আজো বুকটা ভারী হয়ে আছে। ২০০৪ থেকে ২০০৯, হয়তো অনন্তকাল ধরে, এই আঘাত আমরা ভুলতে পারব না, আমরা যারা লেখক বা লেখক হতে চাই, আমাদের ওপর এই আঘাত, এই আঘাতের প্রতীক হয়ে হুমায়ুন আজাদ, প্রতিদিন আমাদের প্রতিক্রিয়াশীলতার হিংস্রতার কথা মনে করিয়ে দেবে। সফদর হাশমি যেমন ভারতে আমাদের দেশে হুমায়ুন আজাদ, আমরা ভুলতে পারব না, ভুললেই শেষ হয়ে যাব, বুকটা ভারী হয়ে আছে, প্রকাশ অক্ষম, কিন্তু সাবধান, শুধুই সাবধান। আমরা আজ ২০০৮-এর নির্বাচনের পর যে সময় কাটাচ্ছি, তাতে নিরাপদ বোধ করলে চরম ভুল করব। তাই ১২ আগস্ট-কে আমাদের আরো ব্যাপক পরিসরে পালন করা উচিত, লেখকদের ‘ঘাতক-দালাল নির্মূল কমিটি’র মতো একটি আন্দোলনের কথা ভাবা উচিত, আরো ঐক্যবদ্ধ শক্তিই পারে লেখকদের আরো স্বাধীন করতে, তসলিমা নাসরিন-ও দেশে ফেরার আকুতি নিয়ে বাহিরে পড়ে আছেন, কিন্তু কেন এমন হবে? ১২ আগস্ট ‘লেখক দিবস’ হয়ে উঠুক, এবং একে ঘিরে লেখকদের সম্মিলন আন্দোলন সম্ভব হোক, এখনই হোক, না হলে বাংলাদেশে লেখকদের ভবিষ্যৎ আরো ভয়ংকর বিভীষিকাময় হয়ে উঠবে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
২০ comments
মাসুদ করিম - ১২ আগস্ট ২০০৯ (৯:৪১ পূর্বাহ্ণ)
প্রথম আলোতে মৌলি আজাদ লিখেছেন : কবির জন্য, কবিতার জন্য।
বিনয়ভূষণ ধর - ১২ আগস্ট ২০০৯ (১১:৪৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম,
আপনার লেখাটা পড়ে অনেক আশাবাদী হতে ইচ্ছে করছে। কিন্তু “ঘাতক দালাল নির্মূল কমিটি”-র আন্দোলনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে যার পরিনতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছিলো শুধুমাত্র রাজনীতিকরনের কারনে। আমিও চাই লেখকদের জন্যে একটি “লেখক দিবস” তৈরী হোক কিন্তু তা যেন অবশ্যই রাজনীতিমুক্তভাবে হয়।
পোস্টখানার জন্যে অনেক ধন্যবাদ!
nizam udin - ১৯ আগস্ট ২০০৯ (৮:৩৯ অপরাহ্ণ)
gh-da-nir andolon’e kaar rajniti prokot hoye uthechilo?amra j dekhi tokhon 1994’er 26 august’e chattragram’er laaldighi, kinba dhaka’r mounchey tupidari r mujibcoatsari!!!
রায়হান রশিদ - ১৩ আগস্ট ২০০৯ (১০:৩৭ অপরাহ্ণ)
@ মাসুদ ভাই #১,
পোস্টের শিরোনামটা খুব পছন্দ হয়েছে। চিন্তার ওপর “আঘাত” সত্যিই সব আঘাতের মধ্যে সবচেয়ে বিধ্বংসী। লেখকদের ব্যাপারে আপনাকে (‘না মাসুদ ভাই, তার মৃত্যু হয়নি’) দুটো প্রশ্ন করি, কিছুটা বিদঘুটে শোনাবে হয়তো। পত্র-পত্রিকার কলাম আর ব্লগ কি একজন চিন্তাশীল লেখকের জন্য ক্ষতিকর? কিংবা এসব মাধ্যমে লেখা কি একজন লেখকের মুক্ত/সৎ চিন্তার পথে বিপত্তি তৈরী করে?
@ বিনয়ভূষণ ধর #২,
‘রাজনীতিমুক্ত’ হওয়া কি আসলে সম্ভব?
মাসুদ করিম - ১৬ আগস্ট ২০০৯ (৩:৫৯ অপরাহ্ণ)
পত্রপত্রিকার কলাম আর ব্লগ কেন চিন্তাশীল লেখকের জন্য খারাপ হবে, যখন সারা পৃথিবীর চিন্তাশীল মানুষেরা কলামে ও ব্লগে তাদের চিন্তাভাবনার কথা লিখছেন এবং প্রচুর পাঠক তা পড়ছেন। নন-ফিকশন লেখার বেশির ভাগই তো এখন কলাম আর ব্লগেই প্রকাশিত। আর মুক্ত/সৎ চিন্তার পথে বিপত্তি তৈরি হয় না শুধু একজনের : তিনি যিনি লেখেন না।
মোহাম্মদ মুনিম - ১৫ আগস্ট ২০০৯ (১২:২০ পূর্বাহ্ণ)
জেএমবি মফস্বলের একজন লেখককে জবাই করে হত্যা করেছিল, হুমায়ুন আজাদ একজন বিখ্যাত লেখক হওয়াতে আক্রমনের পরে আধুনিক চিকিৎসার সুযোগ পেয়েছিলেন। মফস্বলের লেখকটি অসহায়ভাবে প্রান দিয়েছিলেন। বাংলাদেশে রাজনৈ্তিক সমালোচনা মোটামুটি সহ্য করা হলেও ইসলামের সামান্যতম সমালোচনাও সহ্য করা হয়না। এখন ইউরোপে বা আমেরিকাতে বসবাসরত লেখকরাও (বিশেষত মুসলিম লেখকরা) ইসলামের কোন critical analysis স্বনামে লিখতে ভয় পান। Ibn Warraq ছদ্মনামের একজন পাকিস্তানি মুসলিম অনেক বছর ধরে বেনামে লিখছেন, যিনি এখনো তাঁর চেহারা জনসমক্ষে দেখাতে অনিচ্ছুক। আশা করা যায় বাংলা ব্লগের উত্থান এই অবস্থার পরিবর্তনে ভুমিকা রাখবে।
মাসুদ করিম - ১২ আগস্ট ২০১০ (২:৪৩ অপরাহ্ণ)
আরো এক বছর গেল আমাদের হুমাযুন আজাদকে ছাড়া।
অনন্য আজাদ লিখেছেন কথাগুলো, আজকের কালের কণ্ঠে, বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৩ আগস্ট ২০১০ (১১:৩০ পূর্বাহ্ণ)
ইউটিউবে হুমায়ুন আজাদ কে নিয়ে ইটিভির নিউজক্লিপ।
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১১ (৯:৪৩ পূর্বাহ্ণ)
চট্টগ্রামের শিক্ষিত মানুষের কাছে চট্টগ্রাম কলেজ গৌরবের, আমার কাছে চট্টগ্রাম কলেজ এক জঘন্য অবরুদ্ধ বিকৃত শিক্ষাঙ্গন, শিবির এখানে আছে প্রায় আড়াই দশক, এই কলেজের মেইন গেইট ‘A K’ আইয়ু্ব খানের নামের আদ্যাক্ষর দিয়ে পাকিস্তান আমলে আইয়ুবপ্রেমী উৎসাহী এক মিস্ত্রির বানানো, আমাদের সময় আমরা একবার এই গেইট ভেঙ্গে ফেলে আমাদের তোলা টাকায় একটা নতুন গেইট বানানোর পরিকল্পনা করেছিলাম, সেই পরিকল্পনার শুরুতেই পানি ঢেলেছেন আমাদের হিতাকাঙ্ক্ষী কিছু শিক্ষক, আমাদের বলে দিয়েছিলেন ‘শিবির’-এর চোখের সামনে এরকম ঘটনা কেউ ঘটাতে পারবে না, হ্যাঁ — আমরাও পারিনি, মূলত পারার পথেই যেতে পারিনি। সেই চট্টগ্রাম কলেজে আইয়ুব খানি ক্রিয়াকাণ্ডই চলছে। সম্প্রতি এই ক্রিয়াকাণ্ডের সাথে কলেজের বর্তমান অধ্যক্ষও যোগ দিয়েছেন
আজ সেই ২৭ ফেব্রুয়ারি, ২০০৪ সালের এইদিনে বাংলা একাডেমী বইমেলা থেকে ফিরবার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করার জন্য জঙ্গি আঘাত হানা নয়। আর আজ কালের কণ্ঠের সম্পাদকীয়তে পড়ছি এবার স্টিকার দিয়ে তার কবিতা ঢেকে দেয়া হচ্ছে — লেখককে খুন করার আঘাতের পর এবার লেখকের কবিতার উপর আঘাত — তার চেয়েও বড় আঘাত ওই অধ্যক্ষের সাফাই ‘ছোট কবি’র কবিতা কেন? — এমনোভাব শুধু এই অধ্যক্ষের নয়, অধ্যক্ষের তো এখানে শিবিরের ভয় কাজ করেছে, এমনোভাব আমাদের পাঠক ও লেখকদের অনেকেরও যারা সবসময় হুমায়ুন আজাদকে ‘কোমল’ ফ্যাসিজমে প্রত্যাখ্যান করেন।
মাসুদ করিম - ১১ আগস্ট ২০১১ (২:২২ অপরাহ্ণ)
১২ আগস্ট স্মরণে মৌলি আজাদ লিখছেন
বিস্তারিত পড়ুন : আমার বাবার জীবনদর্শন।
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১২ (৬:১১ অপরাহ্ণ)
সেই ভয়াবহ ২৭ ফেব্রুয়ারি ২০০৪এর খবর ‘ডেইলি স্টার’এ।
রেজাউল করিম সুমন - ১২ আগস্ট ২০১২ (৮:৫২ অপরাহ্ণ)
মুক্তমনায় অভিজিৎ রায়ের পুরোনো স্মৃতিচারণ :‘স্মৃতিতে হুমায়ুন আজাদ’ [লিংক]
মাসুদ করিম - ১৩ আগস্ট ২০১২ (৩:৪৬ অপরাহ্ণ)
সঞ্জীব দত্তের স্কেচে হুমায়ুন আজাদ via অভিজিৎ রায়।
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১২ (৪:৪৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১৩ (১:১০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ ফেব্রুয়ারি ২০১৫ (২:১৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১৫ (৭:১৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৮ ফেব্রুয়ারি ২০১৫ (৯:৪৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১ জানুয়ারি ২০১৯ (৯:৩০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৭ মে ২০১৯ (৯:০০ পূর্বাহ্ণ)