২০ থেকে ৩০ কোটি সক্ষম মধ্যবিত্তের বাজার। ভারতীয় বা আরো বড় অর্থে দক্ষিণএশীয় এই বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ দাবী করছেন মনমোহন সিং। নব্বুই-এর দশকের শুরুতে নবুয়তপ্রাপ্ত মনমোহন ২০০৯-১৪ শাসনামলকে তার শ্রেষ্ঠ সময় মনে করছেন এবং বিস্তৃত কর্মপরিধির মধ্যে তার ক্ষমতার সব দিকের সুদৃঢ় বাস্তবায়ন চাইছেন।বিলগ্নীকরণের এক বিশাল কর্মযজ্ঞে নেমেছেন তিনি এবং সফলও হবেন বলেই মনে হচ্ছে। এর মধ্যেই আসিয়ানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি তিনি সেরে ফেলেছেন, সাফটা হোক না হোক তাতে কিছু যায় আসেনা; বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে ভারত ব্রাজিল দক্ষিণআফ্রিকা ও চীনের, ইউরোপ আমেরিকার কৃষি ভর্তুকি নিয়ে যে দ্বন্দ্ব ছিল, তার থেকে মনমোহন এবার সরে আসবেন বলেই মনে হচ্ছে। এই লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডকে পুনরায় উজ্জীবিত করতে এর মধ্যেই ভারত পূর্ণশক্তিতে বাণিজ্যিক কূটনীতিতে নেমে পড়েছে এবং তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন গত জুলাইয়ে ভারত সফরে আসা মিসেস ক্লিন্টন। একই মাসে জি-৮-এর রাষ্ট্রনায়করাও অত্যন্ত গুরুত্বের সাথে জি-৮ অতিথি সদস্য ভারতের সঙ্গে পূর্ণসদস্যদের চেয়েও বেশি মর্যাদা দিয়ে মনমোহনের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন। আর এবার জি-৮-এর গুরুত্বপূর্ণ সদস্য চীনের রাষ্ট্রনায়ক উরুমচির জাতিগত দাঙ্গার কারণে সম্মেলনের শুরুতেই দেশে ফিরে যাওয়াতে ভারত পুরো সম্মেলন জুড়ে একধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছিল। অনেক পর্যবেক্ষক এও ধারনা করছেন, অলিম্পিকের আগে আগে তিব্বতের দাঙ্গার মতোই উরুমকির দাঙ্গার সময়টিও পরিকল্পিতভাবেই ঠিক করা হয়েছে। সবকিছু মিলে এতো খোলা হাওয়া আর কখনো মনমোহনের গায়ে লাগেনি। এবারের মহামন্দার পর যে মহা মূল্যস্ফীতি আসবে তার পূর্ণ সদ্ব্যবহার করার সব পরিকল্পনা এর মধ্যেই মনমোহন শেষ করে এনেছেন। খুব দ্রুতই এক অসাধারণ খরা পরিস্থিতির সুযোগে বহু নীচুতলার মানুষ যখন নিঃশেষিত হবেন তখন এক বিভৎস মজার আক্রার বাজার থেকে মুনাফা লুটবেন বৃহৎ বিলগ্নীকারীরা। সবকিছু সামলাবেন খোলা বাজারের শেষ নবি অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী মনমোহন সিং। হ্যাঁ, তিনিই হবেন খোলা বাজারের শেষ নবি; এরপর খোলা বাজার আর থাকবে না সেকথা আমি বলছি না, কিন্তু এরপরে আর নবির দরকার হবে না; খোলা বাজারের ইমাম পুরোহিতরাই তখন সব সামলাতে পারবেন, যেমন এখন ধর্মের ইমাম পুরোহিতরাই ধর্ম সামলাচ্ছেন।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
২১ comments
মাহতাব - ২৮ আগস্ট ২০০৯ (১০:৪২ অপরাহ্ণ)
ওস্তাদ একটু বিস্তারিত বলবেন দয়া করে।
মাসুদ করিম - ২৯ আগস্ট ২০০৯ (৩:৫০ অপরাহ্ণ)
@ মাহতাব
আগামী কয়েক বছরে এক বিশাল বিলগ্নি পুঁজি ভারতের বাজারে প্রবেশ করবে, দেশের ভেতরের ও দেশের বাহিরের এই বিশাল পুঁজিই দক্ষহাতে খোলা বাজারের উপযোগী করে ব্যবহার করবেন মনমোহন সিং–নবীর দক্ষতায় ও নবীর ক্ষমতায়। ভারতের মতো বিশাল বাজার খোলা বাজারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসার পর, খোলা বাজারে আসার মতো আর কোনো বড় ভূ-খণ্ড অবশিষ্ট থাকবে না। বাকী বাজারগুলোকে সম্পূর্ণ উন্মুক্ত করার কাজ তাই ইমাম পুরোহিত দিয়েই হয়ে যাবে।
@অবিশ্রুত
উরুমকির মুসলমান অধিবাসীদের এক গুরুত্বপূর্ণ অংশের বসবাস আমেরিকা ও অষ্ট্রেলিয়ায়। এই অভিবাসীদের দ্বারাই এই দাঙ্গায় ঘি ঢালা হয়েছে, পুরনো একটা ঘটনাকে কাজে লাগিয়ে বিশেষ সময়ে। এবং চীনের এই অংশে ও তিব্বতে আরো ঘন ঘন বিশেষ বিশেষ সময়ে এ ধরনের ঘটনা ঘটবে। ভারতকে নতুন বন্ধু হিসেবে পেয়ে আমেরিকা এখন মধ্য এশিয়ার বিশাল গ্যাস রিজার্ভ নিয়ে মেতে উঠবে। সেসাথে প্রাকৃতিক জ্বালানীর জন্য ক্ষুধার্ত চীনও তার ঘরের কাছের গ্যাস এতো সহজে ছাড়তে চাইবে না। আর ‘চীমেরিকা’র বিবাহবিচ্ছেদ তো আনুষ্ঠানিকতার ব্যাপার এখন এবং ‘ইন্দোইয়ান্কি’ আংটি বদলও তো হয়ে গেছে। কাজেই হাওয়া ঊনপঞ্চাশ…
অবিশ্রুত - ২৯ আগস্ট ২০০৯ (১০:৩৪ পূর্বাহ্ণ)
উরুমকির দাঙ্গার সময়ক্ষণ পরিকল্পিতভাবে কে ঠিক করল? চীন,- ভারতকে জি-৮এ পুরো সম্মেলন জুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবার জন্যে? না কি ভারতই,- যাতে চীনের অনুপস্থিতিকে সে কাজে লাগাতে পারে? অথবা অন্য কেউ?
আপনার মত একটু পরিষ্কারভাবে জানতে আগ্রহী, ভাই।
nizam udin - ৫ সেপ্টেম্বর ২০০৯ (১০:৪৪ পূর্বাহ্ণ)
manmohon singh k NOBI akhkha diye apni bharot’er koun ongser manusher nobuyat praptee ghotatey chaichen?jekono prophecy tar nijer somoykale radical change’i enechilo,pholey NOBI naam jota manushera samaj o manosh k samner dikai agiye niye gachen.
manmohon singh’k NOBI ba DEBOTAAR bole apni prokarantore sadharon manusher onubhuti’kei aghaat hanchen.takey muktow-bazar nitir feriwala bolatai jhothesstow.
রায়হান রশিদ - ৫ সেপ্টেম্বর ২০০৯ (৭:৩৫ অপরাহ্ণ)
@ nizam udin,
ইংরেজীতে False Prophet বলে একটা কথা আছে। False Prophet হলেন তিনিই যিনি prophecy’র নামে আসলে নিজের উদ্দেশ্যই (সাধারণত হীন এবং অসৎ) সিদ্ধি করতে চান কিংবা অনুসারীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেন। পড়ে মনে হল “নবী” শব্দটির প্রয়োগ করে লেখক সেটাই বোঝাতে চেয়েছেন। অবশ্য আমার ভুলও হতে পারে।
বিনয়ভূষণ ধর - ৫ সেপ্টেম্বর ২০০৯ (৭:৫২ অপরাহ্ণ)
@রায়হান! prophecy শব্দটির অর্থ সুগন্দি বলে জানতাম। তাই নয় কি!!!
বিনয়ভূষণ ধর - ৫ সেপ্টেম্বর ২০০৯ (৭:৫৪ অপরাহ্ণ)
দু:খিত! বানানটা হবে সুগন্ধি।
রায়হান রশিদ - ৫ সেপ্টেম্বর ২০০৯ (৮:১৬ অপরাহ্ণ)
“Prophecy” এবং “Prophesy” – দু’টো বানানই ১৭০০ সালের পর থেকে সঠিক বলে প্রতিষ্ঠিত; মূলতঃ “Prophet” থেকে। অর্থ হল:
সূ্ত্র:
Concise Oxford Dictionary (10th edn.)
এবং
answers.com
বিনয়ভূষণ ধর - ৬ সেপ্টেম্বর ২০০৯ (১০:৪৪ পূর্বাহ্ণ)
ধন্যবাদ রায়হান! কালই আমি উল্লেখিত ওয়েবসাইটে শব্দটির অর্থ পেয়েছি। ভুলটি আমারই হয়েছিল…
মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১১ (৩:১৫ অপরাহ্ণ)
নবির নবুয়ত চলে গেছে, এখন শুধু খসে পড়ার অপেক্ষা — লীলা সাঙ্গের অপেক্ষা।
বিদূষকসূত্র : Congress expels Manmohan Singh, but will keep him as PM।
মাসুদ করিম - ২৩ আগস্ট ২০১১ (৩:৩৫ অপরাহ্ণ)
ভারতের মধ্যবিত্তের নবি বদল হয়ে গেছে মনে হয়। মনমোহন সিং ছিলেন তাদের এক নবি এখন আন্না হাজারে তাদের নতুন নবি। এই নবি বা সুপারম্যান ধরনের ভাবনা থেকে মনে হয় আমাদের মানব সমাজের মুক্তি নেই। রাজনীতি কোথায় যেন তল্পি পাচ্ছে না। সব দেশে সরকারগুলো কেমন শাসনকর্মে অনীহা নিয়ে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত — সব দেশে সিভিল সোসাইটি রাজনীতিতে অনীহা নিয়ে শুধু অনাস্থার সুপারম্যান হতে মিডিয়ার হাত ধরে চলছে।
পড়ুন : UPA 2, train wreck in slow motion।
মাসুদ করিম - ২৯ এপ্রিল ২০১২ (২:২২ অপরাহ্ণ)
টুইটারে #IloveManmohanSingh এ গিয়ে দেখুন সবাই কী বলছেন মনমোহন সিংকে নিয়ে।
মাসুদ করিম - ৩ জুলাই ২০১২ (৩:২১ অপরাহ্ণ)
অর্থমন্ত্রীর পদ ছেড়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রণব মুখার্জির নেমে পড়ায়, বলা হচ্ছে ভারতের অর্থনীতির উদারতাবাদের সংস্কার সম্পন্ন করার নবুয়ত আবার হাতে পেয়েছেন মনমোহন সিং। অনেকে শুধু মনমোহনের কথা বলছেন না, বলছেন একগুচ্ছ ব্যক্তিত্বের কথা, বলছেন টিম মনমোহনের কথা। কিন্তু ‘বার্তাবাহক(জিব্রাইল)’এর দেখা মিলছে না। দেখা মিললে আংশিক সাফল্য আসতেও পারে Manmohanomics 3.0 (M3)এর। কিন্তু টিম মনমোহন কি জিব্রাইলের দেখা পাবে?
বিস্তারিত পড়ুন : Manmohanomics 3.0।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১২ (১০:৩৬ পূর্বাহ্ণ)
আর কোনো কিছুর তোয়াক্কা করবেন না মনমোহন সিং, ঘরে বাইরে সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধে নামবেন — এবং যদি হারতে হয় যুদ্ধ করেই হারবেন। তিনি খুলে দিতে যাচ্ছেন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার সব দরজা-জানালা। এবং এটাই মনমোহনের শেষ সুযোগ, শেষ স্ট্রোক।
বিস্তারিত পড়ুন : Economic reforms: UPA goes for broke।
মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১৪ (১:০৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১৪ (১:৪৮ পূর্বাহ্ণ)
অনেকে পেরেছে কিন্তু আমি কেন জানি মনমোহনকে ধুর ধুর করে তেড়ে যেতে পারলাম না।
মাসুদ করিম - ১৬ এপ্রিল ২০১৪ (৪:৫৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ মে ২০১৪ (১২:০৭ অপরাহ্ণ)
Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/35035420.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
মাসুদ করিম - ১৩ মে ২০১৪ (১২:১৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৮ অক্টোবর ২০১৫ (১১:৩৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৫ জুলাই ২০১৬ (১:১৬ পূর্বাহ্ণ)