস্যা হবে বিএনপি(খালেদা-ফালু)র মহাসচিব নিয়ে – মাহমুদুর রহমানকে ভাল মতো বললে, ভুল করছেন, মানে মান্নাকে একটু চেপে ধরলে যোগ দেবেই বিএনপি(খালেদা-ফালু)র মহাসচিব হতে।
মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১৫ (১০:১৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৪ ডিসেম্বর ২০১৪ (৯:২৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৮ ডিসেম্বর ২০১৪ (১১:১৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১৫ (৯:৪৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৩ ফেব্রুয়ারি ২০১৫ (৮:৫৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১৫ (৬:৩৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ এপ্রিল ২০১৫ (১০:০২ অপরাহ্ণ)
ভোট শেষে বিএনপি-র পত্রিকার রিপোর্ট
মাসুদ করিম - ৯ জুন ২০১৫ (৯:১২ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৩ জুলাই ২০১৫ (১২:০৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ জুলাই ২০১৫ (১২:৫৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১৫ (১:৪৯ অপরাহ্ণ)
প্রশংসা করে ঘেঁটে দেয়ার অবআর্মি প্রক্রিয়ার উদাহরণ, এর বেশি কিছু নয়।
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১৫ (১:৫৭ অপরাহ্ণ)
একটা ঘরে স্বামীস্ত্রীদুইপুত্র ‘মুক্তিযুদ্ধ’ করল, তাদের ৪জনের কেউই যখন মারা যায়নি, তাহলে এই ‘জিয়াপরিবার’ স্যাম্পলের ভিত্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা ০।
মাসুদ করিম - ২৫ ডিসেম্বর ২০১৫ (১১:৪১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১ সেপ্টেম্বর ২০১৬ (৭:৫৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১৭ (২:২৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৮ ফেব্রুয়ারি ২০১৮ (৭:৩৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ মার্চ ২০১৮ (৫:৪১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৩ জুন ২০১৮ (৯:০৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩০ জুন ২০১৮ (৪:০৯ অপরাহ্ণ)