অবশ্যই আছে – এগুলো দেখুন, পছন্দ না হলে বলুন, আমার আরো আছে।
“Of course, I have principles – and if you don’t like those, I have others” Groucho Marx.
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
২ comments
Dablu - ৬ এপ্রিল ২০০৯ (১০:৫৬ পূর্বাহ্ণ)
নীতি সব মানুযেরই কমবেশী থাকে। প্রশ্ন হচেছ্ সুনীতি না কুনীতি। নীতির ধারকরা সবাই মনে করেন তাঁরা সুনীতি ধারন করেন। পর্যবেক্ষকরাই কেবল নির্দ্ধারণ করতে পারেন নীতির গুনাগুন। নীতিবান লোকেরা সবসময় সমালোচনা আলোকে নিজেদের শুধরে নিতে পারেন।
ইতি,
ডাবলু।
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম